কোঝিকোড়ে সি পি আই এম-এর পার্টি কংগ্রেসের জন্য লাল দুর্গ প্রতিষ্ঠিত হইয়াছে। দুর্-পূর্বক গম্ ধাতুর সহিত ড প্রত্যয় যোগ করিলে দুর্গ হয়। অর্থাৎ, যে স্থান দুর্গম, তাহাই দুর্গ। সি পি আই এম বর্তমানে যে অবস্থায় পৌঁছাইয়াছে, তাহা নিশ্চিত ভাবেই দুর্গম, বড় অল্প চেষ্টায় এতখানি কোণঠাসা অবস্থায় পৌঁছানো যায় না। যে পশ্চিমবঙ্গ বামপন্থীরা প্রায় চিরস্থায়ী বন্দোবস্তে পাইয়াছিল, তাহাকেও নিজেদের চেষ্টায় হাতছাড়া করা কি মুখের কথা? সি পি আই এম তাহা পারিয়াছে। আরও একটি কথা স্মরণে রাখুন দুর্গ এবং দুর্গতি, উভয় শব্দের ব্যুৎপত্তি এক। রাজারাজড়ার সময়ে দুর্গের একটি বড় ব্যবহার ছিল আত্মরক্ষার কাজে। সম্মুখসমরে সুবিধা করিতে না পারিয়া শত্রুর হাত হইতে বাঁচিতে তখন দুর্গে আশ্রয় লওয়া হইত। সে হিসাবেও সি পি আই এম মোক্ষম সময়ে এই দুর্গ বানাইয়াছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলিয়াই দিয়াছেন, আপাতত দশ বৎসর বামপন্থীদের চুপ করিয়া থাকিতে হইবে। সেই কাজটি দুর্গের অভ্যন্তরে করিলে ঝড়ঝাপটা হইতেও নিস্তার পাইবেন। মুশকিল একটিই এই দুর্গ নাকি নকল, এমনকী বাঁশেরও নয়, পিসবোর্ডের তৈরি। ভয় হয়, বাহিরের আঘাত না আসিলেও অন্দরের ঈষৎ আন্দোলনেই শেষে ভাঙিয়া না পড়ে! |