এ বারের নিলামে তিনিই ছিলেন প্রধান আকর্ষণ। টাইব্রেকে চেন্নাই সুপারকিংস তাঁকে তুলে নিয়েছিল। কিন্তু ইদানীং খারাপ পারফরম্যান্সের জন্য রবীন্দ্র জাডেজা অনেক সমালোচনার মুখে পড়ছিলেন। সেই সমালোচনার মোক্ষম জবাব এ দিন দিয়ে গেলেন আইপিএলের সেরা অলরাউন্ড পারফরম্যান্স করে। প্রথমে ব্যাট হাতে ২৯ বলে ৪৮ করলেন। পরে বাঁ হাতি স্পিনের জাদুতে ১৬ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিলেন জাডেজা। চেন্নাইও ৭৪ রানে হারাল ডেকান চার্জার্সকে। প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে ১৯৩-৬। ব্র্যাভো করেন ১৮ বলে ৪৩ ন.আ.। রান তাড়া করতে নেমে ডেকান শেষ হয়ে যায় ১১৯ রানে। |
এর আগে দিনের প্রথম ম্যাচে বেঙ্গালুরু ২০ রানে হারাল দিল্লি ডেয়ারডেভিলসকে।
চোটের জন্য প্রথম ম্যাচে বেঙ্গালুরুর হয়ে খেলতে পারেননি ক্রিস গেইল। ছিলেন না তিলকরত্নে দিলশানও। দুর্বল বেঙ্গালুরুর বিরুদ্ধে একটা সময় খুব ভাল জায়গায় ছিল দিল্লি। তেরো ওভারের মাথায় ৮৫ রানে পাঁচ উইকেট পড়ে যায় বেঙ্গালুরুর। দিল্লি ১৬ ওভার পর্যন্ত চাপটা ধরে রেখেছিল। ঠিক ওই সময় চোট পেয়ে বেরিয়ে যান উমেশ যাদব। ইরফান দ্বিতীয় স্পেলে এসে চাপটা ধরে রাখতে পারেননি। প্রথম স্পেলের দ্বিতীয় ওভারে ইরফান দিয়েছিলেন ১৯ রান। দ্বিতীয় স্পেলের প্রথম ওভারে দিলেন ১৮। মোট চার ওভারে ৪৭ রান। যখন মনে হচ্ছিল, ১৩০ রানের মধ্যে হয়তো বেঙ্গালুরুকে বেধে রাখতে পারবে দিল্লি, তখনই চাপটা হাল্কা হয়ে যায়। |
জাডেজার উল্লাস। ছবি: পিটিআই |
ইরফান যদি দিল্লি শিবিরের খলনায়ক হন, বেঙ্গালুরুর নায়ক তা হলে এবি ডেভিলিয়ার্স এবং মুরলীধরন। এক জন গড়লেন, অন্য জন ভাঙলেন। গেইলের চোট এখনও সারেনি। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সঙ্গে সমঝোতাও হয়ে গিয়েছে এই বাঁ হাতি ওপেনারের। খুব সম্ভবত ইংল্যান্ড সফরের প্রথম দিক থেকেই জাতীয় দলে ফিরবেন তিনি। তাঁর জায়গায় এ দিন ওপেন করতে নামা অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (৩০) শুরুটা খারাপ করেননি। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি ৮ রানে আউট। ইনিংস গড়ার দায়িত্বটা নিজের কাঁধেই নেন দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক। ডেভিলিয়ার্সের অপরাজিত ৬৪ রান আসে ৪২ বলে, মেরেছেন ছ’টা চার, দুটো ছয়।
দিল্লি ইনিংসে বীরেন্দ্র সহবাগ শূন্য রানে আউট হয়ে যান। দিল্লি ইনিংসের সর্বোচ্চ রান নমন ওঝার (৩৩)। দিল্লি মিডল অর্ডারকে একাই ভাঙেন মুরলী। ২৫ রানে তিন উইকেট নিয়ে। হয়তো মুরলী বল করছেন দেখেই বাঁ হাতি ইরফানকে ব্যাটিং অর্ডারে সাত নম্বরে নামিয়েছিলেন সহবাগ। অত নীচে নেমে কিছুই করতে পারেননি তিনি। |