স্ত্রীকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগে ধৃত |
স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহে তাঁকে শ্বাসরোধ করে খুন করে মাঠে পুঁতে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার গোপালনগরের সনেকপুর এলাকার একটি মাঠের মাটি খুঁড়ে পুলিশ সুমিত্রা রায় (২৬) নামে ওই মহিলার দেহটি উদ্ধার করে।
শুক্রবার দুপুরে পাল্লা এলাকা থেকে গ্রেফতার করা হয় সুমিত্রার স্বামী চিত্ত রায়কে। দম্পতির বাড়ি গাইঘাটার ফুলসরা পঞ্চায়েতের পাঁচপোতা এলাকায়। পুলিশের দাবি, জেরায় ধৃত অপরাধের কথা কবুল করে জানিয়েছেন, তিনিই দেহটি মাটিতে পুঁতে দিয়েছিলেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগে সুমিত্রার বিয়ে হয়। দম্পতির দু’টি সন্তান রয়েছে। সোমবার স্ত্রীকে নিয়ে চিত্ত সনেকপুরে দিদির বাড়িতে যান। সন্ধ্যায় ওই দম্পতি এলাকার একটি মেলা দেখতে বেরোন। কিছু ক্ষণ পরে চিত্ত স্থানীয় একটি চায়ের দোকানে ঢোকেন। সুমিত্রা একাই মেলায় ঘুরছিলেন। অভিযোগ, কিছু ক্ষণ পরে একটি মাঠে স্ত্রীকে এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান চিত্ত। তার পরেই তিনি স্ত্রীকে গলা টিপে খুন করেন এবং দেহটি পুঁতে দেন বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে কয়েকটি কুকুর প্রথমে দেহটির সন্ধান পায়। দুর্গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠায়। পাঁচপোতার বাসিন্দারা এসে দেহটি শনাক্ত করেন। ঘটনার কথা জানতে পেরে শুক্রবার সকালে চিত্তের বাড়িতে চড়াও হন স্থানীয় কিছু লোকজন। তাঁর বাবা-মাকে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
|
বিশ্বরূপ মেলা হিঙ্গলগঞ্জে |
হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলায় শুরু হয়েছে ‘বিশ্বরূপ মেলা’। কালীতলা খেতমজুর সমিতির উদ্যোগে এই মেলা এ বার ১৮ বছরে পড়ল। গত ২ এপ্রিল মেলার উদ্বোধন হয়। চলবে ১১ এপ্রিল পর্যন্ত। বিভিন্ন দিনে থাকছে স্থানীয় বাসিন্দাদের নিয়ে নাটক, যাত্রা, স্বামী বিবেকানন্দের জীবনের নানা দিক নিয়ে ক্যুইজ এবং আঁকা প্রতিযোগিতা। গ্রামের ছেলেমেয়েদের নিয়ে নাচ, গান ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। |