টুকরো খবর
যুবরাজকে ভিডিও-বার্তা আর্মস্ট্রংয়ের
‘যুবস্ট্রং’-এর পাশে ল্যান্স আর্মস্ট্রং
ল্যান্স আর্মস্ট্রংয়ের কাছ থেকে ফের শুভেচ্ছা পেলেন যুবরাজ সিংহ। এ দিন যুবরাজের কাছে এসে পৌঁছোয় সাত বারের ত্যুর দ্য ফ্রাঁস-জয়ী সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের একটি ভিডিও বার্তা। যা পেয়ে যুবরাজ খুশি হয়ে নিজের টুইটে লেখেন, “আমার বাস্তবের নায়কের কাছ থেকে বিশেষ অনুপ্রেরণা জোগানো একটা বার্তা।” সেই বার্তায় আর্মস্ট্রং বলেছেন, “যুবি তোমাকে বাড়ি ফেরার শুভেচ্ছা জানাই। যে দিন থেকে তোমার ক্যানসার ধরা পড়েছে, সে দিন থেকেই তোমার কথা শুনছি। শুনে ভাল লাগছে এখন তুমি সুস্থ। আর পিছনে তাকিও না। বাঁচো জোশের সঙ্গে।” আমেরিকার হাসপাতালে থাকাকালীনও যুবরাজকে লিখিত শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন আর্মস্ট্রং। মূলত ক্যানসার সারিয়ে খেলায় ফেরার অনন্য নজিরের জন্যই যুবরাজের প্রেরণা আর্মস্ট্রং।

সোবার্সের ছয় ছক্কার বল নিলামে
গ্যারি সোবার্সের ছয় ছক্কার সেই বল এ বার উঠতে চলেছে নিলামে। ক্রিকেটের ইতিহাসে সেটাই ছিল প্রথম ছ’বলে ছ’টি ছক্কার নজির। নটিংহ্যামশায়ারের হয়ে ব্যাট হাতে নেমে গ্ল্যামরগনের ম্যালকম ন্যাশের বিরুদ্ধে তিনি এই ঘটনা ঘটান ১৯৬৮-এর ৩১ অগস্ট। সোবার্সের শেষ ছক্কাটি গিয়ে পড়েছিল মাঠের বাইরে রাস্তায়। যা কুড়িয়ে নিয়ে কয়েক দিন পর ক্যারিবিয়ান ব্যাটসম্যানের হাতে তুলে দেয় এক কিশোর। সেই বলই উঠছে নিলামে।

ভারত পিছিয়ে ০-২
শুরুতেই ধাক্কা। ডেভিস কাপে এশিয়া-ওশিয়ানিয়া গ্রুপ ওয়ান ডেভিস কাপ টাইয়ে দুটো সিঙ্গলসেই উজবেকিস্তানের কাছে হারল ভারত। ডেভিস কাপে নিজের অভিষেক ম্যাচে সনম সিংহ বিশ্বের ৪৩ নম্বর ডেনিস ইস্তোমিনের কাছে প্রথম সিঙ্গলসে হারলেন ৩-৬, ২-৬, ৪-৬। দ্বিতীয় সিঙ্গলসে বিশ্বের ২৬২ নম্বর দুস্তভ ৬-৪, ৬-৪, ৬-৩ হারালেন বিশ্বের ২৯৫ নম্বর য়ুকি ভামব্রিকে।

রাজ্য দাবায় অঘটন
রাজ্য সিনিয়র দাবায় প্রথম দিনে অঘটন ঘটাল ক্লাস টেনের ছাত্র মেহুল শেঠিয়া। দশম বাছাইকে হারিয়ে। রাজ্য দাবায় ২৬০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যামেনিটি সেন্টারে এ দিন রাজ্য দাবার উদ্বোধনে ছিলেন দুই গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, সন্দীপন চন্দ। সন্দীপন খেলেন জার্মানির বুন্দেশলিগা দাবায়।

অন্য খেলায়
• গঙ্গা মোটরস কাপের ফাইনালে উঠল মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট টিম (লাল)। তারা ১৭৪ রানে হারায় অশোক মলহোত্র ক্রিকেট অ্যাকাডেমিকে।
• বৈষ্ণবঘাটা অবসরিকা ক্লাব আয়োজিত ফুটবল ফাইনাল আজ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.