অবশেষে ধর্মঘট উঠল স্বর্ণশিল্পে
বশেষে দেশ জুড়ে ২১ দিনের ধর্মঘটে দাঁড়ি টানলেন স্বর্ণশিল্পী ও ব্যবসায়ীরা। শুক্রবার ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তাঁরা। স্বর্ণশিল্পের তরফ থেকে বৈঠকে উপস্থিত এক প্রতিনিধির দাবি, অর্থমন্ত্রীর কাছে ব্র্যান্ডনাম ছাড়া সোনার গয়নার উপর উৎপাদন শুল্ক প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। আর সেই কারণেই আগামী কাল থেকে ধর্মঘট তুলে নেওয়ার এই সিদ্ধান্ত।
তবে উৎপাদন শুল্ক ফিরিয়ে নেওয়ার বিষয়ে আশ্বাস দিলেও, আমদানি শুল্ক যে কোনও ভাবেই কমানো হবে না, সম্প্রতি তা একাধিক বার স্পষ্ট করে দিয়েছেন প্রণববাবু। তাই সে কথা মাথায় রেখেই অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ফেডারেশনের ডিরেক্টর হর্ষদ আজমেরা জানান, “এ বারের বাজেটে যে-সব কর বসানো বা বাড়ানোর কথা বলা হয়েছে, তার সবগুলি কার্যকর হলে প্রতি ১০ গ্রাম সোনার দাম বাড়বে প্রায় ১,৫০০ টাকা। সেখানে ব্র্যান্ড-নাম ছাড়া গয়নায় উৎপাদন শুল্ক না-বসলে ওই বৃদ্ধির অঙ্ক দাঁড়াবে ১,৪২০ টাকা। অর্থাৎ, ফারাক ৮০ টাকা মাত্র।” ফলে তা-ই যদি হয়, তা হলে টানা প্রায় তিন সপ্তাহ ধর্মঘটের কারণ কী ছিল, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। বিশেষত, যেখানে এই দীর্ঘ সময় লেনদেন না-হওয়ায় প্রায় ২০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছে স্বর্ণশিল্প মহলই।
শুক্রবার বৌবাজারে স্বর্ণ ব্যবসায়ীদের উচ্ছ্বাস।- নিজস্ব চিত্র
স্বর্ণশিল্প প্রতিনিধিদের একটি অংশের আবার অভিমত, শুধু উৎপাদন শুল্ক নয়, আমদানি শুল্ক কমানোর বিষয়টিও ভেবে দেখার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশনের গভর্নিং বোর্ডের ডিরেক্টর দীনেশ জৈন জানান, “মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই উৎপাদন শুল্ক তুলে নেওয়া ও আমদানি শুল্ক কমানো নিয়ে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। তার ভিত্তিতেই আপাতত ১১ মে পর্যন্ত ধর্মঘট থেকে সরে আসছি আমরা।” ওই সময়ের মধ্যে প্রণববাবু সংসদে উৎপাদন শুল্ক প্রত্যাহারের ঘোষণা না-করলে, ফের ধর্মঘটের রাস্তায় হাঁটার হুমকিও দিয়েছেন ব্যবসায়ীদের একাংশ।
তাই এ নিয়ে প্রশ্নচিহ্ন আপাতত ঝুলে থাকলেও, ধর্মঘট মেটাতে কেন্দ্র উৎপাদন শুল্ক প্রত্যাহারের দাবি মানার কথা যে গুরুত্ব দিয়ে ভাবছে, তা স্পষ্ট হয়ে গিয়েছিল এ দিন সকালেই। যখন সর্বভারতীয় কংগ্রেসের প্রধান মুখপাত্র জনার্দন দ্বিবেদী সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে জানান যে, সোনার গয়নার উপর উৎপাদন শুল্ক প্রত্যাহারের বিষয়টি বিবেচনার জন্য সরকারের কাছে আর্জি জানাচ্ছে কংগ্রেস। অনেকেরই মতে, দলের তরফে এমন বার্তার পর সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রীর এ কথা ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।
এর পরেই সনিয়া-প্রণবের সঙ্গে বৈঠক সেরে ধর্মঘট প্রত্যাহারের কথা জানান ব্যবসায়ীরা। বৈঠকে উপস্থিত স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে বলেন, “অন্যান্য শুল্কের ক্ষেত্রে কতটা ছাড় পাওয়া যাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে এ দিন অর্থমন্ত্রী জানিয়েছেন, আপাতত স্বর্ণ ব্যবসায়ীদের উৎপাদন শুল্ক দফতরে নাম নথিভুক্ত করার প্রয়োজন নেই। এই আশ্বাসের ভিত্তিতেই ধর্মঘট তুলে নিচ্ছি আমরা।” সর্বভারতীয় স্বর্ণকার সঙ্ঘের সভাপতি মধুকর ছাছাড়-ও জানান, “বৈঠক ফলপ্রসূ হয়েছে। ধর্মঘট তুলে নেওয়া হচ্ছে।”
স্বর্ণশিল্পের অনেকেই অবশ্য মনে করছেন, আমদানি শুল্ক নিয়ে একটা ধোঁয়াশা রয়েই গেল। আজমেরার কথায়, “বাজেট ঘোষণা নিয়ে গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত দু’দফায় বেড়েছে আমদানি শুল্ক। এর আগে প্রতি কেজি সোনায় তা ছিল ৩০,৯০০ টাকা। আর বাজেট প্রস্তাব কার্যকর হলে, তা দাঁড়াবে ১ লক্ষ ১৫ হাজার টাকায়।” যে কারণে উৎপাদন শুল্কের পাশাপাশি আমদানি শুল্ক হ্রাসের বিষয়টিও কেন্দ্র বিবেচনা করবে বলে মনে করছেন অনেকে। অথচ তা সম্ভব নয় বলে ইতিমধ্যেই জানিয়েছেন প্রণববাবু। ব্যবসায়ীদের একাংশের আপত্তি ২ লক্ষ টাকার বেশি গয়না কিনলে উৎসে কর কাটার প্রস্তাব নিয়েও। এ ক্ষেত্রে তাঁদের আপত্তির মূল কারণ এর প্রক্রিয়াগত জটিলতা।
প্রসঙ্গত, ব্র্যান্ড-নাম ছাড়া গয়নায় নতুন করে ১% উৎপাদন শুল্ক চাপানো হয় বাজেটে। ২ থেকে বাড়িয়ে ৪% করা হয় বার ও কয়েনে আমদানি শুল্ক। তা ছাড়া, ২ লক্ষ টাকার বেশি গয়না কিনলে ক্রেতাকে ১% টিডিএস (উৎসে কাটা কর) দেওয়ার প্রস্তাবও রাখেন অর্থমন্ত্রী। ক্রেতার কাছ থেকে টিডিএস কেটে তা জমা দিতে হবে বিক্রেতাকেই। এই সব কর প্রস্তাবের বিরুদ্ধেই ধর্মঘট শুরু হয় স্বর্ণশিল্পে। নিজ-নিজ নির্বাচন কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়েন কংগ্রেস নেতা-মন্ত্রীরাও। স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষের রুজি-রুটির কথা মাথায় রেখে বিষয়টি ফের খতিয়ে দেখতে কেন্দ্রের কাছে আর্জি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.