মেঝেতে শিশু, ক্ষুদ্ধ পরিজনেরা |
বাঁকুড়া মেডিক্যালের শিশু ওয়ার্ডের ছাদের চাঙড় খসে পড়ার পরে কিছু বাচ্চাকে নির্মিয়মান ‘নিওনেটাল কেয়ার ইউনিটে’র মেঝেতে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন বাচ্চাদের পরিজনেরা। তাঁদের অভিযোগ, অল্প কয়েক জন বিছানা পেলেও বাকিরা মেঝেতে রয়েছে। ঝড়-বৃষ্টির মধ্যে বাচ্চারা আরও অসুস্থ হয়ে পড়তে পারে। হাসপাতাল সুপার পঞ্চানন কুণ্ডু বলেন, “শিশু ওয়ার্ডের কয়েকটি বিছানা নির্মিয়মান ‘নিওনেটাল কেয়ার ইউনিটে’ সরিয়ে আনা হয়েছে। আগে যারা মেঝেতে ছিল, এখানে তারাই মেঝেতে রয়েছে। স্বাস্থ্যকর্মীরা তাদের নজরে রেখেছে।” তিনি জানান, রবিবার থেকে ছাদের ওই অংশের মেরামতির কাজ শুরু হয়েছে। শনিবার শিশু ওয়ার্ডের ছাদের চাঙড় খসে পড়ে বাচ্চা কোলে থাকা এক প্রৌঢ়া জখম হয়েছিলেন। ছায়া মান্না নামের ওই মহিলাকে চিকিৎসার পরে শনিবার রাতে ছেড়ে দেওয়া হয়।
|
কলেজে পালন হল বিশ্ব স্বাস্থ্য দিবস |
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রবিবার সকালে ভগৎ সিংহ স্টেডিয়াম থেকে একটি পদযাত্রা বের করেন একটি বেসরকারি কলেজের পড়ুয়ারা। চিকিৎসকদের নিয়ে একটি আলোচনাসভা আয়োজিত হল। স্বাস্থ্য বিষয়ক সচেতনতা গড়তেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসিয়েশনের দুর্গাপুর চ্যাপ্টার এবং একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সিটি সেন্টারের অম্বেদকর সরণিতে একটি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের তরফে বিনা খরচে স্বাস্থ্যপরীক্ষা শিবির হয়।
|
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শনিবার ঝাড়গ্রামের ‘গণচেতনা ও কল্যাণ মঞ্চ’-এর উদ্যোগে ঝাড়গ্রাম জেলা হাসপাতাল প্রাঙ্গণটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পরে ‘ঝাড়গ্রাম স্টুডেন্টস্ হেলথ হোম’ এবং ‘গণচেতনা ও কল্যাণ মঞ্চ’-এর যৌথ উদ্যোগে হেলথ হোমের সভাঘরে ‘বয়সকালে স্বাস্থ্য’ শীর্ষক এক আলোচনায় অংশ নেন ঝাড়গ্রাম জেলা হাসপাতালের দুই চিকিৎসক দেবাশিস পাত্র ও প্রসূন ঘোষ। প্রসূনবাবুরা বলেন, “স্বাস্থ্য ভাল হলে তবেই তা জীবনবৃদ্ধির সহায়ক হয়। সেই কারণে ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়ানো প্রয়োজন। ভাল থাকার জন্য মানসিক প্রফুল্লতাও জরুরি।”
|
বিষ্ণুপুর-দ্বারিকা শিল্প তালুকে একটি কারখানার উদ্দোগে দু’দিনের চক্ষু শিবির হয়ে গেল শনি ও রবিবার। এই শিবিরে বিনামূল্যে ৫০০ জনের চক্ষু পরীক্ষা করে ৪৫০ জনকে চশমা দেওয়া হয়েছে।
|
সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য চিকিৎসা শিবির করল বিএসএফ। রবিবার বিএসএফের ৪৮ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের বেরুবারি এলাকার বাসিন্দাদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এলাকার লালবাজার পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ওই শিবিরটি হয়। এদিন সকাল দশটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩৭ জনের চিকিৎসক করা হয়। বিএসএফের ডেপুটি কমাডেন্ট রামপ্রসাদ মুরিয়া জানান, নগর বেরুবাড়ি গ্রামপঞ্চায়েত এলাকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নেই। সবচেয়ে কাছের স্বাস্থ্যকেন্দ্রটি ১০ কিমি দূরে। আর না হলে ১৫ কিমি দূরে জলপাইগুড়ি শহরে যেতে হয়। এমন শিবির মাঝেমধ্যে করার চেষ্টা করা হবে।
|
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মহম্মদবাজারের ভাঁড়কাটা অঞ্চলে তিনটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং দু’টি ক্লাবের উদ্যোগে শিবির হয়। |