এক ঝলকে...
পৃথিবী
ওয়াশিংটন ডি সি ইসলামাবাদ কায়রো আথেন্স বুয়েনস আইরেস
• মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন জানালেন, মায়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরও শিথিল করা হবে। মায়ানমারের নেতাদের মার্কিন ভিসা দেওয়া হবে, বেশ কিছু আর্থিক নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। সাম্প্রতিক উপনির্বাচনে সু কি (ছবি)-র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি-র প্রার্থীদের দুর্দান্ত জয়ের পরই এই মার্কিন উদারতা নিঃসন্দেহে মায়ানমারের ‘গণতান্ত্রিক’ হয়ে ওঠার চেষ্টার স্বীকৃতি। তবে, হিলারি জানিয়েছেন, যাঁরা এই ঐতিহাসিক মুহূর্তেও ‘ভুল দিকে’ দাঁড়িয়ে আছেন, তাঁদের ওপর নিষেধাজ্ঞা থাকছে।
• মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন মুসলিম ব্রাদারহুড-এর প্রার্থী খাইরাত অল-শাতের। নির্বাচন আগামী মাসে। দলে অন্তর্দ্বন্দ্ব, দেশের সামরিক বাহিনীর সঙ্গে মতান্তর সব মিলিয়ে ব্রাদারহুড রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে।

• গ্রিসের রাজধানী আথেন্সের রাস্তায় আত্মহত্যা করলেন এক ৭৭ বছরের বৃদ্ধ। তিনি নাকি সুইসাইড নোটে লিখেছেন, সরকার তাঁর পেনশন এতই কমিয়ে দিয়েছে যে সে টাকায় বেঁচে থাকা যায় না। সরকার-বিরোধী বিক্ষোভে ফের ঢেউ উঠল। রাজপথ রণক্ষেত্র।

• ২ এপ্রিল ফকল্যান্ড যুদ্ধ শুরু হওয়ার ত্রিশ বছর পূর্ণ হল। আর্জেন্তিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্ডেজ বললেন, ইংল্যান্ডের দখলদারি সম্পূর্ণ অবৈধ। একুশ শতকেও ইংল্যান্ড উপনিবেশ ছাড়তে রাজি নয় কেন?

• বারাক ওবামা তাঁর মাথার দাম ধার্য করেছেন ১ কোটি ডলার। নিষিদ্ধ লস্কর-ই-তইবা’র প্রতিষ্ঠাতা, এখন ওই সন্ত্রাসবাদী সংগঠনেরই নতুন অবতার জামাত-উদ-দাওয়া’র প্রধান হাফিজ সইদ জবাবে সাফ জানিয়েছেন, ‘আমি এখানে আছি, আমি দৃশ্যমান। কাল লাহৌরে থাকব, আমেরিকা যখন চায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারে।’ তীব্র ব্যঙ্গের সুরে তিনি প্রস্তাব করেছেন, মার্কিন সরকার ওই টাকাটা বরং তাঁকেই দিক।
দামাস্কাস
সিরিয়ার গৃহযুদ্ধে যাঁরা আহত, তাঁদের কাছে জরুরি চিকিৎসা, ত্রাণ পৌঁছে দেওয়ার মতো পরিস্থিতি অন্তত তৈরি হোক। আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি-র প্রধান জ্যাকব কেলেনবার্গার এই আর্জি নিয়ে সিরিয়ার উচ্চতম আমলাদের কাছে দরবার করছেন। আরব লিগ ও রাষ্ট্রপুঞ্জের দূত কোফি আন্নান আগেই প্রস্তাব করেছিলেন, দিনে অন্তত দু’ঘণ্টা যুদ্ধবিরতি পালন করা হোক। আন্নান বলেছেন, এই পরিকল্পনাটি ১০ এপ্রিলের মধ্যে কার্যকর করা হোক। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ (ছবি) রাজি। রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর প্রতিনিধিদল এই বিষয়ে আলোচনার জন্য দামাস্কাসে পৌঁছেছে। কিন্তু, বিরোধীদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব এই নতুন আক্রমণের নিন্দা করলেন।
ইয়ারোস্লাভ্ল, রাশিয়া
রাশিয়ার ইয়ারোস্লাভ্ল শহরের মেয়র নির্বাচনে হেরে গেলেন শহরের ক্ষমতাসীন মেয়র। জিতলেন ইয়েভজেনি উরলাশভ (ছবি)। প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়ে তিনি একাই শহরের ৭০ শতাংশ ভোট পেয়েছেন। উরলাশভ দীর্ঘ দিন ধরে পুতিনের দলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সরব। এই জয় বুঝিয়ে দিল রাশিয়ার মানুষ সরকারের দুর্নীতি ও সামাজিক বৈষম্যে তিতিবিরক্ত। তারা পরিবর্তন চায়। পুতিন-বিরোধীরা উরলাশভের জয়ে স্বভাবতই খুশি। কারণ, তাদের নীতিই ছিল অঞ্চলভিত্তিক নির্বাচনগুলির প্রতি বিশেষ নজর দেওয়া। উরলাশভ প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি সরকারি খরচে শক্ত হাতে লাগাম টানবেন।
ভ্যাটিক্যান সিটি
অস্ট্রিয়ার কিছু যাজক ২০০৬ সালে রোমান ক্যাথলিক চার্চের সংস্কারের ডাক দিয়েছিলেন। তাঁদের একটি প্রধান প্রস্তাব ছিল, ব্রহ্মচর্য পালনের বাধ্যবাধকতা থেকে যাজকদের মুক্তি দিতে হবে এবং যাজকের ভূমিকায় মেয়েদেরও স্বীকার করতে হবে। গত বছর তাঁরা নতুন করে এই দাবিতে সরব হয়েছিলেন। গত বৃহস্পতিবার, গুড ফ্রাইডে’র আগে ভ্যাটিক্যান সিটিতে সমবেত যাজকদের উদ্দেশে এক সম্ভাষণে পোপ ষোড়শ বেনেডিক্ট (ছবি) এই সংস্কার প্রস্তাবের কঠোর নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, ক্যাথলিক চার্চ ঈশ্বরের কাছে মেয়েদের যাজক হিসাবে গ্রহণ করার আদেশ পায়নি। পোপের তিরস্কার পরিণাম না ভেবে চার্চের নিয়ম বদলে দিতে মরিয়া হয়ে উঠেছেন এই বিদ্রোহী যাজকরা, স্বার্থচিন্তার দাস হয়ে পড়ছেন।
বুডাপেস্ট
অলিম্পিকের ইতিহাস নিয়ে গবেষণা করে রাজধানী বুডাপেস্ট-এর সিমেলউইস বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে পিএইচ ডি ডিগ্রি পান হাঙ্গারির রাষ্ট্রপতি পল স্মিট্। গত সপ্তাহে জানা যায়, আর এক জনের গবেষণা সন্দর্ভ থেকে হুবহু টুকেছেন রাষ্ট্রপতি মহাশয়। ব্যস, ডিগ্রি নাকচ। প্রথমে যথাসম্ভব বেগড়বাই করলেও শেষ পর্যন্ত তাঁকে পদত্যাগ করতেই হল।
শেষ পাত
সেই রাশভারী মুখ, পুরুষ্টু গোঁফ, পরনে সামরিক পোশাক, বহু মেডেল খচিত। স্কুলপড়ুয়াদের জন্য তৈরি খাতার মলাটে জোসেফ স্তালিনের ছবি। রাশিয়ার একটি কোম্পানি দেশের বিভিন্ন যুগের নায়কদের ছবি দেওয়া খাতা ছেপেছে। স্তালিন-খাতাটি নাকি এখন দেদার বিক্রি হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলির অভিযোগ, কোটি কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী এক নেতাকে মহিমান্বিত করা অন্যায়। কিন্তু সরকার বলেছে, এ বিষয়ে তার কিছু করার নেই। ভ্লাদিমির পুতিনের রাশিয়ায় স্তালিনের জনপ্রিয়তা ঊর্ধ্বগামী। ‘দোর্দণ্ডপ্রতাপ নেতা’ হিসেবে পুতিন তো স্তালিনেরই যোগ্য উত্তরসূরি। দু’দিন পরে ছেলেমেয়েদের খাতার মলাটে নিশ্চয়ই তিনিও শোভা পাবেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.