টুকরো খবর
লক্ষ টাকার চেক ‘বাউন্স’ , ছ’মাসের জেল প্রোমোটারের
এক লক্ষ টাকার চেক বাউন্স করায় এক প্রোমোটারকে ৬ মাসের কারাদণ্ড দিল আদালত। বৃহস্পতিবার শিলিগুড়ির অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক মধুমিতা বসু ওই রায় দেন। ওই রায়ে বিচার জানান, মামলাকারীকে ১ লক্ষ ২৫ হাজার টাকা ফিরিয়ে দিতে হবে। না-হলে ৬ মাস কারাবাস করতে হবে। টাকা দিতে না-পারায় বিচারকের নির্দেশে ওই প্রোমোটরকে জেলে পাঠানো হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই প্রোমোটারের নাম সিদ্ধার্থ বসু। তাঁর বাড়ি হাকিমপাড়ায়। তাঁর আইনজীবী ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন। ২০০৩ সালে অনুপ দাস নামে শিলিগুড়ি আদালতের এক টাইপিস্ট একটি ফ্ল্যাট বুকিং বাবদ ওই প্রোমোটারকে এক লক্ষ টাকা আগাম দেন। দর দামে না-পোষানোয় তিনি ফ্ল্যাটটি কিনবেন না বলে ঠিক করেন। তখন প্রোমোটার অনুপবাবুকে এক লক্ষ টাকার চেক দেন। ব্যাঙ্কে চেকটি ‘বাউন্স’ করে। বেশ কিছুদিন প্রোমোটারের কাছে ঘোরাঘুরির পরেও টাকা ফেরত না-পেয়ে অনুপবাবু মামলা দায়ের করেন। অনুপবাবুর আইনজীবী তপেশ ভট্টাচার্য বলেন, “মামলা করার পরেও বহু বার ওই প্রোমোটরকে টাকা ফেরত দিতে অনুরোধ করা হলেও তিনি তা গ্রাহ্য করেননি। বিচারক দোষী সাব্যস্ত হওয়া ওই প্রোমোটরকে আরও ৫ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার টাকা দিতে না-পারলে ওই ব্যক্তিকে আরও ৩ মাস জেলে থাকতে হবে।” ওই প্রোমোটরের আইনজীবী পার্থ চৌধুরী অবশ্য জানান, তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন। অনুপবাবু বলেন, “আদালতে বিচার পাব, সেই ভরসা ছিল। না-হলে আমাদের মতো গরিব মানুষ কোথায় যাবেন? আদালতের রায়ে আমি খুশি।”

বিক্ষোভে মহিলারা
মহিলা কাউন্সিলর এবং আইপিপি-৮ প্রকল্পের স্বাস্থ্যকর্মীদের কটূক্তি করেছেন ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা, এই অভিযোগে পুরসভায় বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। বিক্ষোভে ডেপুটি মেয়রের পদত্যাগও দাবি করেও স্লোগান দেন। মেয়রকে স্মারকলিপিও দেওয়ার সময়ে অবশ্য ‘আপত্তিকর’ মন্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়। মেয়র গঙ্গোত্রী দত্ত জানান, ডেপুটি মেয়র বোর্ডের সাধারণ সভায় যে মন্তব্য করেছেন তা নিয়ে তিনি কিছু বলতে পারেন না। ডেপুটি মেয়রও কোনও মন্তব্য করতে চাননি। অভিযোগ, ৩০ মার্চের বাজেট মিটিংয়ে ডেপুটি মেয়র আইপিপি-৮ প্রকল্পের স্বাস্থ্যকর্মীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। মহিলা কাউন্সিলরদের ‘চোর’ অপবাদও দেন তিনি। গণতান্ত্রিক মহিলা সমিতি সম্পর্কেও তিনি অসম্মানজনক মন্তব্য করেন বলে অভিযোগ। দার্জিলিং জেলা সম্পাদিকা স্নিগ্ধা হাজরার বক্তব্য, “ডেপুটি মেয়র কেবল নিম্নরুচির পরিচয় দেননি, পুরসভাকে অসম্মানিত করেছেন। বোর্ড মিটিংয়ে তাঁর এমন মন্তব্য শহরের মহিলাদের আহত করেছে। মন্তব্য প্রত্যাহার না-করা পর্যন্ত আন্দোলন চলবে।” প্রসঙ্গত, ডেপুটি মেয়র পদে নির্বাচিত হওয়ার আগে রঞ্জনবাবুর বিরুদ্ধে শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের জেলা পরিদর্শকের মুখে থুতু দেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পাশাপাশি রঞ্জনবাবুকে সাসপেন্ড করে প্রাথমিক শিক্ষা সংসদ। নতুন সরকার ক্ষমতায় এলে সেই সাসপেনশন প্রত্যাহার হয়।

আরএসপি-র গোষ্ঠীকোন্দল
কোহিনূর গ্রাম পঞ্চায়েত এলাকায় আরএসপি-র গোষ্ঠী কোন্দল দেখা দিয়েছে। আরএসপি-র দুই নেতার বিরুদ্ধে উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া এবং টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন দলেরই পঞ্চায়েত প্রধান। আলিপুরদুয়ার ২ ব্লকের কোহিনূর গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। পঞ্চায়েত প্রধান নিলম মণ্ডল গত বুধবার আলিপুরদুয়ার (২) বিডিও, মহকুমা শাসক এবং শামুকতলা থানায় এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। প্রধানের অভিযোগ, “উন্নয়নমূলক কাজ করতে গেলে ওই দুই নেতা টাকা চেয়ে হুমকি দিচ্ছেন। টাকা দিতে অস্বীকার করায় ওই দুই নেতা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন।”অভিযুক্ত দুই নেতা রবীন্দ্র কুমার ঝা ও সুদামা লোহার অবশ্য তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা বলনে, “গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে সরব হতেই প্রধান মিথ্যা অভিযোগ তুলছেন। প্রধানের দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনকে আগেই আমরা অভিযোগ জানিয়েছি। তদন্ত হলেই সব স্পষ্ট হয়ে যাবে।” বিডিও সৌমেন মাইতি বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু করা হয়েছে।” শামুকতলা থানায় ওসি প্রবীন প্রধান জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। আর আরএসপি-র আলিপুরদুয়ার (২) জোনাল সম্পাদক গুরুদাস ভৌমিক বলেন, “প্রশাসন সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। দলীয় স্তরেও ঘটনার তদন্ত হচ্ছে।’’

সভা স্থগিত
সংবাদপত্র রাখার নির্দেশিকা নিয়ে বির্তকের জেরে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা গ্রন্থাগারের উপসমিতির সভা স্থগিত হয়ে গেল। গ্রন্থাগার সূত্রের খবর, এদিন জেলা গ্রন্থাগারের সাংস্কৃতিক ও ক্রয় উপ সমিতির সভা ছিল। সেই সভায় কেন গ্রন্থাগার কর্তৃপক্ষ পরিচালন সমিতির সঙ্গে আলোচনা না করেই একতরফা ভাবে বহুল প্রচারিত সংবাদপত্রগুলি গ্রন্থাগারে রাখা বন্ধ করে দিয়েছেন সে প্রশ্ন তোলেন সমিতির কয়েকজন সদস্য। বিষয়টি নিয়ে সমিতির দুই যুগ্ম সম্পাদকের মধ্যেও তুমুল বচসা হয়। তার পরে সভা স্থগিত হয়ে যায়। ১৭ এপ্রিল পরিচালন সমিতির সভা হবে। জেলা গ্রন্থাগার গ্রন্থাগারিক তথা যুগ্ম সম্পাদক দেবাশিস মিশ্র বলেন, “এ বিষয়ে কিছু বলার নেই।” আরেক যুগ্ম সম্পাদক গৌতম গুহরায় বলেন, “এদিন সাংস্কৃতিক ও ক্রয় উপ সমিতির সভা ছিল। সভার শুরুতেই গ্রন্থাগারিককে জিজ্ঞাসা করা হয়, কেন পরিচালন সমিতির সঙ্গে আলোচনা না করেই বহুল প্রচারিত সংবাদপত্রগুলি গ্রন্থাগারে রাখা বন্ধ হয়ে গিয়েছে। আমরা চাঁদা তুলে বহুল প্রচারিত সংবাদপত্রগুলি রাখব বলেও জানাই। গ্রন্থাগারিক উত্তর দিতে না পারায় সভা ছেড়ে চলে আসি।” পরিচালন সমিতির ৫ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন।

স্মারকলিপি পেশ
বর্ধমান, যাদবপুর-সহ কয়েকটি এলাকায় সাংবাদিকদের উপরে হামলার ঘটনার নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দিল শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ক্লাবের পক্ষ থেকে শিলিগুড়ির মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তবের হাতে ওই স্মারকলিপি তুলে দেওয়া হয়। জার্নালিস্ট ক্লাবের অভিযোগ, হামলার ঘটনায় কাউকে ধরা হয়নি। মহকুমাশাসক স্মারকলিপি মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানোর আশ্বাস দেন।

মন্ত্রীর বাড়িতে দল
জিটিএ-তে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের হাজি মহম্মদ মহসিন মুসলিম উন্নয়ন সমিতির দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে দেখা করতে যান সমিতির প্রতিনিধিরা। গৌতমবাবু বলেন, “সমিতির কমকর্তাদের সঙ্গে কথা হয়েছে। এর পর আর আলাদা করে জনসভায় জিটিএ সংক্রান্ত দাবির বিষয়গুলি তারা রাখছেন না বলে জানিয়েছেন।” সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক নাসির আহমেদ বলেন, “দাবি নয়, মন্ত্রীর ওই আশ্বাসই আমরা জনসভায় তুলে ধরব।”

হাসপাতালে গৌতম
মঙ্গলবার মাটিগাড়ার নিমাইজোতে খাস জমি দখল নিয়ে কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষে জখম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি দলীয় সমর্থককে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ওই সমর্থক সূর্যমোহন সিংহকে দেখেন তিনি। তাঁর স্ত্রী কল্পনা দেবীও হাসপাতালে ভর্তি রয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “আমাদের সমর্থক গুরুতর জখম। কংগ্রেসের লোকজন মারধর করেছে বলে অভিযোগ। কেউ গ্রেফতার হয়নি। তৃণমূলের কর্মী-সমর্থকেরা আক্রান্ত হচ্ছেন। রাজনৈতিক ভাবে মোকাবিলা করব।”

৩৫টি পাট্টা বিলি
আলিপুরদুয়ার ২ ব্লকের ৩৫ ভূমিহীন পরিবারের হাতে পাট্টা তুলে দেওয়া হল। বৃহস্পতিবার যশোডাঙ্গা পঞ্চায়েত সমিতির ঘরে মহকুমাশাসক অমলকান্তি রায় জানান, মহকুমার প্রতিটি ব্লকে ভুমিহীন পরিবারগুলির মধ্যে পাট্টা বিলির প্রক্রিয়া চলছে। পর্যায়ক্রমে অন্যত্রও তা বিলি হবে।

আগুনে জখম
কুপি থেকে ঘরে আগুন ছড়িয়ে জখম হলেন মা ও দুই ছেলে। বুধবার রাতে শিলিগুড়ির প্রধাননগর থানার সত্যজিৎ কলোনির ঘটনা। জখম মিনতি সাহাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে এবং ২ ছেলে পাপ্পু ও টাট্টুকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.