এএফসি কাপের ম্যাচ খেলতে রবিবার ভোর সাড়ে ছ’টা নাগাদ ইস্টবেঙ্গল আরবিল শহরে পৌঁছেছে। এ দিন বিকেলেই দল নিয়ে অনুশীলন করতে যান লাল-হলুদের দায়িত্বপ্রাপ্ত কোচ রঞ্জন চৌধুরি। মঙ্গলবার আরবিল এসসির সঙ্গে খেলবেন পেন-মেহতাবরা। এ দিকে, মঙ্গলবারই আই লিগে লাজংয়ের বিরুদ্ধে যুবভারতীতে খেলবে মোহনবাগান। রবিবারের অনুশীলনে ব্যারেটো এবং ওডাফা এসেই চলে যান। ইস্টার পালন করতে। বাকিরা অনুশীলন করেছেন। রহিম নবি বলেন, “দলবদলের সময় ফুটবলারদের পারফরম্যান্সে প্রভাব পড়তেই পারে। অনেকেরই এই সময়ে মাথা ঘুরে যায়।”
|
অনূধ্বর্র্ ১৩ রাজ্য বাস্কেটবলে ছেলেদের বিভাগে খেতাব জিতল কলকাতার রাখি সঙ্ঘ। বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে ফাইনালে তারা ৯৭-৭৫ পয়েন্টে হারিয়েছে বর্ধমানকে। বৃষ্টির জন্য প্রায় ১ ঘণ্টা খেলা বন্ধ ছিল। ফাইনালের সর্বোচ্চ ‘স্কোরার’ বর্ধমানের আলোককুমার সাউ। সেমিফাইনালে বর্ধমান ৮২-১৮ পয়েন্টে ও রাখি সঙ্ঘ ৫৭-৪৪ পয়েন্টে বড়িষা আসরকে হারিয়ে ফাইনালে ওঠে। উল্লেখ্য, আগের বার চেতলা পার্কের ফাইনালে বর্ধমান রাখি সঙ্ঘকে হারিয়ে খেতাব জিতেছিল। মেয়েদের গ্রুপের প্রতিযোগিতা শুরু হয়েছে রবিবার থেকেই। বর্ধমান ৩৬-৪ পয়েন্টে হারিয়েছে বীরভূমকে। অন্য ম্যাচে বড়িষা আসর ৩৩-২ পয়েন্টে হারিয়েছে দক্ষিণ ২৪ পরগনাকে।
|
শনিবার সারাগোসার বিরুদ্ধে ৪-১ জেতার পথে জোড়া গোল করে মরসুমে ৬০ গোল করার নজির গড়লেন লিওনেল মেসি। ইউরোপের কোনও দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে যা ঘটল ৪০ বছর পর। ১৯৭২-৭৩ মরসুমে ৬৭টি গোল করেছিলেন বায়ার্ন মিউনিখের গার্ড মুলার। মুলারের পরে একই মরসুমে ৬০ গোল আবার করলেন মেসি। এ দিন সারাগোসার বিরুদ্ধে পিছিয়ে পড়ার পর ১-১ করেন পুওল। বিরতির আগেই ২-১ করেন মেসি। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে মেসিই ৩-১ করেন পেনাল্টি থেকে। ইনজুরি টাইমে চার নম্বর গোল করেন পেদ্রো রদরিগেজ।
|
যুক্তরাষ্ট্রে কেমোথেরাপির পর কিছু দিন লন্ডনে কাটিয়ে সোমবার দেশে ফিরছেন যুবরাজ সিংহ। রবিবার তিনি লম্বা টুইট করেন, “শেষ পর্যন্ত দিনটা এল! কাল দেশে ফিরব। আর অপেক্ষা করতে পারছি না। পরিবার আর বন্ধুদের দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি। দেখা হবে ভারত।”
|
জলে ডুবে মারা গেলেন উয়াড়ির ক্রিকেটার সায়ন দে। শনিবার তিনি বন্ধুবান্ধবদের নিয়ে পুকুরে নামলে এই দুর্ঘটনা ঘটে। বছর কুড়ির এই ক্রিকেটার বছর দু’য়েক আগে বাংলার অনূর্ধ্ব-উনিশ টিমেও ছিলেন। উইকেটকিপিং করতেন তিনি। স্থানীয় ক্রিকেটে উয়াড়িতেই খেলেছেন বরাবর। রবিবার ময়নাতদন্তের পর তাঁর দেহ দাহ করা হয়।
|
লন্ডন অলিম্পিকের যোগ্যতা অর্জন করে ফেললেন বিজেন্দ্র সিংহ। বেজিং গেমসের ব্রোঞ্জ জয়ী কাজাখস্তানে এ দিন এশীয় অলিম্পিক কোয়ালিফায়ারের শেষ চারে পৌঁছে লন্ডনের টিকিট নিশ্চিত করলেন।
|
ডাবলসে হারার সঙ্গে সঙ্গে ডেভিস কাপের গ্রুপ ওয়ান থেকে অবনমন হয়েছিল ভারতের। রবিবার শেষ দু’টি সিঙ্গলস জিতে ব্যবধান কমালেন ইউকি ভামরি ও রোহন বোপান্না। ইউকি হারালেন ডেনিস ইস্তোমিনকে রোহন জিতলেন সর্বার ইক্রামভের বিরুদ্ধে। |