টুকরো খবর |
প্রাথমিক স্কুলে হাতির হানা |
নিজস্ব সংবাদদাতা • গঙ্গাজলঘাটি |
একটি প্রাথমিক স্কুলের দেওয়াল ও গ্রিলের গেট ভেঙ্গে তাণ্ডব চালাল পাঁচ দাঁতাল। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে গঙ্গাজলঘাটি থানার মাধবপুর গ্রামে। ওই স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন প্রামাণিক বলেন, “প্রাচীরের প্রায় ৫০ ফুট ও ২০ ফুট গ্রিলের ক্ষতি হয়েছে।” ডিএফও (উত্তর) এসকুলন ডেইভাল বলেন, “ক্ষতিপূরণের বিষয়টি দেখা হচ্ছে। হাতিগুলির দিকে নজর রাখতে বনকর্মীদের বলা হয়েছে।” |
|
ছবি: শুভ্র মিত্র। |
এ দিকে ২২টি হাতির দলের তাণ্ডব চলছে বাঁকাদহ এলাকায়। একই দিনে বনগেলিয়া গ্রামে মাটির বাড়ি ভেঙ্গে দু’বস্তা চাল খেয়েছে দলটি। বেলশুলিয়া, পচাডহরা, কাশীচটা গ্রামে নষ্ট করেছে প্রচুর ধান জমি ও সব্জি খেত। বাঁকাদহ রেঞ্জ আধিকারিক বলাই ঘোষ বলেন, “দলটি দু’দলে ভাগ হয়ে ছড়িয়ে পড়েছে। নজরে রাখা হচ্ছে।”
|
ফরাক্কায় হরিণ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
গঙ্গার ফিডার ক্যানাল থেকে রবিবার সকালে একটি হরিণ উদ্ধার করেছে পুলিশ। ফরাক্কার হরিণ সংরক্ষণ ও গবেষণার জন্য তৈরি সংরক্ষিত বনের ভাঙা পাঁচিল টপকে হরিণটি জলে পড়ে যায়। বন দফতরের হাতে হরিণটিকে তুলে দেওয়া হয়েছে। বন দফতরের রঘুনাথগঞ্জ শাখার রেঞ্জার কাশীনাথ অধিকারী বলেন, “ফরাক্কার ওই সংরক্ষিত বনে প্রায় ১০টি হরিণ রয়েছে। বনের সীমানা পাঁচিল ভেঙে ফেলেছে দুষ্কৃতীরা। সেখান দিয়েই হরিণটি বেরিয়ে পড়েছিল।” |
|