সেমিফাইনালে বর্ধমানের ছেলেরা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ষষ্ঠ অনূর্ধ্ব ১৩ রাজ্য বাস্কেট বলের প্রথম দু’টি ম্যাচে জিতে সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেল বর্ধমানের ছেলেরা। শুক্রবার ১০টি জেলা দলকে নিয়ে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন জামালপুরের তৃণমূল বিধায়ক উজ্জ্বল প্রামাণিক। প্রথম ম্যাচে বর্ধমান ৮৭-৬ পয়েন্টে কলকাতার বয়েজ ট্রেনিং অ্যাসোসিয়েশনকে এবং পরের ম্যাচে বড়বাজার যুবক সভাকে ৬৮-২২ পয়েন্টে হারিয়েছে। এছাড়া তিনটি গ্রুপ থেকে জিতেছে কলকাতার বড়িশা আসর। তারা হুগলিকে ৭৮-১৪ পয়েন্টে হারিয়েছে। কলকাতার রাখী সঙ্ঘ ৫৬-১৪ পয়েন্টে বীরভূমকে, বড়িশা অ্যাথলেটিক ক্লাব ৪৪-২০ পয়েন্টে নশো তেইশ ছাত্র সমিতিকে হারিয়েছে। রবিবার সকালে সেমিফাইনাল ও বিকেলে ফাইনাল। সেদিন বিকেলেই শুরু হবে মেয়েদের গ্রুপের ম্যাচগুলি।
|
জয়ী ইস্টওয়েস্ট
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান জেলা স্কুল ক্রিকেটে গত বারের খেতাব জয়ী মিউনিসিপ্যাল হাইস্কুলকে ২৯ রানে হারিয়ে গ্রুপ জয়ী হল ইস্টওয়েস্ট মডেল স্কুল। প্রথমে ইস্টওয়েস্ট ৩০ ওভারে করে ১৪৫-৬। স্কুলের বিকাশ বর্মা ৪১, তমঘ্ন পালচৌধুরী ৩৪, তথাগত ঘোষ ২৪ রান করে। মিউনিসিপ্যাল হাইস্কুলের অনিমিখ ঘোষ ২২ রান দিয়ে ২ উইকেট এবং অয়ন কোলে ২৭ রানে ২ উইকেট দখল করে। খেলতে নেমে মিউনিসিপ্যাল ২৬.৩ ওভারে ১১৬ রান করেছে। শুচিব্রত সোম করে ২৭। ইস্টওয়েস্টের বিকাশ বর্মা ২০ রানে ৪ এবং অভিজ্ঞান মাঝি ১৬ রানে ৩ উইকেট দখল করে। এ দিন বৃষ্টিতে পিচ ভেজা থাকায় মোহনবাগান মাঠে এই ম্যাচ শুরু করতে দেরি হয়ে যায়। ওভারের সংখ্যা ৩০-এ গিয়ে দাঁড়ায়। মিউনিসিপ্যাল হাইস্কুল বিপক্ষের ক্রিকেটার বিকাশ বর্মার বয়স নিয়ে অভিযোগ জমা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থার কাছে।
|
জিতল ডিসিসি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সিএবি আয়োজিত ২৯ নম্বর গ্রুপের অনূর্ধ্ব ১৭ ক্রিকেট লিগের শুক্রবারের খেলায় বিজয়ী হল ডিসিসি। তারা ৮ উইকেটে দমদম এসসিকে হারায়। প্রথমে ব্যাট করে দমদমের সবাই ১৬২ রানে আউট হয়ে যায়। সায়ন ঘোষ ৫১ রান করে। ২ উইকেটে রান তুলে নেয় ডিসিসি। রতনেশ প্রসাদ সাউ অপরাজিত থেকে ৬০ রান করে। |