সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে যাঁদের চাষের ক্ষতি হয়েছে, সেই চাষিরা ব্যাঙ্ক ঋণ নিয়ে চাষ করে থাকলে তাঁদের ক্ষতিপূরণ দেবে সরকার। দু’দিনব্যাপী কৃষি ও সংস্কৃতি মেলার উদ্বোধন করতে ভাতারে এসে এমনই বললেন কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
ভাতার-নাসিরগ্রাম রোডের পাশে সোমবার ওই মেলা শুরু হয়েছে। ছিলেন ভাতারের তৃণমূল বিধায়ক বনমালী হাজরা। এ দিন মেলায় রবীন্দ্রনাথবাবু জানান, সম্প্রতি জেলার বেশ কয়েকটি ব্লকে প্রাকৃতিক দুর্যোগে বিশেষত বোরো ধানের ক্ষতি হয়েছে। তাঁর কথায়, “যে চাষিরা সরকারি নিয়ম মেনে অর্থাৎ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে চাষ করেছেন, তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে কতটা ক্ষতি হয়েছে বা কত জনের ক্ষতি হয়েছে, সেই রিপোর্ট আমার কাছে এখনও এসে পৌঁছয়নি।” |
সোমবার মেলায় প্রায় ৫০টি স্টলে নানা ফসল ও কৃষি উপকরণ বিক্রি হয়েছে। ছিল প্রদর্শনীর ব্যবস্থা। মেলার উদ্যোক্তা পরেশনাথ হাজরা বলেন, “আগে নিয়মিত এই মেলা হত। মাঝে কয়েক বছর আর্থিক কারণে মেলাটি বন্ধ করে দিতে হয়েছিল। তবে স্থানীয় মানুষের আগ্রহে ফের তা শুরু হল।”
বিধায়ক তহবিলের টাকায় মেলা প্রাঙ্গণে এ দিন পাঁচটি গ্রাম পঞ্চায়েতকে ৫টি অ্যাম্বুল্যান্স দেন বনমালীবাবু। |