দু’দিনের কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে বাঁকুড়ার খাতড়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার বিকেলের ঝড়ে এলাকার বেশ কিছু গাছ, মাটির বাড়ি এবং ঘরের ছাউনি উড়ে গিয়েছে। বোরো ধানের কিছু গাছও নষ্ট হয়েছে। খাতড়ার মহকুমাশাসক দেবপ্রিয় বিশ্বাস বলেন, “ঝড়ে মহকুমার বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।” বাঁকুড়া জেলার উপকৃষি অধিকর্তা অনন্তনারায়ণ হাজরা বলেন, ‘‘সারেঙ্গা ব্লকে মুরকা ও কুসুমটিকরি এলাকায় প্রায় ১ হাজার হেক্টর বোরো ধানের গাছ নষ্ট হয়েছে। গম, ভুট্টা, সূর্যমুখী-সহ শাক-সব্জির গাছও নষ্ট হয়েছে।” এ দিকে, ঝড়-বৃষ্টির প্রভাব খুব একটা পড়েনি পুরুলিয়া জেলায়। বৃহস্পতিবার বিকেলে ঝড় শুরু হয়। রঘুনাথপুর মহকুমায় ঝড় বেশ কিছুক্ষণ স্থায়ী হলেও পুরুলিয়ার সদর-সহ মানবাজার এলাকায় ঝড়ের তুলনায় বৃষ্টি বেশি হয়েছে। বিক্ষিপ্তভাবে গাছ পড়া ছাড়া ঝড়ে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। গরমের হাত থেকে মানুষকে অনেকটাই স্বস্তি দিয়েছে এই বৃষ্টি।
|
নিজস্ব সংবাদদাতা • সাঁতুড়ি |
এক নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করে তিন মাস রেখেছিল এক যুবক। এই অভিযোগে পুলিশ বুধবার রাতে পুরুলিয়ার জয়পুর থানার ছটকা গ্রাম থেকে এক যুবককে গ্রেফতার করেছে। সেখান থেকে ওই নাবালিকাকেও উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আশিষ মণ্ডল। ছটকা গ্রামেই তার বাড়ি। বৃহস্পতিবার তাকে রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জানুয়ারি স্কুল থেকে নিখোঁজ হয়েছিল সাঁতুড়ি থানার তিয়াসি গ্রামের বাসিন্দা ওই স্কুলছাত্রী। সে স্থানীয় মাড়বেদিয়া হাইস্কুলের নবম শ্রেণিতে পড়ে। পরে আশিষের নামে সাঁতুড়ি থানায় মেয়েকে অপহরণের অভিযোগ জানিয়েছিল তার বাবা। এ দিন আদালত থেকে তিনি মেয়েকে বাড়ি ফেরত নিয়ে যান।
|
ট্রেনে কাটা পড়ে ছাত্রের মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রের। মৃতের নাম রাহুল মণ্ডল(২২)। বাড়ি ঝালদা থানার বেগুনকোদর গ্রামে। তিনি বিষ্ণুপুর রামানন্দ কলেজের রসায়নের ছাত্র। হস্টেলে থেকে পড়োশোনা করতেন। স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকাল থেকেই হস্টেল থেকে বেরিয়েছিলেন রাহুল। হস্টেল সুুপার সরোজ বল্লভ বলেন, “১০টা পর্যন্ত না ফেরায় খোঁজ করতে গিয়ে জানতে পারি বিষ্ণুপুর থানার তেজপাল গ্রামের কাছে তার দেহটি পড়ে আছে। বাঁকুড়া ছেড়ে বিষ্ণুপুরে ঢোকার আগে পুরুলিয়া এক্সপ্রেসের চালক দেহটি প্রথম দেখেন। তার রুমমেটের কাছে জানতে পারি, একটি চিরকুটে তার বাবার উদ্দেশ্যে লিখে গিয়েছে গতকালের পরীক্ষা তার ভাল হয়নি।” প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ওই ছাত্র আত্মঘাতী হয়েছেন। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রের। মৃতের নাম রাহুল মণ্ডল(২২)। বাড়ি ঝালদা থানার বেগুনকোদর গ্রামে। তিনি বিষ্ণুপুর রামানন্দ কলেজের রসায়নের ছাত্র। হস্টেলে থেকে পড়োশোনা করতেন। বৃহস্পতিবার সকাল থেকেই হস্টেল থেকে বেরিয়েছিলেন রাহুল। হস্টেল সুপার সরোজ বল্লভ বলেন, “১০টা পর্যন্ত না ফেরায় খোঁজ করতে গিয়ে জানতে পারি বিষ্ণুপুর থানার তেজপাল গ্রামের কাছে তার দেহটি পড়ে আছে। তার রুমমেটের কাছে জানতে পারি, একটি চিরকুটে তার বাবার উদ্দেশ্যে লিখে গিয়েছে গতকালের পরীক্ষা তার ভাল হয়নি।” প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ওই ছাত্র আত্মঘাতী হয়েছেন।
|
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
স্ত্রীকে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামীর। বৃহস্পতিবার বাঁকুড়া আদালতের জেলা বিচারক অনুপ চৌধুরী এই রায় দিয়েছেন। আসামির নাম সেখ মনিজুর রহমান। খাতড়ার মুসলিমপাড়ায় তাঁর বাড়ি। বিচারক একই সঙ্গে ৫০০০ টাকা জরিমানা ধার্য করেন। অনাদায়ে আরও এক বছর কারাবাসের নির্দেশ দেন। সরকার পক্ষের আইনজীবী রথীন কুমার দে বলেন, “২০০৭ সালের ১ মে মনিজুর তাঁর স্ত্রী সাবিনা বিবিরে (২২) গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে পরে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১২ মে সাবিনার বাবা ইসমাইল খান মনিজুরের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন। এরপরেই পুলিশ তাকে গ্রেফতার করে।
|
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
এলাকার বাসিন্দাদের মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুরুলিয়া মফস্সল থানার চাকিরবন গ্রামের ঘটনা। ইতিমধ্যেই এক মহিলা সহ দু’জনকে ওই যুবক মারধর করেছে বলে অভিযোগ। তাঁদের পরিবারের পক্ষ থেকে ঘটনার কথা জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে জানা গিয়েছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তবে অভিযোগের তদন্ত চলছে।.ওই যুবকের বাবাও বলেন, “কয়েকদিন ধরে আমার ছেলে মানসিক ভারসাম্যহীনের মত আচরন করছে। ওকে নিয়ে আমরা দুঃশ্চিন্তায় রয়েছি।” |