ইডেনে ১৭ বলে ২৬ এবং ম্যাচ শেষে শাহরুখের পিঠ চাপড়ানি। কোচ ট্রেভর বেলিসও তাঁর উপর ভরসা করছেন। কিন্তু হারা ম্যাচের কথা কে-ই বা মনে রাখে? কাল সামনে রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস। তার আগে রাতে টিম হোটেলে আনন্দবাজারকে সাক্ষাৎকার দিতে বসে এ বারের আইপিএল ভাবনা স্পষ্ট করে দিলেন কেকেআর অলরাউন্ডার লক্ষ্মীরতন শুক্ল।
প্র: হার দিয়ে আইপিএল ফাইভ শুরু করল কেকেআর। ইডেনের ম্যাচ শেষে শাহরুখের সঙ্গে কথা হল?
লক্ষ্মী: নিশ্চয়ই। ম্যাচ জিতলে বরাবরই বলে, ‘ওয়েল প্লেড।’ আর হারলে বলবেই, ‘ঠিক আছে, পরের ম্যাচে হবে।’ স্পিরিটটা দেখার মতো। লম্বা টুর্নামেন্ট, একটা বারো ওভারের ম্যাচ দিয়ে কেকেআর-কে বিচার করাটা ভুল হবে।
প্র: দিল্লি তো আজকে হেরেছে। জানেন?
লক্ষ্মী: জানি। এই টুর্নামেন্টে কোন ম্যাচে কী হবে কারও পক্ষে বলা সম্ভব নয়। সব কিছু নির্ভর করে, ম্যাচের দিন তিন ঘণ্টায় আপনি কী করলেন। ব্যাটসম্যানের কাছে এক বলের খেলা। বোলার তা-ও সুযোগ পায়।
প্র: গত বার মাত্র একটা ম্যাচে সুযোগ পেয়েছিলেন। এ বার প্রথম ম্যাচে পারফরম্যান্স ভাল...
লক্ষ্মী: আগের ম্যাচটা নিয়ে আমি ভাবি না। সব সময় পরের ম্যাচটা নিয়ে ভাবি। গত মরসুমটা ভাল গিয়েছে আমার, কেকেআর-এ যেটুকু সুযোগ পাব, কাজে লাগাতে হবে। এক একটা ম্যাচ ধরে এগোতে চাই আমি। টিমের জন্য অবদান রাখতে চাই।
প্র: ধরেই নেওয়া হচ্ছে ৫ মে পুণে ওয়ারিয়র্স ম্যাচটাই এ বার কেকেআর-এর আসল ম্যাচ। আপনি কী ভাবছেন?
লক্ষ্মী (হেসে): এগুলো আপনারা বলছেন। মানে মিডিয়া বলছে। আমি ওই ম্যাচ নিয়ে এখন কী বলব? অনেক দেরি আছে। তার আগে অনেক ম্যাচ হয়ে যাবে। সেই ম্যাচগুলো একটা একটা করে পার করি। তার পর ওই ম্যাচ নিয়ে ভাবা যাবে। যে কোনও পেশাদার ক্রিকেটার পরের ম্যাচটার কথা ভাববে। অন্য কিছু নয়। যেমন আমি ভাবছি রাজস্থান ম্যাচটার কথা।
প্র: আগের বার ওয়ার্নের টিমের সঙ্গে দুটো খেলে দুটোতেই জিতেছিল নাইটরা। এ বার রাজস্থানের নতুন ক্যাপ্টেন। রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের টিম প্রথম ম্যাচটা জিতেওছে....
লক্ষ্মী: ওদের টিমটা ভাল। গত কালের ম্যাচটা ভাল জিতেছে। রাহানে তো খুব ভাল ব্যাট করল। তার উপর ওরা ঘরের মাঠে খেলবে। আমি শুধু এটুকু বলছি, ইডেনে দিল্লি ম্যাচটা আমরা মনে রাখছি না। টিম যথেষ্ট ব্যালান্সড। এখানকার উইকেটও ভাল। বল পড়ে ব্যাটে আসবে বলেই মনে হল। ১৭০-১৮০ রানের ম্যাচ হবে বলেই মনে হয়। |