টুকরো খবর
দল ইস্তফা দিতে বলল পুরপ্রধানকে
পদত্যাগই করতে হতে পারে তৃণমূল পরিচালিত রামপুহাটের পুরপ্রধান নির্মল বন্দ্যোপাধ্যায়কে। আগামী সোমবার দলের ‘নির্দেশে’ তিনি ইস্তফা দেবেন বলে তৃণমূল সূত্রের খবর। নির্মলবাবুও শুক্রবার রাতে বলেন, “দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। সোমবার ইস্তফা দেব।” এ দিন বোলপুরে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহের উপস্থিতিতে দলের সাত কাউন্সিলর এবং নির্দল কাউন্সিলরের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের কথা কথা ফ্যাক্স করে জানানো হয়েছে দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রীকে বলে জানিয়েছেন আশিসবাবু। গত ২৬ মার্চ পুরসভার তিন নির্দল, দুই বিজেপি এবং এক ফরওয়ার্ড ব্লক সদস্য অনাস্থা এনেছিলেন। সেই নিয়ে জট তৈরি হয়েছিল। আশিসবাবু বলেন, “দলের সমস্ত কাউন্সিলরের মতামত নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার তিনি পদ থেকে ইস্তফা দেবেন। পরবর্তী পুরপ্রধান কে হবেন, তা পরে জানানো হবে।” তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্দল কাউন্সিলর অশ্বিনী তিওয়ারির পুরপ্রধান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তিনি পরে তৃণমূলেও যোগ দিতে পারেন।

পুলিশকে মার, চম্পট দুষ্কৃতীর
হাসপাতালে জখম পুলিশকর্মী। নিজস্ব চিত্র।
লোহা চুরি-সহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে ধৃত এক আসামীকে ধরেও নিয়ে যেতে পারল না পুলিশ। উল্টে দুষ্কৃতীদের আক্রমণে তিন পুলিশকর্মী জখম হয়ে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে এক জন সাব-ইনস্পেক্টর আছেন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে সদাইপুর থানা এলাকার দুর্লভপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেখ সেন্টু ওরফে আনোয়ারকে এ দিন দুর্লভপুরের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল। গ্রাম থেকে বেরতেই কিছু দুষ্কৃতী পুলিশের গাড়ি ঘিরে ইট-পাটকেল ছুড়তে থাকে। সেই সুযোগে গাড়ি থেকে নেমে পালিয়ে যায় ধৃত। আহত পুলিশ পুলিশকর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁদের সহকর্মীরা। তবে তাঁদের আঘাত গুরুতর নয়। অতিরিক্ত পুলিশ সুপার ফারহাত আব্বাস বলেন, “শুনেছি। তবে ঠিক ঘটেছে খোঁজ নিয়ে দেখছি।”

পথ অবরোধ
একটি নির্দিষ্ট ক্রাশারে পুনরায় কাজে নিয়োগ করার -সহ একাধিক দাবিতে ক্রাশার ও খাদানের কাজে যুক্ত কিছু গাড়ির চালক রাস্তা অবরোধ করলেন। শুক্রবার রামপুরহাট থানার তুম্বনি এলাকায়, রামপুরহাট-দুমকা রোড অবরোধ করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তা অবরোধের ফলে বড়পাহাড়ি, ধরমপাহাড়ি, তেঁতুলবাঁধি, বারমেসিয়া এলাকার পাথর শিল্পাঞ্চলের কাজ ব্যাহত হয়। রাস্তায় আটকে পড়ে বাসিন্দারাও নাজেহাল হন। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। পাথর শিল্পের মালিকপক্ষের একাংশের অভিযোগ, দীঘলপাহাড়ি এবং ভাটিনা এলাকার ক্রাশার ও পাথর খাদানের কিছু গাড়ি চালক ও কর্মীরা তৃণমূলের পতাকা লাগিয়ে কাজে পুনর্নিয়োগের দাবিতে হঠাৎ পথ অবরোধ করেন। যদিও তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনের দাবি, “তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের প্রচার চলছে।”

ভাঙচুরের অভিযোগ
শ্বশুরবাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে সিউড়ির ডাঙালপাড়ায়। ওই পাড়ার বাসিন্দা শিশুরঞ্জন দাস জানান, তাঁর মেজ মেয়েকে বছর দু’য়েক আগে মনসাতলা পাড়ার বাসিন্দা নিরু মালের ছেলে পলাশের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তাঁর অভিযোগ, “টাকা-পয়সার জন্য বিয়ের পর থেকে মেয়ের উপরে নানা ভাবে অত্যাচার করত তার শ্বশুরবাড়ির লোকজন। তাদের অত্যাচারে মেয়ে ৭-৮ মাস থেকে আমাদের কাছেই রয়েছে। বৃহস্পতিবার রাতে জামাই অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে চড়াও হয়। বাড়িতে ভাঙচুর চালায়।” এ দিকে পলাশের পাল্টা অভিযোগ, “অনেকদিন থেকেই আমাদের মধ্যে মধ্যে অশান্তি চলছে। বৃহস্পতিবার বিকেলে শ্বশুর আমাকে বাড়িথে ডাকেন। রাতে এক সঙ্গে মদ খাই। মদের ঘোরে একটু গণ্ডগোল হয়েছে ঠিকই, তবে স্ত্রীকে মারধর, টাকা-পয়সার জন্য চাপ দেওয়ার অভিযোগ ঠিক নয়।” পুলিশ জানায়, অভিযোগ পেয়েছি। তদন্ত হবে।

ট্রেন থেকে পড়ে মৃত্যু
ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার সন্ধ্যায় বোলপুর স্টেশনের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পার্থ সিংহ (২৮), বাড়ি রামপুরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের জটাধারী তলায়। পার্থবাবু বোলপুরে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। রামপুরহাট ফেরার সময় বোলপুর স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেস থেকে আচমকা পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.