|
|
|
|
উত্তরপ্রদেশ |
৩ নাবালিকাকে ধর্ষণ সরকারি অনাথাশ্রমে, গ্রেফতার কর্মী |
নিজস্ব প্রতিবেদন |
তিন অনাথ নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছে ইলাহাবাদের শিবকুটি এলাকার একটি সরকারি অনাথাশ্রমে। ওই তিন জনেরই বয়স ১০ বছরের কম। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার নাম বিদ্যাভূষণ ওঝা(৫২)।
এই ঘটনায় আশ্রমের সুপারিন্টেনডেন্ট উর্মিলা গুপ্তকে কর্তব্যে অবহেলার অভিযোগে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘রাজিকিয়া এস গৃহ’ নামে এক সরকারি অনাথাশ্রমে প্রায় পাঁচ বছর ধরে পিওন ছিল বিদ্যাভূষণ। অভিযোগ, বেশ কয়েক মাস ধরেই আশ্রমের বাসিন্দা তিন নাবালিকাকে ধর্ষণ করে সে।
শুধু তা-ই নয়, প্রাণে মেরে ফেলার হুমকি দেখিয়ে দিনের পর দিন তাদের মুখ বন্ধ রাখতেও বাধ্য করে সে।
দিন কয়েক আগে এক দম্পতি অনাথাশ্রমের ওই তিন নাবালিকার এক জনকে(৬) দত্তক নিতে আসেন। সেই সময়েই ওই দম্পতিকে সব কিছু জানায় নাবালিকাটি। ঘটনাটি জানতে পেরে আশ্রমের সুপারিন্টেনডেন্ট উর্মিলা গুপ্তকে তড়িঘড়ি খবর দেন ওই দম্পতি। তিনি বিদ্যাভূষণের বিরুদ্ধে এফআইআর করেন। তার পরেই গত রাতে গ্রেফতার করা হয় তাকে।
পুলিশ জানিয়েছে, জেরায় অপরাধ স্বীকার করেছে বিদ্যাভূষণ। ওই তিন নাবালিকার ডাক্তারি পরীক্ষাতেও ধর্ষণের প্রমাণ মিলেছে। তবে পুলিশের ধারণা, আশ্রমের কিছু মানসিক প্রতিবন্ধী শিশুর উপরও যৌন অত্যাচার চালিয়েছে সে।
ঘটনাটি জানার পর ইলাহাবাদ প্রশাসনের পদস্থ অফিসাররা ওই সরকারি অনাথাশ্রমে যান। ইলাহাবাদের জেলাশাসক অনিল কুমার বিষয়টির তদন্তের জন্য তিন-সদস্যের এক কমিটি তৈরি করেছেন। এই কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নাবালিকা এবং প্রতিবন্ধী ধর্ষণের ঘটনা নতুন কিছু নয়। গত বছর ডিসেম্বরে ১২ জন মূক ও বধির শিশুকে একটি সরকারি স্কুলেই যৌন হেনস্থা করা হয়। তার পরে আবার ঘটল এই ধরনের ঘটনা। |
|
|
|
|
|