টুকরো খবর
যাবজ্জীবন দণ্ড
স্ত্রী এবং দুই আত্মীয়কে ঘুমন্ত অবস্থায় পেট্রল ঢেলে পুড়িয়ে মারার দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ডে আদেশে দিয়েছে আদালত। বৃহস্পতিবার মালদহের ফাস্ট ট্র্যাক আদালতের অতিরিক্ত জেলা জজ সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ওই নির্দেশ দিয়েছেন। সাজাপ্রাপ্তের নাম নিরঞ্জন মুর্মু। ২০১০ সালে ঘটনার সময় সে দ্বাদশ শ্রেণিতে পড়ত। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে হবিবপুরের নোকাইল গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী পরানী সোরেনের বিয়ে হয় মালদহ শহরের বাদলমনি হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র নিরঞ্জনের সঙ্গে। বিয়ের পর পরানী তার শ্বশুড়বাড়িতেই পড়াশুনা চালিয়ে যেতে চায়। সরকারি আইনজীবী নিখিলবিহারি গুপ্ত জানান, স্বামী পড়াশুনো করতে দিতে রাজি না হওয়ায় পরানী শ্বশুরবাড়ি ছেড়ে পালিয়ে বাপের বাড়ি চলে যায়। এতে ক্ষেপে যায় নিরঞ্জন। সেই রাগেই নিরঞ্জন ২০১০ সালের ১৪ নভেম্বর রাতে শ্বশুরবাড়িতে গিয়ে পেট্রল ঢেলে পরানী ও তাঁর দুই পিসিকে পুড়িয়ে মেরে পালায়। মারা যাওয়ার আগে পরানী তাঁর স্বামীর নাম পুলিশকে জানিয়ে দেয়। ঘটনার দুই দিন পর পুলিশ নিরঞ্জনকে গ্রেফতার করে। প্রায় একবছর মামলা চলার পর আদালত গত বুধবার নিরঞ্জনকে দোষী সাব্যস্ত করে। এদিন মামলায় রায় ঘোষণা করেন বিচারপতি। সরকারি আইনজীবী জানিয়েছেন, মোট ২৯ জন সাক্ষী দিয়েছেন। ঘটনার দুই দিন আগে পরানীর সঙ্গে একটি মেলায় নিরঞ্জনের দেখা হয়। নিরঞ্জন স্ত্রীকে পড়াশুনো ছেড়ে শ্বশুরবাড়িতে ফিরে আসতে বলে। এতে পরানী মেলার মধ্যেই স্বামীকে চড় মারে। ক্ষেপে গিয়ে নিরঞ্জন তাকে দেখে নেবে বলে চলে যায়। ওই সময় সেখানে পরানীর এক বান্ধবীও উপস্থিত ছিলেন। তিনি আদালতে সব জানিয়েছেন। এদিন বিচারক যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করতেই কান্নায় ভেঙে পরে নিরঞ্জন ও তার বাবা মঙ্গল মুর্মু। মঙ্গলবাবু বলেন, “ছেলে বাঁচাতে উচ্চ আদালতে অবেদন করব।”

শিশু-খুনে ধৃত অন্যতম অভিযুক্ত
গোয়ালপোখরে শিশুকে অপহরণ করে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত পরশ রায়কে অবশেষে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে গোয়ালপোখর থানার সাহাপুর হাট সংলগ্ন এলাকা থেকে তাঁকে ধরা হয়। ইসলামপুরের এসডিপিও নীলকান্ত সুধীর কুমার বলেন, “ঘটনার পরেই মালকুন্ডার বাসিন্দা ওই ব্যক্তি পালিয়ে যান। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করা হয়।” পরশকে গ্রেফতারির ব্যাপারে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল। এলাকাবাসীর একাংশ বলছেন, বিভিন্ন মহলের চাপে পড়েই পুলিশ তাঁকে ধরতে বাধ্য হল। গত বছর সেপ্টেম্বরে মালকুন্ডার বাসিন্দা গণেশ রায়ের বোনকে ধর্ষণ করার অভিযোগে এর আগেও জেলে ছিলেন পরশ। পরে তিনি জামিনপান। অভিযোগ, এর পর থেকেই পরশ গণেশবাবুকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন। গত ১১ই মার্চ গণেশবাবুর বাড়িতে হামলা হয়। তাঁর দেড় বছরের ছেলে বিক্রমকে তুলে নিয়ে যাওয়া হয়। ২৭ মার্চ গম খেত থেকে মাটি খুঁড়ে উদ্ধার হয় ওই শিশুর দেহ। পরশ-সহ জনের বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেন বিক্রমের মা প্রমীলাদেবী। সেই মামলায় পরশ-সহ ৯ জনকে পুলিশ খুঁজছিল। এ দিন পরশকে ইসলামপুরের অতিরিক্ত মুখ্য ও দায়রা আদালতে হাজির করানো হলে বিচারপতি বিকাশ লামা ১৮ এপ্রিল পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন। সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানান, ধৃতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

যুবককে খুন মাথাভাঙায়
খেতে গরু ঢোকা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীদের হাতে খুন হয়েছে এক যুবক। বুধবার রাতে মাথাভাঙা থানার দক্ষিণ ভাঙামোড় এলাকায় ঘটনা ঘটেছে। নিহতের নাম নীরেন বর্মন (৩২)। এদিন সকালে এলাকার বেলেরডাঙায় একটি রাস্তার ধারে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। নিহতের দাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ এলাকার সাত জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সুপার প্রণব দাস বলেন, “খুনের মামলা রুজু করে তদন্ত হচ্ছে। অভিযুক্তদের খোঁজা হচ্ছে।” পুলিশ জানাচ্ছে, দক্ষিণ ভাঙামোড় এলাকার বাসিন্দা নীরেন বর্মন ও তাঁর দাদা শচীন বর্মনের সঙ্গে তাদের এক প্রতিবেশীর গত বুধবার বিকেলে মারামারি হয়। এক প্রতিবেশীর গরু শচিনবাবুদের খেতে ঢুকে পড়া নিয়ে গোলমাল। রাতে শচীন ও নীরেনক মারধর করা হয় বলে অভিযোগ। শচীনবাবু কোনওমতে পালিয়ে যান। নীরেনকে আর খুঁজে পাওয়া যায়নি। শচীনবাবু হাসপাতালে চিকিৎসাধীন। এ দিন নীরেনবাবু দেহটি মেলে।

ভস্মীভূত দোকানঘর
রায়গঞ্জের মোহনবাটি বাজারে আগুন। ছবি: তরুণ দেবনাথ।
আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি দশকর্মার ভাণ্ডার। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মোহনবাটি বাজারে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। অগ্নিকান্ডের জেরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ব্যবসায়ীরাও দমকলের কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে নেমে পড়েন। প্রাথমিক তদন্তের পর দমকল জানিয়েছে, শট সার্কিটের জেরেই ওই দোকানে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যান রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক মোহিত সেনগুপ্ত। বাজার কমিটির সভাপতি জয়ন্ত সোম বলেন, “বাজারে এক জলাধার তৈরির জন্য বিধায়ককে অনুরোধ করা হয়েছে।”

আজ, কোচবিহারে
নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দেখতে আজ, শুক্রবার কোচবিহারে আসছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রশাসনিক সূত্রের খবর, সকালে কোচবিহারে পৌঁছে শহর লাগোয়া হরিণচওড়া ও মাথাভাঙার খলিসামারিতে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত দুটি এলাকায় জমি দেখতে যাবেন শিক্ষামন্ত্রী। সার্কিট হাউসে প্রশাসন ও শিক্ষা দফতরের কর্তাদের নিয়ে একটি বৈঠকও করার কথাও রয়েছে শিক্ষামন্ত্রীর। হরিণচওড়ায় বিশ্ববিদ্যালয়ের দাবিতে ব্যানার ঝুলিয়েছে কোচবিহার সিটিজেন ফোরাম, ঘুঘুমারি নাগরিক সমিতি সহ বিভিন্ন সংগঠন। খলিসামারিতে পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় তৈরির দাবি উঠেছে। জমি দেওয়ার কথা জানিয়েছেন শতাধিক বাসিন্দা।

দুর্ঘটনায় মৃত দুই
ট্রাকের নীচে চাপা পড়ে দুই জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার মারনাইমোড় এলাকায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃতদের নাম মহিদুর রহমান (৪২) ও খুরশেদ আলম (২০)। তাঁদের বাড়ি স্থানীয় মারনাই এলাকায়। এই দিন ওই দুই শ্রমিক ট্রাক থেকে পাথর নামানোর কাজ করছিলেন। সেইসময় আচমকাই ট্রাকটির চাকা মাটিতে বসে যাওয়ায় পাথর সমেত সেটি হুড়মুড় করে উল্টে যায়। তাতে ট্রাকটির নীচে চাপা পড়েন দুই জন। পরে তাঁদের দু’জনকে উদ্ধার করা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

নয়া নিয়ম
বালুরঘাট কলেজের কলা বিভাগে অর্নাসে ছাত্রীদের ভর্তির সুযোগ থাকলেও পাস কোর্সে সেই সুযোগ ছিল না। চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন নিয়ম কার্যকর হবে। বালুরঘাটের মহিলা কলেজের কথা মাথায় রেখে একসময় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। পতিরামে একটি এবং তপন ব্লকে দুটি কলেজ চালু হয়েছে। কলেজ রয়েছে গঙ্গারামপুরেও। এতে বালুরঘাট কলেজের কলা বিভাগে পড়ুয়ার অভাব দেখা দেয়। তাই এ সিদ্ধান্ত নেয় কলেজ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, “পরিকাঠামোর অভাব না থাকলেও ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছিল।” পরিচালন সমিতির চেয়ারপার্সন সুচেতা বিশ্বাস বলেন, “পঠনপাঠনের স্বার্থে বাধ্যবাধকতা রাখা ঠিক নয়। তাই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পক্ষপাতের নালিশ
ফরওয়ার্ড ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ১০০ দিন কাজে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল তৃণমূল। দেওয়ানগঞ্জের গ্রাম পঞ্চায়েত প্রধান আশুতোষ রায় বলেন, “রাজনীতি করার জন্য সমস্ত মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। পক্ষপাতের কোনও বিষয়ই নেই।”

২০৮ কোটির বাজেট
২০১২-১৩ বছরে ২০৮ কোটি টাকার বাজেট প্রস্তাব পাশ হল কোচবিহার জেলা পরিষদে। বৃহস্পতিবার জেলা পরিষদের বাজেট হয়। সেখানে স্কুলের নতুন ক্লাসঘর, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচগার, জলাভূমি সংস্কারের মত বিষয়েও জোর দেওয়া হয়। জেলা পরিষদের সভাধিপতি দিলীপ বিশ্বাস বলেন, “সর্বসম্মত বাজেট পাশ হয়েছে।”

ধৃত ২ পাচারকারী
কিশোরীকে পাচারের অভিযোগে দুই ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার তুফানগরে অন্দরান ফুলবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধৃতদের নাম চিত্ত রায় ও প্রদীপ বর্মন। ছয়মাস আগে ধৃতেরা একটি কিশোরীকে দিল্লিতে প্রলোভন দেখিয়ে নিয়ে যান।

শহরে ফব-র মিছিল
গ্রন্থগারে সংবাদপত্র নিয়ে রাজ্যের নির্দেশিকার বিরুদ্ধে দিনহাটায় প্রতিবাদ মিছিল করল ফরওয়ার্ড ব্লক। বৃহস্পতিবার বিকেলে শহরের হেমন্ত বসু কর্ণার থেকে ওই মিছিল বার হয়। নেতৃত্বে ছিলেন দিনহাটার বিধায়ক ফব জেলা সম্পাদক উদয়ন গুহ, পুর চেয়ারম্যান চন্দন ঘোষ।

বাইক চোর সন্দেহে ধৃত
মোটর বাইক ছিনতাই এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে ইসলামপুর থানার রামগঞ্জ থানার দাগদছে ঘটনাটি ঘটেছে। উদ্ধার হয়েছে দুটি বাইক। পুলিশ জানায়, ধৃতের নাম মহম্মদ পইমুদ্দিন। বাড়ি ওই এলাকায়। ইসলামপুরের এসডিপিও নীলকান্ত সূধীর কুমার বলেন, “ওই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।”

নালিশ
কোচবিহার রাসমেলা মাঠে থাকা ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তির একাংশ দুষ্কৃতীরা ভেঙেছে। এ নিয়ে বৃহস্পতিবার মন্ত্রী গৌতম দেবকে তা স্মারকলিপি দিয়ে জানান শিলিগুড়ির পঞ্চানন স্মারক সমিতির সদস্যরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.