টুকরো খবর |
পুরপ্রধানের ইস্তফা গৃহীত
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মুর্শিদাবাদের পুরপ্রধান কংগ্রেসের সৌমেন দাসের পদত্যাগপত্র গৃহীত হওয়ায় নতুন পুরপ্রধান নিয়োগ এখন সময়ের অপেক্ষা। শনিবার বোর্ড অফ কাউন্সিলের-এর বৈঠকে ৮ জন কাউন্সিলরের উপস্থিতিতে ওই পদত্যাগপত্র গৃহীত হয়। ওই বৈঠকে হাজির ছিলেন কংগ্রেসের প্রতীকে জয়ী তিন জন কাউন্সিলর, নির্দল প্রতীকে জয়ী ৪ জন এবং তৃণমূলের প্রতীকে জয়ী ১ জন কাউন্সিলর। তবে ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন পুরপ্রধান-সহ কংগ্রেসের ৭ জন কাউন্সিলর। গত ৩০ মার্চ পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ওই ৮ কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। এর পরেই জেলা কংগ্রেস সভাপতির নির্দেশ মেনে সৌমেন পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন। কাউন্সিলরদের বৈঠকে ওই ইস্তফাপত্র গ্রহণ করার ফলে তাতে সরকারি সিলমোহর পড়ল। মুর্শিদাবাদের জেলাশাসক রাজীব কুমার বলেন, “পঞ্চায়েত আইন অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে নতুন পুরপ্রধান নিয়োগ করতে হবে। তত দিন পুরপ্রধানের দায়িত্ব সামলাবেন পুরসভার উপ-পুরপ্রধান।” এদিকে পুরপ্রধানের পদত্যাগের ঘটনা বর্তমান ১৫ জন কাউন্সিলরদের আড়াআড়ি দুটি গোষ্ঠীতে ভাগ করে দিয়েছে। ওই দুই গোষ্ঠীকে নিয়েই রবিবার রাতে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে বৈঠকে বসেন জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেই বৈঠকে মুর্শিদাবাদ পুরসভার মোট ১৪ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। ছিলেন বহরমপুরের পুরপ্রধান নীলরতন আঢ্যও। সেখানে অধীরবাবু জানান, বিভেদ ভুলে পুরউন্নয়নের কাজে এককাট্টা হয়ে লড়তে হবে। সামনের শুক্রবার নতুন পুরপ্রধান স্থির করতে আবার বৈঠক হবে। অধীরবাবু বলেন, “সকলের মধ্যে সুসম্পর্ক তৈরি করাই খুব জরুরি। নতুন পুরপ্রধান যিনি হবেন, তাঁকে যাতে সকলে মিলে কাজে সাহায্য করেন, তা নিশ্চিত করতে হবে। এই কারণেই এই দিনের বৈঠকটি ডাকা হয়েছে।”
|
অপহরণের অভিযোগে ধৃত ছয়
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
|
অপহরণে ধৃতেরা। নিজস্ব চিত্র। |
এক ব্যক্তিকে অপহরণ ও তাঁর পরিবারের কাছ থেকে সাড়ে ৪৪ হাজার টাকা মুক্তিপণ আদায় করার অভিযোগে ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা উদ্ধারও করা হয়েছে। জেলা পুলিশের ডিএসপি (হেড কোয়ার্টার) দিব্যজ্যোতি দাস বলেন, “পবিত্র বালা নামে যে ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল তিনি কর্মসূত্রে দিল্লিতে থাকেন। সেখানেই চাপড়ার একজনের সঙ্গে তাঁর আলাপ হয়। ৫ এপ্রিল সেই ব্যক্তিই পবিত্রবাবুকে ভুলিয়ে দুষ্কৃতীদের ডেরায় নিয়ে যান বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।"পুলিশ জানিয়েছে, তেহট্টের উত্তর জিপপুর এলাকার বাসিন্দা পবিত্রবাবু দিল্লির কাছাকাছি একটি জায়গায় গ্রামীণ চিকিৎসক হিসেবে কাজ করেন। সম্প্রতি তিনি বাড়ি এসেছিলেন। ৫ এপ্রিল কৃষ্ণনগরে আসেন দিল্লি ফেরার টিকিট কাটার জন্য। টিকিট কাউন্টারে চাপড়ার ওই বাসিন্দার সঙ্গে দেখা হয় তাঁর। ওই ব্যক্তি তাঁকে এক আত্মীয়ের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার নাম করে কৃষ্ণনগর সংলগ্ন নতুনগ্রামে নিয়ে যান। তিনি পবিত্রবাবুকে দুষ্কৃতীদের হাতে তুলে দেন বলে মনে করা হচ্ছে। পবিত্রবাবুকে নতুনগ্রামের একটি ইটভাটা সংলগ্ন বাগানে আটকে রাখা হয়। তাঁর বাড়িতে ফোন করে প্রথমে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে রফা হয় সাড়ে ৪৪ হাজারে। টাকার বিনিময়ে ৬ এপ্রিল মুক্তি পান তিনি। ৭ এপ্রিল অভিযোগ দায়ের করলে পুলিশ ৬ জনকে ধরে।
|
খুনের কিনারা হয়নি, বিক্ষোভ মাটিয়ারিতে
নিজস্ব সংবাদদাতা • দেবগ্রাম |
মাটিয়ারি গার্লস অ্যাকাডেমির ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ পাওয়া গিয়েছিল গত ২৯ মার্চ। কিন্তু তারপরে ঘটনার আট দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকেই ধরতে পারেনি পুলিশ। এখনও খুনের কোনও কিনারা না হওয়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসী, ছাত্রছাত্রী এবং স্কুল শিক্ষকেরা। মাটিয়ারি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জনা নাগ বলেন, “ছাত্রীরা ভয়ে স্কুলে আসতে চাইছে না। কয়েক দিন ধরেই উপস্থিতির হার খুব কম। পূজার মৃত্যুর ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। শনিবার আমরা ছাত্রীদের নিয়ে একটা প্রতিবাদ মিছিল করেছি।” তাঁর আরও অভিযোগ, “পুকুর থেকে উদ্ধার হওয়া দেহের ক্ষত দেখেই মনে হয়েছে ওকে খুন করা হয়েছে।” মাটিয়ারি ভকতপাড়ার বাসিন্দা পূজার বাবা ছোট ব্যবসায়ী। পূজার কাকা জয়দেব বিশ্বাস বলেন, “এই ভাবে একটা মেয়েকে খুন করে পুকুরে দেহ ফেলে দেওয়া হল। তবুও পুলিশ কেন কিছু করছে না, আমরা জবাব চাই।” নদিয়ার পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “মৃতদেহ উদ্ধার করা হলেও তার ময়না-তদন্তের রিপোর্ট হাতে পাইনি। আমরা তদন্ত শুরু করেছি। মৃতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছি। অপরাধীদের খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে। পুলিশের তরফে একটি খুনের মামলা রুজু করা হয়েছে।”
|
স্বামীর বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
বিয়ের চার মাসের মধ্যেই স্বামী-সহ শ্বশুরবাড়ির চার জনের বিরুদ্ধে অভিযোগ করলেন এক মহিলা। শনিবার রাতে নবদ্বীপ থানায় বর্ধমানের নাদনঘাটের বাসিন্দা মৌসুমী কুণ্ডু তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দুই খুড়শ্বশুরের বিরুদ্ধে মারধর এবং পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। মৌসুমীর বাবা পেশায় চাষি কার্তিক হাজরা বলেন, “চার মাস আগেই মেয়ের বিয়ে হয় নবদ্বীপে। কিন্তু বিয়ের ছ’দিনের মধ্যেই টাকার জন্য ওরা চাপ দিতে শুরু করে। এমনকী মেয়ের গায়ে আগুনও লাগিয়ে দেয়।” মৌসুমীদেবী জানান ঘটনার দিন সকালে ডাক্তারি রিপোর্টে জানা যায় তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু সেই খবরে কেউ খুশি না হয়ে উল্টে প্রচণ্ড মারধর করা হয়। তবে পুলিশ এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
|
জেলা সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
পুলিশের অধীনে সমস্ত রকম নির্বাচনী কাজকর্ম বয়কটের সিদ্ধান্ত নিয়েছে মুর্শিদাবাদ জেলার মণ্ডপ নির্মাণকারী ডেকরেটার ওনার্স অ্যাসেসিয়েশন। শনি ও রবিবারের জেলা সম্মেলনে এগারো দফা দাবি তুলে তাঁরা জানান, জেলায় নির্বাচনে ৩৭ লক্ষ টাকা বকেয়া রয়েছে ৬২ জন ব্যবসায়ীর। পণ্য পরিবহণে সমস্যা হচ্ছে বলেও তাঁরা জানান। সংগঠনের তরফে খবর, গত লোকসভা নির্বাচনে জেলা জুড়ে প্রায় ৪৫ লক্ষ টাকার কাজ হয়েছিল। ২০-৩০ হাজার টাকার পরে আর টাকা দেওয়া হয়নি। সংগঠনের জেলা সম্পাদক নির্মল চক্রবর্তী বলেন, “জেলায় প্রায় বারশো ব্যবসায়ী আছেন। তবুও সরকারি সুযোগ সুবিধা আমরা পাই না। টাকাও বকেয়া রয়ে যাচ্ছে। এ নিয়ে রাজ্যের নির্বাচন কমিশনার ও সরকারের কাছে যাব।”
|
জয়ী কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল কংগ্রেস। তাহেরপুরের রাধানগরে এ বছরই প্রথম এই নির্বাচন অনুষ্ঠিত হল। ৯টি আসনের সবকটিই পেয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সদস্য দুলাল পাত্র বলেন, “তৃণমূল সবচেয়ে কম ভোট পেয়েছে। মানুষ ওদের প্রত্যাখান করেছে।” স্থানীয় সিপিএম নেতা ও পঞ্চায়েত প্রধান গৌরাঙ্গ মোদক বলেন, “অল্প সময়ের মধ্যে নির্বাচন হয়েছে। তাও আমরা দ্বিতীয় স্থানে আছি।” তৃণমূলের অঞ্চল সভাপতি দিলীপ ভৌমিক ফলাফলের কারণ হিসেবে বলেন, “এই সমিতি মূলত কংগ্রেসই পরিচালনা করত। ওদের সদস্যও বেশি। তাই আমরা সেরকম কিছু করতে পারিনি।”
|
বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু মহিলার
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। নাম শিপ্রা সাহা (৩৫), বাড়ি শান্তিপুরের ঢাকাপাড়ায়। পুলিশ জানিয়েছে, রেফ্রিজারেটর পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান শিপ্রাদেবী। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। দেহ উদ্ধার। অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে নদিয়ার তাহেরপুরের সার্কুলার রোডের কাছে একটি কলাবাগান থেকে দেহটি উদ্ধার হয়। মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন এক ব্যক্তি। নাম দিলীপ মণ্ডল (৪৫)। রবিবার নদিয়ার হরিণঘাটার বুড়িতলার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে ওই দুর্ঘটনা ঘটে। দু’জন চালক-সহ ৯ জন আহত হয়েছেন। তাদের কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন ভোরে কয়েকজন যাত্রী নিয়ে গাড়িটি উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থেকে মুর্শিদাবাদে যাচ্ছিল। তখনই ওই ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, লরিটি নিয়ন্ত্রণ হারানোর জন্য ওই দুঘর্টনা ঘটেছে। গাড়ি দু’টিকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।
|
কংগ্রেসের নয়াব্লক সভাপতি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ
|
সাগরদিঘি ব্লক কংগ্রেসের নতুন সভাপতি হলেন অলোক চট্টোপাধ্যায়। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক দাস বলেন, “সংগঠনের প্রয়োজনেই এই পরিবর্তন।” অপসারিত ব্লক কংগ্রেস সভাপতি রাজেশ ভকত বলেন, “সাগরদিঘিতে ব্লক কংগ্রেসের নেতৃত্বে একটি বিক্ষোভ কর্মসূচি চলাকালীন নতুন সভাপতি নির্বাচনের কথা জানানো হয়। এর কারণ আমি জানি না।”
|
প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
তারাপুর কেন্দ্রীয় বিড়ি শ্রমিক হাসপাতালে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে রবিবার রঘুনাথগঞ্জে বিক্ষোভ মিছিল করে ছাত্র পরিষদ। ছাত্র পরিষদের জঙ্গিপুর কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা বলেন, “সাংবাদিকদের উপরে হামলা অত্যন্ত নিন্দনীয়। এখনও মূল অভিযুক্তদের ধরেনি পুলিশ। অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি করছি।”
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
মাঠ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। নাম সুবল পাল (২২), বাড়ি হিজুলি। রবিবার সকালে হিজুলি ও গোয়ালদহের মাঝে একটি মাঠে তাঁর দেহটি মেলে। পুলিশ জানিয়েছে, শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। শনিবার খেলাতে বেরিয়েছিলেন তিনি। আর বাড়ি ফেরেনি।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
লরি চাপা পড়ে মৃত্যু হল ইদাত খান (৩৫) নামে এক ব্যক্তির। বাড়ি নাকাশিপাড়ার শালিকগ্রামে। রবিবার ধুবুলিয়া পেট্রল পাম্পের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ইদাত শেখ সাইকেলে কৃষ্ণনগরে আসছিলেন। তখনই পাথর বোঝাই লরিটি আচমকা উল্টে যায়। তাতে চাপা পড়েই মারা যান ইদাত শেখ।
|
জমি-বিবাদ, বোমা সুতিতে
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
জমির দখল নিয়ে দুই গোষ্ঠীর বোমাবাজিতে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১২টি বাড়ি। সুতির বাহাগলপুরে রবিবার ভোর রাতে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন মরিয়ম বিবি নামে এক মহিলা। তাঁকে মাহেশাইল স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি খাস জমির দখল নিয়ে গ্রামেরই দু’টি গোষ্ঠীর মধ্যে বহু দিন ধরে বিবাদ রয়েছে। সেই পুরনো বিবাদের জেরেই শনিবার রাত থেকে এলাকায় বোমাবাজি হয়। সেই বোমায় পুড়ে যায় ১২টি বাড়ি। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
|
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। রবিবার খড়গ্রামের বাদশাহী সড়কে আদলপুর এলাকার ঘটনা। মৃতের নাম প্রদ্যুৎ দত্ত (৪২), বাড়ি ইন্দ্রাণী গ্রামে। শেরপুরের দিক থেকে বালি বোঝাই ওই ট্রাক্টরটি নগরের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী তিন জনকে ধাক্কা মারে। উল্টে যায় ট্রাক্টরটিও। পরে জখমদের উদ্ধার করে খড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে প্রদ্যুৎবাবুকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। ট্রাক্টরটি আটক করেছে পুলিশ, চালক পলাতক।
|
কংগ্রেসের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
পুলিশি জুলুমের প্রতিবাদে বিক্ষোভ দেখাল কংগ্রেস। রবিবার সাগরদিঘি থানায় স্মারকলিপিও দেন তাঁরা। কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের অভিযোগ, সাগরদিঘির বেলষণ্ডায় পুলিশকে আক্রমণ করে দুষ্কৃতীরা। পরে গ্রামবাসীদের উপর চড়াও হয়ে পুলিশ নির্যাতন চালায়। রেহাই পাননি অন্তসত্ত্বারাও।” পুলিশ অবশ্য কোনও রকম নির্যাতন করার অভিযোগ অস্বীকার করেছে।
|
দেহ উদ্ধার |
এক যুবকের অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তাহেরপুরের সার্কুলার রোডে একটি কলাবাগানে দেহটি মেলে। বয়স আনুমানিক ৪০। |
|