সভা শুরু সন্ধ্যা ছ’টায়। অথচ তার কয়েক ঘণ্টা আগে থেকেই উত্তর কলকাতার গড়পার রোড, রামমোহন রোড এবং দীনেন্দ্র স্ট্রিটের একটি অংশে যান চলাচল বন্ধ করে দিল পুলিশ। শুধু তা-ই নয়, ‘রাস্তা আটকানো’ ওই সভা উপলক্ষে আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে দিনভর তারস্বরে মাইকও বাজানো হল। গোটা ঘটনাটি নিয়েই পুলিশের কাছে কোনও সদুত্তর নেই।
কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কমিটির পৃষ্ঠপোষকতায় ‘বাংলা সিটিজেন্স ফোরাম’ নামে একটি সংস্থা শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ জন্য গড়পার রোড ও দীনেন্দ্র স্ট্রিটের সংযোগস্থলে তেরঙ্গা কাপড়ে মোড়া বিরাট মঞ্চ বাঁধা হয়। রাস্তার এক দিক আটকে চেয়ার বসানো হয়। স্থানীয় নারকেলডাঙা থানাই রাস্তার উপর ওই অস্থায়ী মঞ্চ তৈরি করতে অনুমতি দেয়।
এলাকার বাসিন্দারা জানান, সভার প্রস্তুতিতে যাতে ‘বিঘ্ন’ না ঘটে, সেই কারণে বিকেল তিনটে নাগাদই ট্রাফিক পুলিশের সাহায্য নিয়ে গড়পার রোড, রামমোহন রোড এবং গড়পার ও রামমোহন রোডের মধ্যবর্তী দীনেন্দ্র স্ট্রিটের একাংশ বন্ধ করে দেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। ফলে দুপুর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ওই সব রাস্তায় কোনও যান চলাচল করতে পারেনি। এমনকী, শ্যামবাজার বা মানিকতলা থেকে দীনেন্দ্র স্ট্রিট ধরে রাজাবাজার বা শিয়ালদহ যাওয়াও অসম্ভব হয়ে পড়ে। দুর্ভোগ হয় বহু যাত্রীর। |
রাস্তা বন্ধ হওয়ার পাশাপাশি মাইকের উৎপাতেও এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেন। ঘটনাচক্রে ওই এলাকাতেই একটি নার্সিংহোম এবং একটি মূক ও বধির বিদ্যালয় রয়েছে। তা সত্ত্বেও পুলিশ কী করে রাস্তা আটকে মাইক বাজিয়ে সভা করার অনুমতি দিল, সেই প্রশ্ন তুলে এলাকার বাসিন্দারা নারকেলডাঙা থানায় অভিযোগ জানিয়েছেন।
ওই বাসিন্দারা জানান, সকাল থেকেই রাস্তার দু’দিকে লাগানো মাইক তারস্বরে বাজতে শুরু করে। স্থানীয় এক মহিলা জানান, তাঁর বাড়িতে প্যারালিসিসে আক্রান্ত ৮৩ বছরের মা রয়েছেন। মাইকের আওয়াজে মায়ের অসুবিধে হচ্ছে দেখে তিনি শেষ পর্যন্ত লালবাজারে এক পুলিশকর্তাকে ফোন করেন। পরে পুলিশ গিয়ে তাঁর বাড়ির সামনে লাগানো দু’টি মাইক খুলে দেয়।
রাস্তা আটকে সভার অনুমতি দেওয়া হল কী করে? উল্টোডাঙা ট্রাফিক গার্ড কিংবা লালবাজারের ট্রাফিক বিভাগের কোনও কর্তা এ ব্যাপারে যথাযথ কোনও উত্তর দিতে পারেননি। তবে ট্রাফিক গার্ডের কর্মীরা জানান, অনুষ্ঠানের উদ্যোক্তারা তাঁদের জানিয়েছিলেন, গড়পার রোড এবং দীনেন্দ্র স্ট্রিটের সংযোগস্থলে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হবে। সেই অনুষ্ঠানে লোক সমাগম হবে এবং তা বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়বে। আরও জানানো হয়েছিল, সভায় ‘মাইক টেস্টিং’ শুরু হবে বিকেল পাঁচটায়। তিনটের আগে থেকে যান চলাচল বন্ধ রাখার কথা অস্বীকার করেছে ট্রাফিক বিভাগ। ভুক্তভোগীরা অবশ্য অন্য কথাই বলছেন। |