টুকরো খবর |
শোধনাগারে আগুন নিয়ে তদন্ত
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাট |
নুমালিগড় তৈল শোধনাগারের হাইড্রো ক্র্যাকার ইউনিটে গতকালের অগ্নিকাণ্ডের ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হল আজ। পুলিশ এবং শোধনাগার কর্তৃপক্ষ উভয়েই প্রাথমিক ভাবে এই আগুনে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য, পরেশ অনুগামী আলফা কাল দাবি করেছিল, কড়া নিরাপত্তার ঘেরাটোপ ডিঙিয়ে তারাই প্ল্যান্টে ঢুকে ওই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। কিন্তু এনআরএল-এর এক পদস্থ কর্তা আজ জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে কোনও ভাবে ‘লিকেজ’ হয়েই এই আগুন লাগে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছিল তা জানতে গড়া হয়েছে বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি। কাল সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ লাগা আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৯টার পরে। শোধনাগারের দমকল বাহিনী জল ও ফোম নিয়ে বিধ্বংসী আগুনের মোকাবিলা করেন। |
পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
হাজারিবাগের তাকিয়া মেলা থেকে বাড়ি ফেরার পথে ট্রেলারের ধাক্কায় মৃত্যু ঘটল দম্পতি-সহ একই পরিবারের তিনজনের। গুরুতর জখম হয়েছেন ওই পরিবারের আরও চার জন। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটজনক। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। কাল রাতে হাজারিবাগের পদমা এলাকায়, ৩৩ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মারা গিয়েছেন দিলীপ সাহু (৩৫), দিলীপবাবুর স্ত্রী পূর্ণিমাদেবী (৩১) এবং দিলীপবাবুর ভাই সন্তোষ সাহু (৩০)। এঁরা সকলেই হাজারিবাগ জেলার পদমা এলাকার বাসিন্দা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন মণ্ডল জানান, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু ঘটে।
|
প্রাচীন মূর্তি উদ্ধার, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিহার পুলিশের হাতে ধরা পড়ল মূর্তি পাচার চক্রের চক্রের তিনজন। বৈশালী জেলায় সাম্প্রতিক কালে বেশ কয়েকটি প্রাচীন অষ্টধাতুর মূর্তি চুরি হয়। পুলিশ বেশ কিছুদিন ধরেই তক্কে তক্কে ছিল। অবশেষে কাল জেলা সদর হাজিপুরের এক স্থানে হানা দিয়ে পুলিশ কয়েকটি প্রাচীন অষ্টধাতুর মূর্তি উদ্ধার করে। গ্রেফতার করা হয় অজয়কুমার ঠাকুর, অবধেশকুমার ঠাকুর ও অজয়কুমার চোধুরি নামে তিন ব্যক্তিকে। পুলিশ জানায়, মূর্তিগুলি অন্তত ৫০০ বছরের পুরনো। আন্তর্জাতিক বাজারে এই মূর্তির দাম হবে কম করেও এক কোটি টাকা। জেরা করে পুলিশ জেনেছে, ধৃত তিনজনই প্রাচীন মূর্তি পাচার চক্রের সঙ্গে জড়িত।
|
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে খোঁচা রমেশের
সংবাদসংস্থা • মুম্বই |
প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। মুম্বইয়ে এক অনুষ্ঠানে রমেশ দাবি করেন, গ্রামের রাস্তা তৈরি রাজ্যের কাজ। কেন্দ্র যদি ওই রাস্তা তৈরি ও রক্ষণাবেক্ষণের দায় নেয় তা হলে অন্য প্রকল্পের জন্য টাকা মিলবে না। তাই গ্রামের রাস্তার সমস্যার সমাধান হিসেবে প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার কথা ভাবা ঠিক নয়। রাজ্যগুলিকে কটাক্ষ করে তিনি বলেন, রাস্তার রক্ষণাবেক্ষণে বিভিন্ন রাজ্য টাকা চাইছে। তারাই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা তুলে কেন্দ্রকে আক্রমণ করছে। সম্প্রতি এই যুক্তিতেই এনসিটিসি নিয়ে কেন্দ্রের বিরোধিতা করে পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্য। রমেশের দাবি, যে সব রাজ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ বিশেষ এগোয়নি সেগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। |
নয়ডায় গণধর্ষিত রাজ্যের মহিলা
নিজস্ব সংবাদদাতা • নয়ডা |
বাড়ি ফেরার পথে গণধর্ষিত হলেন এক পরিচারিকা। তিনি দার্জিলিঙের বাসিন্দা। আজ পুলিশকে ওই মহিলা জানান, গত কাল রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন, দু’জন ব্যক্তি তাঁকে জোর করে গাড়িতে তোলে। এর পর জঙ্গলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে দুষ্কৃতীরা। তার পর তাঁকে রাস্তায় ফেলে যায়। |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
সংবাদসংস্থা • রৌরকেলা |
ওড়িশার সুন্দরগড়ে দু’টি পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক তরুণ ও তরুণীর। তরুণীটি আত্মঘাতী হয়েছেন বলে মনে করছে রেলপুলিশ। সন্তোষপুর গ্রামে অনিতা জয়সওয়াল (২১) নামে এক তরুণী কাল ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। তখনই তাঁর মৃত্যু হয়। প্রেমজনিত কারণেই আত্মহত্যা বলে তদন্তে জেনেছে পুলিশ। পৃথক ঘটনায় বিসরা এলাকায় রেললাইনে কাল পড়ে থাকতে দেখা যায় এক পুরুষের দেহ। |
নয়া পিএসিতেও থাকবেন জোশী
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
নতুন পাবলিক অ্যাকাউন্টস কমিটিতেও (পিএসি) থাকবেন বিদায়ী কমিটির চেয়ারম্যান মুরলীমনোহর জোশী। সংসদের এই গুরুত্বপূর্ণ কমিটির নতুন সদস্যদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুর ও ডিএমকে সাংসদ টি কে এস এলানগোভান।
জোশীর নেতৃত্বে টুজি কেলেঙ্কারির তদন্ত করেছিল বিদায়ী কমিটি। ওই কেলেঙ্কারি নিয়ে কমিটির খসড়া রিপোর্ট সদস্যদের মধ্যে বিলি করাও হয়েছিল। কিন্তু কংগ্রেস সাংসদদের প্রবল বাধায় সেই রিপোর্ট অনুমোদন করা যায়নি। |
বিমানের ধ্বংসাবশেষ |
উদ্ধার হওয়ার বোমার সূত্র ধরেই ইম্ফলের পাহাড়ে মিলল বিমানের ধ্বংসাবশেষ। ১ থেকে ৩ এপ্রিল অবধি ইম্ফল শহর থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে, কুনু পাহাড়েকৌনু লাইরেম্বি দেবীর মন্দির সংরক্ষণ ও সাফাইয়ের কাজ চলার সময় গ্রামবাসীরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৩৯টি বোমা উদ্ধার করেছিলেন। খবর যায় পুলিশের কাছে। এরপর গ্রামবাসীদের সঙ্গে নিয়ে পুলিশ-প্রশাসন পাহাড়ে অভিযান চালায়। তখনই জঙ্গলের ভিতর থেকে উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি যুদ্ধবিমান ও আরও বোমা। কাল, আনুষ্ঠানিকভাবে, স্থানীয় বিধায়ক খোয়াইরাকপাম দেবেন্দ্র বোমা ও বিমান প্রত্নতত্ত্ব বিভাগের হাতে তুলে দেন। |
|