ঝড়ে ক্ষতিগ্রস্ত হল মন্তেশ্বরের মামুদপুর ২ পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবারের ঝড়ে গৃহহীন হয়েছেন এই পঞ্চায়েতের রাউতগ্রাম, ব্রহ্মপুর, মথুরাপুর ও হাজরাপুরের প্রায় পঞ্চাশটি পরিবার। সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে রাউতগ্রামে। বেশ কিছু বাড়ির টিন, অ্যাসবেস্টস, খড়ের চাল উড়ে যেতে দেখা গিয়েছে। একটি বাড়ির টিনের চাল উড়ে গিয়ে প্রায় ৪০ ফুট উপরে গাছের ডালে আটকে যায় বলে জানিয়েছেন বাসিন্দারা। ঘটনাস্থল পরিদর্শনে যান প্রধান স্বপন দে ও পঞ্চায়েত সমিতির সভাপতি চাঁদু দাস। প্রধান স্বপনবাবু জানান, দুর্গতদের ত্রাণ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওই সব বাসিন্দাদের স্থানীয় পঞ্চায়েত ভবন, প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। |
কালনা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, এই ঝড়ে মন্তেশ্বর এলাকায় প্রায় দেড় হাজার বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দারা জানান, মন্তেশ্বরে ধানই প্রধান ফসল। সম্প্রতি বোরো ধানের শিষ বেরোতে শুরু করেছিল। এই ঝড়ে অনেক ধানের শিষ নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি চাষিদের।
তৃণমূলের মন্তেশ্বর ব্লক সভাপতি সজল পাঁজা জানান, তাঁদের দলের তরফে গৃহহীনদের মধ্যে ত্রানসামগ্রী বণ্টন করা হয়েছে। প্রসঙ্গত, গত ৪ এপ্রিল কালবৈশাখীতে কালনা মহকুমায় মন্তেশ্বর ছাড়া অন্য চারটি ব্লকে বিপুল ক্ষতি হয়েছিল। জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা এ দিন বলেন, “কালনার কয়েকটি এলাকায় পরপর ঝড়ে বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। গৃহহীনদের মধ্যে ৩০টি পরিবারকে ত্রিপল দেওয়া হয়েছে। বিডিওকে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে।” |