বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় দুইটি আসনে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছাত্র সংসদের ২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। অন্য ১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা ৭ ভোট। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই ছাত্র সংসদ নির্বাচন করানো হচ্ছে বলে ডিএসও এবং এসএফআই ছাত্র সংগঠনের তরফে অভিযোগ তোলা হয়। তৃণমূল ছাত্র সংগঠনের চাপে পড়েই পরীক্ষার মুখে কর্তৃপক্ষ ভোট করাচ্ছেন অভিযোগ তুলে প্রতিবাদে এসএফআই কোনও প্রার্থী দেয়নি। ডিএসও’র তরফে অবশ্য প্রার্থী দেওয়া হয়েছে। এ দিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী সহায়তা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “নির্বাচন নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন। মেয়াদ ফুরনোর আগেই কেন নির্বাচন করতে হচ্ছে তা কর্তৃপক্ষ জানেন। যুক্তিসঙ্গত কারণেই তা হচ্ছে বলে মনে করি।” পরীক্ষার মুখে কেন নির্বাচন করানো হচ্ছে? এ ব্যাপারে মন্ত্রী বলেন, “কলেজ কর্তৃপক্ষ বিষয়টি ভাল জানবেন। আগে নির্বাচন করানোর সুযোগ ছিল না বলেই এখন হচ্ছে।” এসএফআই-এর তরফে অভিযোগ, তৃণমূলের সুবিধা করে দিতে জেনে বুঝেই পরীক্ষার মুখে নির্বাচন করানো হচ্ছে। এসএফআইয়ের তরফে অনুরূপ সাহা জানান, সম্প্রতি কলেজে তৃণমূলের ছাত্র সংগঠন গড়ে ওঠার পর থেকেই তারা নির্বাচন করানোর জন্য চাপ দেয়। কলেজ কর্তৃপক্ষ তার কাছে নতিস্বীকার করেছেন। মেয়াদ ফুরনোর আগে এ ভাবে নির্বাচন করা নিয়ে তারা আইনের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন। পরীক্ষার মুখে নির্বাচন করানো নিয়ে ডিএসও প্রতিবাদ জানালেও তারা ভোটে লড়ছে। সংগঠনের ছাত্র নেতা তুষার কান্তি সরকার বলেন, “কলেজ কর্তৃপক্ষ তৃণমূলের কথা মেনে ভোট করাচ্ছেন। পড়ুয়াদের তাতে সমস্যা হচ্ছে। রাজ্যে শিক্ষা ক্ষেত্রে তারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। প্রচারে আমরা তা তুলে ধরছি।” |