|
|
|
|
|
মমতাকে বিঁধে প্রস্তাব
পাশ করালেন বৃন্দা
নিজস্ব সংবাদদাতা • কোঝিকোড় |
|
রাজনীতিতে তাঁরা বিপরীত মেরুর বাসিন্দা। সংসদে তাঁদের তরজা খবরের বিষয়বস্তু হয়েছে। এ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে পার্টি কংগ্রেসে প্রস্তাব পাশ করালেন বৃন্দা কারাট।
সিপিএমের পার্টি কংগ্রেসের তৃতীয় দিনে যে তিনটি প্রস্তাব পাশ হয়েছে, তার মধ্যে অন্যতম মহিলাদের উপরে হিংসার নিন্দাসূচক প্রস্তাব। সেখানেই এসেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা। প্রস্তাবে বলা হয়েছে, ‘মহিলা-বিরোধী এবং অত্যন্ত অসংবেদনশীল মন্তব্য করে বিভিন্ন রাজনীতিকেরা যে সব বিবৃতি দিয়ে মহিলাদের উপরে অত্যাচারের অভিযোগের সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন, তার কড়া প্রতিবাদ জানাচ্ছে পার্টি কংগ্রেস’। এই সূত্রেই বলা হয়েছে, ধর্ষণের ঘটনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাঁর সরকারের বিরুদ্ধে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে মনে করেন অথচ তদন্তে অভিযোগকারিনীর বক্তব্যে সত্যের খোঁজ পাওয়া যায়! প্রস্তাবে অবশ্য পার্ক স্ট্রিটের উল্লেখ করা হয়নি। পাশাপাশিই রাজস্থানের এক মন্ত্রী ও বিধায়কদের বিরুদ্ধে যৌন নির্যাতনের ঘটনা আড়াল করার চেষ্টা, কর্নাটক বিধানসভার ভিতরে পর্নোগ্রাফি দেখার ঘটনার প্রতিবাদও করা হয়েছে। প্রসঙ্গত, পার্টি কংগ্রেসে প্রস্তাব কমিটির চেয়ারপার্সন স্বয়ং বৃন্দাই।
মহিলাদের উপরে হিংসার নিন্দা করলেও তাঁদের দলে মহিলাদের ‘গুরুত্ব’ নিয়ে কি তিনি খুশি? আলোচনার বিরতিতে শুক্রবার বৃন্দা বলেন, “প্রস্তাবে আমরা মহিলাদের উপরে হিংসার ঘটনা নিয়ে কিছু রাজনীতিকের অসংবেদনশীল মন্তব্যের প্রতিবাদ করেছি মাত্র। পার্টি কংগ্রেসে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা শুরু হলে দলে মহিলাদের অবস্থানের ব্যাপারটা দেখা যাবে।” সিপিএমের পলিটব্যুরোয় একমাত্র মহিলা সদস্য এখন বৃন্দাই। পার্টি কংগ্রেসের সাংগঠনিক রিপোর্টে আছে, মহিলা কমরেডদের একাংশ দলের মধ্যেই যৌন হয়রানির শিকার। বিশেষত, দক্ষিণ ভারতে এই ধরনের অভিযোগের প্রাবল্য বেশি। এ বিষয়ে তাঁর কি অভিমত? বৃন্দার জবাব, “এই ব্যাপারে ধোঁয়াশার কোনও জায়গা নেই। দলে এমন ঘটনা ঘটে থাকলে কড়া পদক্ষেপ করতে হবে।” সিপিএমের ‘ফার্স্ট লেডি’ নিজে অবশ্য মহিলা সংক্রান্ত প্রস্তাবটি পেশ করেননি। প্রস্তাব এনেছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষিনী আলি। |
|
|
|
|
|