বালিঘাটের দখলদারিকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ, বোমাবাজির ঘটনা ঘটল সিউড়ির বাঁশজোড়ে। তৃণমূল সমর্থকদের দাবি, বালিঘাটের বৈধ পারমিট থাকা সত্বেও কিছু সিপিএম সমর্থক রবিবার সকালে তাঁদের উপরে আক্রমণ করেন। সিপিএম সমর্থকদের পাল্টা দাবি, বালিঘাটের বৈধ পারমিট তাঁদের আছে। অন্যায় ভাবে তৃণমূল তাঁদের সরাতে চাইছে। উভয় পক্ষের বোমাবাজিতে বেশ কয়েক জন আহত হয়েছেন। তবে এই ঘটনায় রবিবার রাত পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। সিপিএমের সিউড়ি জোনাল কমিটির সম্পাদক দেবাশিস গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের সিউড়ি ১ ব্লক সভাপতি স্বর্ণশঙ্কর সিংহ বলেন, “এটা কোনও রাজনৈতিক সংঘর্ষ নয়। পুলিশ ব্যবস্থা নিক।” বাঁশজোড়ে বালিঘাটের দখলকে কেন্দ্র করে এ দিনের সংঘর্ষ নতুন কিছু নয়। এলাকায় ময়ূরাক্ষী নদীর উপরে ১৩টি বালিঘাট আছে। বাসিন্দাদের দাবি, বালি ঘাটের পারমিট যেই পেয়ে থাকুক না কেন, প্রতিদিন অবৈধ ভাবে বালি তোলা হয়। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক শ্যামাশিস রায়।
|
ইসিএলের চুরি যাওয়া বেশ কয়েক লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করল ফরিদপুর (লাউদোহা) থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক জনকে। পুলিশ জানায়, ১ এপ্রিল রাতে ইসিএলের মাধাইপুর লস্করবাঁধ কোলিয়ারিতে বয়লার এবং বৈদ্যুতিন সরঞ্জাম চুরি যায়। সেই রাতেই লুঠ হয় ইসিএলের সাবমার্সিবল পাম্পও। ইসিএলের পক্ষ থেকে পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানানো হয়, প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শনিবার রাতে তদন্তকারী অফিসার সিকান্দর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল বীরভূমের দুবরাজপুর থানার ঝিড়ুল গ্রাম থেকে দুষ্কৃতী দলটির অন্যতম পান্ডা শেখ আনসারিকে গ্রেফতার করে। তাকে জেরা করে স্থানীয় মুটুক পুকুর থেকে চুরি যাওয়া সামগ্রী বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করগ হয়। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
|
নিজের বাড়ির থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম সাধন ভদ্র (৬৫)। বোলপুরের কালীমোহন পল্লির বাসিন্দা সাধনবাবু একাই বাড়িতে থাকতেন। তাঁর দুই ছেলে কর্মসূত্রে কলকাতায় আছেন। বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে দেখে শনিবার রাতে পুলিশে খবর দেন সাধনবাবুর প্রতিবেশীরা। বোলপুর থানার আইসি কমল বৈরাগ্য এসে ওই বাড়ি থেকে সাধনবাবুর পচাগলা দেহটি উদ্ধার করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। রবিবার সাধনবাবুর দেহটি ময়না-তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে খয়রাশোল থানা এলাকার পাঁচড়া গ্রামের কাছে নোনাডোবা যাওয়ার রাস্তায়। পুলিশ জানায়, মৃতের নাম মিঠুন দাস (২৬)। পাঁচড়া গ্রামেই তাঁর বাড়ি। মাঠে কাজ সেরে ফেরার সময়ে ট্রাক্টরের ধাক্কায় তিনি জখম হন। তাঁকে দুবরাজপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
|
‘শিক্ষার অধিকার ২০০৯ আইন’ সংক্রান্ত একটি আলোচনাসভার আয়োজন করল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির জেলা শাখা। রামপুরহাট এসএম বিদ্যায়তনে ওই আলোচনাসভা হয়। প্রতিনিধিত্ব করেন সংগঠনের ২৫০ জন সদস্য। আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক নেতা সিদ্ধার্থ মিত্র, কৌশিক রায়, সংগঠনের জেলা সম্পাদক সুবোধ গড়াই, যুগ্ম সম্পাদক অধীর সাহা প্রমুখ।
|
সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ৫০ জন ছাত্রীকে নিয়ে ১৫ দিনের শারীরশিক্ষা বিষয়ক আবাসিক শিবির হয়েছে নলহাটির সোনারকুণ্ড হাইস্কুলে। আয়োজক নলহাটি ১ পঞ্চায়েত সমিতি এবং নলহাটি দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক। পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবেন্দ্র ঘোষাল জানান, এলাকার হাইস্কুলের সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্রীদের নিয়ে এই শিবির হয়। রবিবার শেষ দিনে ছিলেন নলহাটি ১ ব্লকের যুগ্ম বিডিও কৃষ্ণেন্দু দাস।” |