নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রায় এক বছর ধরে ভিটামিন-এ (তেলে দ্রবীভূত করা)-র জোগান বন্ধ হয়ে পড়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিনের প্রতিষেধক সেলের ‘স্টোর’-এ। তাতে প্রতিষেধক সেল থেকে দার্জিলিং জেলার হাসপাতালগুলিতে ভিটামিন-এ সরবরাহ করা যাচ্ছে না। বছরে প্রায় হাজার পাঁচেক শিশু প্রতিষেধক নেন মেডিক্যাল কলেজের ওই সেল থেকে। প্রতিষেধক যাদের দেওয়া হয় তাদের ওই ভিটামিন দেওয়ার কথা। সরবরাহ না-থাকায় তাদের ভিটামিন দেওয়াও সম্ভব হচ্ছে না। তাতে রোগ সংক্রমণের হার বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। রাজ্য স্বাস্থ্য দফতরকে বারবার জানানো হলেও কেন এখনও ভিটামিন-এ সরবরাহ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিধানসভার স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, “উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রতিষেধক সেলে ভিটামিন-এ সরবরাহ বছরখানেক ধরে হচ্ছে না বলে আমাদের জানানো হয়েছে। স্বাস্থ্য দফতরকে তা জানিয়েছি। আশা করি শীঘ্রই ওই ভিটামিন সরবরাহ করা হবে।”
মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কমিউনিটি মেডিসিন বিভাগে থাকা ওষুধের আঞ্চলিক স্টোর থেকে জেলার হাসপাতালগুলির প্রতিষেধক কেন্দ্রে ভিটামিন-এ সরবরাহ করা হয়। ব্লকের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আলাদা করে ভিটামিনের কিট পাঠানো হলেও তাতে ওই ভিটামিন পর্যাপ্ত থাকে না। সে কারণেই আলাদা করে অনেক ক্ষেত্রে তা পাঠানোর প্রয়োজন হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান মানসী চক্রবর্তী বলেন, “গত জুন মাস থেকে তেলে মেশান ভিটামিন-এ সরবরাহ বন্ধ রয়েছে। প্রতিষেধক নেওয়ার পর শিশুদের খাওয়ানোর জন্য তা দেওয়া হয়। সরবরাহ না-থাকায় তা দেওয়া সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য দফতরকে তা জানানো হয়েছে।” |