নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
তিন দাঁতালের হামলায় ভেঙ্গে পড়ল একটি মাটির বাড়ি। ঘর ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচেন ওই পরিবারের সদস্যরা। রবিবার মাঝ রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার চাঁচর গ্রামে। ওই পরিবারের সদস্য অজয় দাস বলেন, “আমরা ঘুমোচ্ছিলাম। হঠাৎ মড়মড় আওয়াজে জানলা খুলে বিপদ দেখে ছুটে পাশের বাড়িতে চলে যাই।” বাসিন্দাদের ক্ষোভ, আশপাশের গ্রামগুলিতে ঘাঁটি গেড়েছে দলমার ২২টি। অথচ বন দফতরের দেখা নেই। প্রতিবাদে সোমবার সকালে রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখান তাঁরা। বাঁকাদহ রেঞ্জের আধিকারিক বলাই ঘোষ বলেন, “কয়েকটি রেসিডেন্ট হাতি ও ২২টি দলমার হাতি একটি দল আমাদের এলাকায় কয়েকদিন ধরেই রয়েছে। দলটিকে সরাবার চেষ্টা চালাছি।”
|
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
তিন দাঁতালের হামলায় ভেঙ্গে পড়ল একটি মাটির বাড়ি। ঘর ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচেন ওই পরিবারের সদস্যরা। রবিবার মাঝ রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার চাঁচর গ্রামে। ওই পরিবারের সদস্য অজয় দাস বলেন, “আমরা ঘুমোচ্ছিলাম। হঠাৎ মড়মড় আওয়াজে জানলা খুলে বিপদ দেখে ছুটে পাশের বাড়িতে চলে যাই।” বাসিন্দাদের ক্ষোভ, আশপাশের গ্রামগুলিতে ঘাঁটি গেড়েছে দলমার ২২টি। অথচ বন দফতরের দেখা নেই। প্রতিবাদে সোমবার সকালে রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখান তাঁরা। বাঁকাদহ রেঞ্জের আধিকারিক বলাই ঘোষ বলেন, “কয়েকটি রেসিডেন্ট হাতি ও দলমার ২২টি হাতির একটি দল আমাদের এলাকায় কয়েকদিন ধরেই রয়েছে। দলটিকে অন্যত্র সরানোর চেষ্টা চালাছি।” |