টুকরো খবর |
আনন্দ বিপণিতে গ্রন্থ প্রকাশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
আনন্দ বিপণিতে অনুষ্ঠান |
নির্মাল্য মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ ‘আগামী জন্মের লতাপাতা’ প্রকাশিত হল রবিবার। মেদিনীপুরের বড়বাজারের ‘আনন্দ বিপণি’-তে এক অনুষ্ঠানে বইটির প্রকাশ করেন কবি শ্যামলকান্তি দাশ। বইটির প্রকাশক সিগনেট প্রেস। ঘরোয়া অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন কবি গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, অনিল ঘড়াই, তাপস মাইতি, বিদ্যু পাল প্রমুখ বিশিষ্টজনেরা। মোট পঞ্চাশটি কবিতার সংকলন ‘আগামী জন্মের লতাপাতা’-র বিষয় মূলত সমসাময়িক মানবজীবন। জঙ্গলমহলের এক স্কুলের শিক্ষক নির্মাল্যর লেখারও বিষয়েও গুরুত্ব পেয়েছে জঙ্গলমহল। সঙ্গে জায়গা করে নিয়েছে ইতিহাস আর লোকসংস্কৃতি। নির্মাল্য গুরুত্ব দিয়েছেন মানবজীবনের নানা পরতকে, খুঁজতে চেয়েছেন হারিয়ে যাওয়া লোকসংকৃতিকে। প্রকাশনার পক্ষে সুবীর মিত্র অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও এক লিখিত বার্তায় জানিয়েছেন, নির্মাল্য প্রতিশ্রুতিবান কবি। এই গ্রন্থ প্রকাশ করে তাঁরা প্রকাশক হিসেবে গর্বিত। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ‘পারিজাত’ ব্যান্ডের সদস্যরা।
|
৪ দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ধৃতদের মেদিনীপুর আদালতে হাজির করা হলে দু’জনের ৪ দিনের পুলিশ হেফাজত ও বাকি দু’জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের বাড়ি খড়্গপুরের ইন্দায়। শুক্রবার বিকেলে পিংলার জামনা থেকে এদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা একটি দুষ্টচক্রে জড়িত। ডাকাতির উদ্দেশ্যে তারা জামনায় জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এদের ধরে ফেলে। ধৃতদের কাছে একটি দেশি বন্দুক ও গুলি মিলেছে।
|
গড়বেতায় পোস্টার, চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাওবাদীদের ধাঁচে লাল কালিতে লেখা পোস্টার ঘিরে রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায় গড়বেতার উত্তরবিল গ্রামে। পুলিশ সূত্রে খবর, পোস্টারে স্থানীয় ৫ তৃণমূল কর্মীর নাম লিখে তাঁদের শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। নীচে লেখা ছিল সিপিআই (এমএল)। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। তবে তার আগে স্থানীয়রাই পোস্টারগুলি ছিঁড়ে দেয়। স্থানীয় সূত্রে খবর, এখানে তৃণমূলের দু’টি গোষ্ঠী সক্রিয় রয়েছে। এক গোষ্ঠীই অন্য গোষ্ঠীকে চাপে রাখতে এই পোস্টার দেয়। পুলিশ জানিয়েছে, উদ্বেগের কিছু নেই। স্থানীয় কয়েকজনই এই কাজের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।
|
সিপিএমকর্মী ধৃত পিংলায়
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুরনো একটি মামলায় জড়িত থাকার অভিযোগে আরও এক সিপিএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম কমল খাটুয়া। বাড়ি পিংলার করকাইয়ে। আজ, সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ২০০০ সাল থেকে নিখোঁজ রয়েছেন মালিগ্রাম অঞ্চলের তৃণমূল কর্মী মনোরঞ্জন গুছাইত। তাঁর পরিবারের তরফ থেকে অপহরণ করে গুমখুনের অভিযোগ জানানো হয়ে পুলিশের কাছে। তৃণমূলেরও বক্তব্য, ওই সময় সন্ত্রাস চলছিল। সিপিএমের ‘সশস্ত্র’ বাহিনীই মনোরঞ্জনবাবুকে অপহরণ করে গুমখুন করেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার পিংলার মুন্ডুমারি থেকে সৈয়াদুল শা নামে এক সিপিএম কর্মীকে গ্রেফতার করে পুলিশ। রবিবার গ্রেফতার হন কমল। এই সিপিএম কর্মী দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার করকাইয়ের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। |
|