এক কিশোরীকে ‘অপহরণের’ ঘটনায় মদত দেওয়ার অভিযোগে দুই প্রতিবেশীকে গ্রেফতার করল পুলিশ। বারিকুল থানার করাপাড়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, গত ১৯ মার্চ করাপাড়া গ্রামের বাসিন্দা বাদল দাসের মেয়ে রুমা দাসকে অপহরণ করার অভিযোগ ওঠে। পুলিশ রানিবাঁধ থেকে রুমাকে উদ্ধার করে এবং গ্রেফতার করা হয় ধনঞ্জয়কে। ধনঞ্জয় আপাতত জামিনে মুক্ত হলেও পুরুলিয়ার একটি হোমে রয়েছে রুমা। ওই কিশোরী হোমের সুপারের মাধ্যমে ৩ এপ্রিল তারই প্রতিবেশী সাধন ও মধু দাসের বিরুদ্ধে অপহরণে মদত দেওয়ার অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে পুলিশ সাধন ও মধু দাসকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হয়।
|
অবৈধ কয়লা পাচারের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করল পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ। ধৃতেরা হল বলরামপুরের ছোটউরমার শ্যামল সিংসর্দার, বিহারের ছাপরা জেলার অবধেশ রাই, ঝাড়খণ্ডের অশোক রজক এবং অমিত কুমার, ধর্মেন্দ্র কুমার। ধৃতদের শুক্রবার রঘুনাথপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানায়, কয়লা পাচারের অভিযোগে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে রঘুনাথপুর থানার শাঁকা রেলগেটের কাছে বৃহস্পতিবার তিনটি ডাম্পার আটক করা হয়েছিল। তখন পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৬০ টন কয়লা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কয়লা রাঁচি থেকে বাঁকুড়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
|
পুরুলিয়ার সিধো-কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন শমিতা মান্না। শুক্রবার তিনি দায়িত্ব নিয়েছেন। আগে তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য বিভাগের ডিন ছিলেন। সিধো-কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায় জানান, ৫ মার্চ উপাচার্য তপতী মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হয়। নতুন বিশ্ববিদ্যালয় গঠনের পর থেকে তপতীদেবী উপাচার্য পদে ছিলেন।
|
বড়জোড়ার একটি কয়লা খাদানে স্থানীয় বাসিন্দাদের চাকরি দেওয়ার দাবি জানাল তৃণমূল। শুক্রবার তৃণমূল নেতা অলক মুখোপাধ্যায় দাবি করেন, “খাদানে স্থানীয় যুবকদের চাকরি দিতে হবে।” তাঁর অভিযোগ, “খাদানে বিস্ফোরণ ঘটানোয় জলের স্তর নেমে গিয়ে এলাকায় জলসঙ্কট দেখা দিয়েছে।” ওই কোলিয়ারির প্রজেক্ট ম্যানেজার অশোক বিশ্বাস বলেন, “খাদানে ইতিমধ্যেই ১৭০ জন স্থানীয় যুবককে কাজ দেওয়া হয়েছে। আরও মানুষকে কাজ দেওয়া হবে। আর জলসঙ্কট মেটাতে এলাকায় পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে।”
|
রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে অস্থায়ী কম্পিউটার শিক্ষকদের স্থায়ীকরণ করার দাবি তুলল ‘অল বেঙ্গল কম্পিউটার টিচার্স অ্যাসোসিয়েশন’। শুক্রবার ওই সংঠনের একটি সম্মেলন হল বাঁকুড়া জেলা স্কুলে। জেলা সভাপতি সোমনাথ মহাপাত্র-র অভিযোগ, “আমরা বিষয়টি বারবার প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।” |