জলের দাবিতে স্মারকলিপি উলুবেড়িয়ায় |
উলুবেড়িয়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জলকষ্টে ভুগছেন। অথচ, এই ওয়ার্ড এলাকাতেই উলুবেড়িয়া জলপ্রকল্পটি তৈরি হয়েছে। ২ নম্বর ওয়ার্ড ছাড়াও ২০, ২১ এবং ২৮ নম্বর ওয়ার্ডেও জলের সমস্যা আছে। চারটি ওয়ার্ডের মানুষ সোমবার জলের দাবিতে মিছিল করলেন শহরে। পুরসভায় স্মারকলিপিও জমা দেন।
২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ সাহজাহান বলেন, “জলপ্রকল্পের জন্য আমার তিন ফসলি জমি নামমাত্র টাকায় কিনে নিল সরকার। কিন্তু সেই প্রকল্প থেকেও এক ফোঁটা জল পাই না।” ২০ নম্বর ওয়ার্ডের শামিমা খাতুনের কথায়, “সেই কবে থেকে দেখছি পাইপ লাইন বসানো হচ্ছে। জল এখনও পেলাম না।” ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিপিএমের সাবির মোল্লার অভিযোগ, পুরপ্রধান রাজনৈতিক রঙ দেখে উন্নয়ন করছেন। শুধু মাত্র তৃণমূল-অধ্যুষিত ওয়ার্ডেই উন্নয়ন হচ্ছে। পুরপ্রধান দেবদাস ঘোষ অবশ্য বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত ভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। পুরপ্রধানের অভিযোগ, স্মারকলিপি দেওয়ার সময়ে গালিগালাজ করা হয়েছে।
|
বাস ও লরির মুখোমুখি ধাক্কায় জখম হলেন ২৪ জন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের হরাদিত্য গ্রামে। ন’জন মহিলা-সহ ১৭ জনকে ভর্তি করা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। পঞ্চানন কুণ্ডু নামে এক জনকে পরে পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। দু’টি গাড়িই আটক করেছে পুলিশ। তবে চালকেরা পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর থেকে আরামবাগগামী বাসটি দ্রুত গতিতে আসছিল। উল্টো দিক থেকে আসছিল বালি-বোঝাই লরিটি। সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েছিল লরিটি। সে সময়ে বাসের সঙ্গে তার ধাক্কা লাগে। স্থানীয় মানুষ প্রাথমিক ভাবে উদ্ধারের কাজে হাত লাগান।
|
বিদ্যুৎ দফতরে বিক্ষোভ চুঁচুড়ায় |
বর্ধিত মাসুল প্রত্যাহার-সহ বিভিন্ন দাবিতে সোমবার চুঁচুড়ায় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার সার্কেল ম্যানেজারের ঘরের সামনে বিক্ষোভ দেখাল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)। সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত কয়েকশো মানুষ বিক্ষোভ দেখান। গোলমালের আশঙ্কায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মাসুল প্রত্যাহার করতে হবে। চাষের ক্ষেত্রে বকেয়া থাকলে তা পরিশোধের সুযোগ দিতে হবে চাষিকে। কিন্তু কোনও অবস্থাতেই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া যাবে না। আন্দোলনকারীদের তরফে ১৬ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয় সার্কেল ম্যানেজার সুরজিৎ চক্রবর্তীকে। ‘অ্যাবেকা’র তরফে প্রদ্যুৎ চৌধুরী বলেন, “আমাদের রাজ্যে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তা সত্ত্বেও বাইরে থেকে যুক্তিহীন ভাবে বেশি দামে বিদ্যুৎ কেনা হচ্ছে। এটা বন্ধ করতে হবে।” সার্কেল ম্যানেজার বলেন, “স্মারকলিপি পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।”
|
বালি-বেলুড়ে রেলের ছাঁট লোহার কিছু ব্যবসায়ীর কাছে তোলা চেয়েছিল শ্রীকান্ত যাদব নামে এক দুষ্কৃতী। পুলিশ জানায়, দাবিমতো টাকা না-দেওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ৪ জনকে খুনের ছক কষে সে। শ্রীকান্ত শর্মা নামে তার এক শাগরেদ ধরা পড়ায় ওই ছক ফাঁস হয়। পুরনো এক খুনের মামলায় ধরা পড়ার পরে শর্মা জেরায় খুনের চক্রান্তের কথা স্বীকার করেছে।
|
হাওড়ার গোলাবাড়ি এলাকার গৃহবধূ অনুষ্কা পাণ্ডেকে (২২) খুনের অভিযোগে তাঁর শ্বশুর রাজকুমার পাণ্ডেকে সোমবার গ্রেফতার করল পুলিশ। রবিবারই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। গত শনিবার শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হন অনুষ্কা। পরে নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরের দিন অনুষ্কার শ্বশুর, স্বামী মনোজ পাণ্ডে, শাশুড়ি মীরা পাণ্ডে ও ননদ পিঙ্কি পাণ্ডের বিরুদ্ধে গোলাবাড়ি থানায় খুনের অভিযোগ দায়ের করেন অনুষ্কার বাবা দীননাথ মিশ্র। পুলিশ জানিয়েছে, অনুষ্কার স্বামী, শাশুড়ি ও ননদ পলাতক।
|
শ্রীশ্রী প্রেমিক মহারাজের ১৬৮তম জন্মোৎসব পালিত হল আন্দুল আনন্দমঠে। এই উপলক্ষে গত ৭-৮ এপ্রিল নগর সংকীর্তন, স্তোত্রপাঠ, ভক্তিগীতি-সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোক্তা প্রেমিক উৎসব কমিটি। |