এক দল হিংস্র কুকুরের হাত থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ হরিণকে রক্ষা করলেন এক গ্রামবাসী। রবিবার সন্ধ্যায় বোরো থানার কেন্দাজোড় গ্রামের ঘটনা। ওই রাতেই হরিণটিকে উদ্ধার করে বনকর্মীরা পুরুলিয়ার সুরুলিয়া ডিয়ার পার্কে রেখে আসেন। কেন্দাজোড় গ্রামের চাষি গুহিরাম মাহাতো বলেন, “দূর থেকে এক দল কুকুরের চিৎকার শুনতে পাচ্ছিলাম। বাড়ির বাইরে আসতেই দেখি একটা বড় হরিণ প্রাণভয়ে দৌড়চ্ছে। পিছনে গোটা পাঁচেক কুকুর। হরিণটা আমার বাড়ির উঠানে ঢুকে পড়ে। দেখি ও থরথর করে কাঁপছে। কুকুরের দলও উঠানে ঢুকে পড়ে। বাঁশ নিয়ে কুকুর তাড়ানোর চেষ্টা করি।” |
এই সেই হরিণ। ছবি: সমীর দত্ত। |
গুহিরামবাবু জানান, তবু কুকুরগুলি গোল করে হরিণটিকে ঘিরে আক্রমণ করতে উদ্যত হলে চিৎকার করে পড়শিদের ডাকেন। সবাই ছুটে এসে কুকুরদের তাড়া। খবর পেয়ে গ্রামে যান জামতোড়িয়ার বিট অফিসার ধনঞ্জয় বটব্যাল। বোরোর রেঞ্জ অফিসার বাদল খামরুই বলেন, “হরিণটি পূর্ণবয়স্ক। ওকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। জল আর কচি পাতা-ঘাস দিই। ডিএফও-র পরামর্শে রবিবার রাতেই হরিণটিকে সুরুলিয়া ডিয়ার পার্কে ছেড়ে দিয়ে আসি।” বনকর্মীদের মতে, হরিণটি বান্দোয়ানের কুইলাপালের জঙ্গল অথবা লাগোয়া রানিবাঁধের সুতান থেকেও দলছুট হয়ে আসতে পারে। ডিএফও (দক্ষিণ) বিশ্বনাথ দত্ত বলেন, “এর আগেও ওই এলাকার জঙ্গল থেকে হরিণের লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। ওই গ্রামবাসী হরিণটিকে রক্ষা করে ভাল কাজ করেছেন।” |