প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে টাকাও। পুলিশ জানায়, কালনার বুলবুলিতলার বাসিন্দা সাজাদ শেখের ব্যাগের ব্যবসা রয়েছে মেমারিতে। গত ৪ এপ্রিল তিনি কালনা থানায় অভিযোগ করেন, দু’দিন আগে ব্যবসায়িক প্রয়োজনে মেমারি পৌঁছে দেওয়ার জন্য তাঁর দোকানের কর্মী, বুলবুলিতলারই বাসিন্দা রমজান শেখকে চার লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু সেই টাকা নিয়ে রমজান বেপাত্তা হয়ে যান। শনিবার কালনার ধাত্রীগ্রাম থেকে রমজানকে গ্রেফতার করে পুলিশ। রবিবার কালনা আদালতে তোলা হলে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানায়, রমজানকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কালনারই একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় চার লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
|
ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া ৫ ব্যক্তিকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। রবিবার রাতে মেটাল ডিভিসির কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়ি বর্ধমান সংলগ্ন বিজয়রাম, হাটু দেওয়ান, জিয়ারা ও তিনকোনিয়া এলাকায়। তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি রামদা ও ২টি শাবল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে কালো রঙের একটি মোটরবাইক। তবে ওই দলের আরও ৫ সঙ্গীকে ধরা যায়নি। অন্য একটি বাইকে চেপে পালিয়েছে তারা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় কিছু লোককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষদের। তাঁরাই বর্ধমান থানায় খবর দেন। পুলিশ গিয়ে ওই ৫ জনকে গ্রেফতার করে। |