টুকরো খবর
নাট্য প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত শ্রীরামপুরে
শ্রীরামপুরের সংগঠন ‘সিল্যুয়েট ড্রিম’-এর উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে নাট্য প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং শ্রীরামপুর পুরসভার সহযোগিতায় দু’দিনের ওই অনুষ্ঠান হয় শ্রীরামপুর রবীন্দ্রভবনে। সংগঠনের সম্পাদক নারায়ণ মুখোপাধ্যায় জানান, বিদ্যালয়ভিত্তিক ওই নাট্য প্রশিক্ষণ শিবিরে যোগদানকারী শিক্ষার্থীদের অভিনীত চারটি নাটক মঞ্চস্থ হয়। প্রথম দিন অভিনীত হয় ‘কেক’ এবং ‘মাকুদা চলে গেলেন’। দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় ‘জুতা আবিষ্কার’ এবং ‘ঝগড়ুটে তুই প্যাঁচা’। চারটি নাটকে ৪২ জন ছাত্রছাত্রী অভিনয় করে। তাদের পাশাপাশি আরও অনেক পড়ুয়া অনুষ্ঠানে উপস্থিত ছিল। ছাত্রছাত্রীদের লেখা গল্প, ছড়া, আঁকা নিয়ে প্রকাশিত হয় সংগঠনের পত্রিকা ‘শৈশব’-এর দ্বিতীয় সংখ্যা। শিবিরে যোগদানকারী সমস্ত ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক লিপিকা বন্দ্যোপাধ্যায়।

প্রতিবন্ধীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
হাওড়ার বাউড়িয়া পঞ্চানন্দতলা আদর্শ সঙ্ঘের উদ্যোগে সম্প্রতি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। স্থানীয় ক্লাব প্রাঙ্গণে এই উপলক্ষে নাচ, গান, আবৃত্তি পরিবেশন করেন উলুবেড়িয়া আনন্দভবনের প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা। এ দিন ৭০ জন প্রতিবন্ধী ছাত্রছাত্রীকে বই, খাতা, পেন, ব্যাগ ও হুইলচেয়ার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান দেবদাস ঘোষ, থানা সমন্বয় কমিটির সবাপতি রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দীনবন্ধু বাগ।

কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি বাগনানে
জনপ্রিয় সংবাদপত্রের বদলে গ্রন্থাগারগুলিতে বাছাই করা সংবাদপত্র রাখার রাজ্য সরকারি নির্দেশের প্রতিবাদে এবং রাজ্য জুড়ে ‘সন্ত্রাস’ বন্ধ করার দাবিতে রবিবার সমাবেশ করল হাওড়ার বাগনান বিধানসভাকেন্দ্র কংগ্রেস কমিটি। সমাবেশ শেষে বিশাল মিছিল বাগনান শহর পরিক্রমা করে। মিছিলে জেলা ও স্থানীয় কংগ্রেস নেতা এবং কর্মীরা যোগ দেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান জাঙ্গিপাড়ায়
সম্প্রতি হুগলির জাঙ্গিপাড়ার কাপড়পুর কালীমাতা যুবচক্রের উদ্যোগে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অঙ্কন, আবৃত্তি, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, নৃত্য প্রতিযোগিতা হয়। প্রায় দেড়শো ছেলেমেয়ে যোগদান করে। সকল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

বসন্ত উৎসব বাগনানে
বাসন্তী পুজো উপলক্ষে বসন্ত উৎসবে মাতল বাগনানের হিজলক-পাতিনান গ্রাম। স্থানীয় নবারুণ ক্লাব আয়োজন করে বাসন্তী পুজোর। এই উপলক্ষে তাদেরই উদ্যোগে গত ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত চলে এবং সাংস্কৃতিক উৎসবও। বসে আঁকো, নৃত্য প্রতিযোগিতা, কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, বিচিত্রানুষ্ঠান প্রভৃতির আয়োজন করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.