আইপিএল-এর টুকরো খবর
সহবাগকে সমীহ করছেন ভেত্তোরি
ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ওঠা টগবগে দিল্লি ডেয়ারডেভিলসের সামনে এ বার কঠিন চ্যালেঞ্জ। গত বারের রানার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বা আরও সহজ করে বললে, ক্রিস গেইল। তবে শুধু গেইল নন। বেঙ্গালুরুর জার্সিতে রয়েছেন আর এক বিস্ফোরক ব্যাটসম্যানও। বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সফর এবং এশিয়া কাপে টানা ভাল ফর্মে থাকা দিল্লির ছেলে বরাবরই কুড়ি ওভারের ক্রিকেটে সফল। ড্যানিয়েল ভেত্তোরির বেঙ্গালুরু ব্যাটিং-ভারী দল হলে তার মহড়া নিতে তৈরি দিল্লির বোলিংও। ইডেনে বীরেন্দ্র সহবাগদের প্রথম ম্যাচে দুর্দান্ত বল করে দলকে জিতিয়েছেন মর্নি মর্কেল, উমেশ যাদব এবং রোলফ ভান ডার মারউই। তবে দলের তিন বড় নাম মাহেলা জয়বর্ধনে, কেভিন পিটারসেন এবং ডেভিড ওয়ার্নারকে শনিবারের ম্যাচেও পাচ্ছে না দিল্লি। নেই রস টেলরও। কাগজ-কলমে তাই শনিবারের ম্যাচে এগিয়ে বেঙ্গালুরু। আরসিবি অধিনায়ক ভেত্তোরি অবশ্য দিল্লিকে হালকা ভাবে নিচ্ছেন না। বিশেষ করে সহবাগকে নিয়ে যথেষ্ট সমীহ তাঁর গলায়, “পেস আর স্পিন দুইয়ের বিরুদ্ধেই সফল সহবাগ। তাই ওর মোকাবিলা করা খুব কঠিন। ওকে আটকাতে পারলে আমাদের জেতার সুযোগ আছে।”

আজ জিততে মরিয়া ধোনি-ব্রিগেড
আই পি এল ফাইভের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে যাওয়ার পরে শনিবার ডেকান চার্জার্সের মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। আর ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে আট উইকেটের বড় হারের ক্ষতিপূরণ ডেকানকে হারিয়েই তুলতে মরিয়া ধোনি-ব্রিগেড। প্রথম ম্যাচে মূলত ব্যাটিং-বিপর্যয়ের কারণেই ভুগতে হয় চেন্নাইকে। টুর্নামেন্টের সবচেয়ে দামি ক্রিকেটার রবীন্দ্র জাডেজার ব্যাটও কোনও চমৎকার পারফরম্যান্স দেখাতে পারেনি। ধোনি, মুরলী বিজয়, মর্কেল- সবাই চুড়ান্ত ব্যর্থ। একমাত্র সুরেশ রায়নাই রান পেয়েছেন। তাই যে কোনও মূল্যেই শনিবারের ম্যাচ জিততে চাইছে চেন্নাই। এমনিতে অবশ্য ডেকান দলে নামি-দামি কোনও তারকা নেই। তার ওপর জাতীয় দলের জন্য ব্যস্ত থাকায় অধিনায়ক কুমার সঙ্গকারাকেও এই ম্যাচে পাচ্ছে না ডেকান। ইশান্ত শর্মার চোট। সব মিলিয়ে কোনও অঘটন না ঘটলে, চেন্নাইয়ের প্রথম জয় পাওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা।

অধিনায়ক দ্রাবিড়ও জিতলেন
সৌরভ গঙ্গোপাধ্যায় মুম্বইয়ের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় তুলে নেওয়ার দিনে জিতলেন রাহুল দ্রাবিড়ও। নিজেদের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে ৩১ রানে হারাল রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে ১৯১-৪ তোলে রাজস্থান। অজিঙ্ক রাহানে ৬৬ বলে করে যান দুর্দান্ত ৯৮। দ্বিতীয় সর্বোচ্চ রান অধিনায়ক দ্রাবিড়ের। তাঁর অবদান ২৪ বলে ২৮। রান তাড়া করতে নেমে কখনওই স্বচ্ছ্বন্দ দেখায়নি পঞ্জাবকে। অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট (১৮ বলে ২৭) শুরুটা ভাল করলেও নিয়মিত উইকেট পড়তে থাকায় ম্যাচে ফেরা সম্ভব হয়নি। গত আইপিএলের আবিষ্কার পল ভলথাটি (১৩) এ দিন ব্যর্থ। রাজস্থানের হয়ে ৪ উইকেট নেন কুপার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.