টুকরো খবর |
জলপ্রকল্পে জমি কুলটি পুরসভাকে |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
জলপ্রকল্প রূপায়ণ করার জন্য কুলটি পুরসভাকে জমি দিচ্ছেন সেল গ্রোথ ডিভিশনের কুলটি কারখানা কর্তৃপক্ষ। সংস্থার ডিজিএম কৃষ্ণকান্ত তিওয়ারি জানান, দু’টি উচ্চ জলাধার বানানোর জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হচ্ছে। পরিবর্তে কারখানার আবাসন এলাকায় জল সরবরাহ করা হবে বলে জানান পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। কুলটি পুরসভা সূত্রে জানা গিয়েছে, এলাকায় ১৩৩ কোটি টাকার একটি জলপ্রকল্প রূপায়ণের কাজ শুরু করেছে তারা। বিস্তীর্ণ ওই অঞ্চলে জল সরবরাহের জন্য ১৭টি উচ্চ জলাধার বানাতে হবে। তার জন্য জমি দরকার। জমি পেতে পুরসভাকে হিমশিম খেতে হচ্ছে। পুরপ্রধান তথা কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, “আমরা সেল গ্রোথ ডিভিশনের কাছে জমি চেয়ে আবেদন করেছিলাম। তাঁরা আমাদের প্রয়োজনীয় জায়গা দিয়েছেন।” উজ্জ্বলবাবু জানান, জমি হস্তান্তরের আইনি প্রক্রিয়া শেষ হলেই জলাধার দু’টি নির্মাণের কাজ শুরু হবে। তিনি আরও জানান, জলাধারগুলি যেখানে বানানো হবে তার আশপাশের অঞ্চলে কোম্পানির আবাসন এলাকায় জলের কল বসানো হবে। সেল গ্রোথ ডিভিশনের ডিজিএম কৃষ্ণকান্ত তিওয়ারি বলেন, “পুর কর্তৃপক্ষ আমাদের কাছে আবেদন করার পরেই আমরা কুলটিবাসীর স্বার্থে জমি দিতে রাজি হয়েছি। জমির অভাবে এত বড় প্রকল্প বন্ধ হওয়া উচিত নয়।”
|
জমি নিয়ে বিবাদ, হামলা |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে দাদাকে আক্রমণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার অন্ডালের ভাদুর গ্রামে ঘটনাটি ঘটে। গ্রামের বাসিন্দা সুবল রুইদাস জানান, তাঁর বাবা মহাদেব রুইদাস এবং কাকা মদা রুইদাসের মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিবাদ চলছে। মহাদেববাবু অন্ডাল ব্লক অফিসে রাতে বেসরকারি নিরাপত্তারক্ষীর কাজ করেন। অভিযোগ, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ তিনি ওই অফিসে যাওয়ার পথে মদাবাবু চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে তাঁর উপর হামলা চালায়। সুবলবাবু বলেন, “সম্ভবত বাবা মারা গিয়েছেন ভেবে তারা বাবাকে রাস্তায় একা ফেলে পালায়। খবর পেয়ে প্রতিবেশীদের সাহায্যে অন্ডাল থানায় খবর দিই। বাবা এখন হাসপাতালে চিকিৎসাধীন।” অন্ডাল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা পলাতক। খোঁজ চলছে।
|
তোলাবাজিতে অভিযুক্ত যুব তৃণমূল সভাপতি |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
তোলাবাজির অভিযোগ উঠল রানিগঞ্জের বল্লভপুর যুব তৃণমূল সভাপতির বিরুদ্ধে। বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানান, এই কমিটির সভাপতি আশিস দাস ভয় দেখিয়ে দলের নাম করে গায়ের জোরে টাকা আদায় করতে চাইছে বলে স্থানীয় বাসিন্দারা তাঁর কাছে অভিযোগ করেন। তিনি বলেন, “দলের জেলা (শিল্পাঞ্চল) যুব সভাপতি অভিজিৎ ঘটককে সাংগঠনিক স্তরে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি।” অভিজিৎবাবু জানান, বিধায়ক তাঁকে বিষয়টি টেলিফোনে জানিয়েছেন। লিখিত অভিযোগ হাতে পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আশিসবাবু অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
|
অবৈধ খনি ভরাট নুনিয়ার পাড়ে |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
অবৈধ খনন চলছিল গুঞ্জন পার্কের গা ঘেঁষে নুনিয়া নদীর দুই পাড়ে। বৃহস্পতিবার খবর পেয়ে পুলিশের সাহায্যে সেই খনিমুখ ভরাট করা শুরু করল ইসিএল। ইসিএলের শ্রীপুর এরিয়ার জেনারেল ম্যানেজার সুজিত সরকার জানান, নুনিয়া নদীর উত্তর দিক তাঁদের এরিয়ার অন্তর্গত। ৭০-৮০টি অবৈধ খনি নুনিয়া নদীর গা ঘেঁষে চলছে জানতে পারেন তাঁরা। শুক্রবার পর্যন্ত ১২টি খনিমুখ বন্ধ হয়েছে। সুজিতবাবু বলেন, “এডিসিপি-র কাছে আবেদন জানিয়েছি যাতে কড়া পুলিশি পাহারা থাকে। না’হলে আবার দুষ্কৃতীরা ভরাট মুখ খুলে কাজ শুরু করতে পারে।”
|
স্বেচ্ছাবসরের বিজ্ঞপ্তি, ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
স্বেচ্ছাবসরের নোটিস প্রত্যাহারের দাবিতে শুক্রবার ডিপিএসসির ঝালবাগান সদর কার্যালয়ের সামনে সকাল ৮টা থেকে ১২টা পযর্ন্ত বিক্ষোভ দেখালেন সংস্থার চিনাকুড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রায় তিনশো শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা। সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইসিএলের তৈরি করা ওই তাপবিদ্যুৎ কেন্দ্রটি ২১ বছরের লিজ নিয়ে চালিয়েছে ডিপিএসসি। ৩১ মার্চ তার মেয়াদ ফুরিয়েছে। ইসিএল সেটি পুনরায় লিজ দেওয়ার জন্য টেন্ডার ডেকেছে। কিন্তু ডিপিএসসি কর্তৃপক্ষ কেন্দ্রটি চালাতে আর আগ্রহী নয়। তাই কর্তৃপক্ষের তরফে শ্রমিকদের স্বেচ্ছাবসর নেওয়ার নোটিস দেওয়া হয়েছে। তার প্রতিবাদেই বিক্ষোভ।
|
ঠিকাকর্মীর মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কমর্রত অবস্থায় মৃত্যু হল বেসরকারী সংস্থার এক ঠিকাকর্মীর। পুলিশ জানায়, মৃতের নাম শঙ্কর রায়চৌধুরী (৩৫)। বাড়ি অন্ডালের উখড়ায়। তিনি কাঁকসার বামুনাড়ার একটি বেসরকারি কারখানায় কাজ করতেন।
|
বিবেকানন্দ স্মরণ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বিবেকানন্দ জন্ম সার্ধশতবর্ষ পালিত হল আসানসোলের ধাদকা এলাকায়। বৃহস্পতিবার একটি শোভাযাত্রা শহর পরিক্রমা করেছে। প্রতি সন্ধ্যায় আছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা। চলবে আজ, শনিবার পর্যন্ত। |
|