সিবিআইয়ের ভূমিকায় সুর চড়াবে বিজেপি
সিবিআইকে তোপ দেগে রাজস্থান হাইকোর্টের বিচারপতির কড়া পর্যবেক্ষণ নতুন অস্ত্র তুলে দিল বিজেপির হাতে।
প্রায় ছ’বছর আগের দারা সিংহ ভুয়ো সংঘর্ষ মামলায় সম্প্রতি বিজেপি বিধায়ক রাজেন্দ্র রাঠৌরকে গ্রেফতার করেছে সিবিআই। বসুন্ধরা রাজে সরকারের এই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে এর আগে কোনও এফআইআর হয়নি, চার্জশিটেও নাম ছিল না। কিন্তু সম্প্রতি সিবিআই যে ভাবে নতুন চার্জশিটে রাঠৌরকে অভিযুক্ত করে গ্রেফতার করেছে, তার পিছনে ষড়যন্ত্রের গন্ধ দেখছে বিজেপি। সিবিআই-এর অপব্যবহারের অভিযোগ তুলেও রাজ্যের অশোক গহলৌত সরকার ও কেন্দ্রের মনমোহন সরকারকে কাঠগড়ায় তুলেছে তারা। কিন্তু গত কাল রাজস্থান হাইকোর্টের বিচারপতি সিবিআইয়ের যে ভাবে সমালোচনা করেছেন, তাতে অক্সিজেন পেয়েছে বিজেপি।
এই মামলায় জগরাম নামে এক হেড কনস্টেবলকে ১১ মাস ধরে জেলে বন্দি রাখা হয়েছে। বিচারপতি মহেশ চন্দ্র শর্মা বলেন, “সিবিআই এক জন অভিযুক্তকে চা-কফি খাওয়ায়। অথচ অন্য অভিযুক্তকে সর্বোচ্চ সময়ের জন্য জেলে বন্দি রাখা হয়। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সিবিআই গঠন করা হয়েছিল, এখন সেটি বন্ধ করে দেওয়ার সময় এসেছে। সিবিআইয়ের উপরে আমাদের আর কোনও ভরসা নেই। কারণ, তারা নিজেদের আচরণ দিয়েই বিশ্বাসযোগ্যতা খুইয়েছে।” এত দিন ধরে বিজেপি রাজনৈতিক স্তরে ঠিক এই অভিযোগগুলিই করে আসছিল। সে নরেন্দ্র মোদীর প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মামলাই হোক বা মায়াবতী-মুলায়মকে সিবিআইয়ের ভয় দেখিয়ে প্রয়োজন মতো সমর্থন হাসিল করাই হোক। এখন আদালতও যখন একই সুরে অভিযোগ করছে, জাতীয় স্তরে বিষয়টি নিয়ে লাগাতার প্রচারের কৌশল নিচ্ছে বিজেপি। শুধু এই বিষয়েই কেন্দ্রের সমালোচনা করতে আজ বিজেপির সদর দফতরে পৃথক সাংবাদিক সম্মেলন করা হয়। অতীতে রাষ্ট্রপতির কাছে গিয়েও অভিযোগ জানিয়েছে দল। এ বারে সংসদের ভিতরে ও বাইরে এই নিয়ে আক্রমণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.