শতবর্ষ উদ্যাপনের দোরগোড়ায় দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের হাঁসুড়ি হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)। বাংলা নববর্ষের প্রথম দিন তথা আগামী ১৫ এপ্রিল থেকে এই অনুষ্ঠান শুরু হবে। চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। শতবর্ষ উপলক্ষে প্রাক্তন ছাত্রদেরও আমন্ত্রণ জানানো হয়ছে।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে বিপ্লব দাস (১২) নামে এক ছাত্রের। বাড়ি বার্নপুর-বেলেমাঠ পাড়ায়। কৃষ্ণগঞ্জের মাটিয়ারি হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সে। বুধবার সন্ধ্যায় বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। বিপ্লবের কাকা বাসুদেব দাস বলেন, “এ দিন বাড়িতে কেউ ছিল না। সেই সময়েই ওই অঘটন হয়। তবে ও কেন এমন করল তা আমাদের কাছে স্পষ্ট নয়।”
|
বিকেলে টিটাগড় কাগজকলের পরিত্যক্ত গুদামে আগুন লাগে। পুলিশ জানায়, খালি প্যাকিং বাক্সে আগুন লেগে গিয়েছিল। দমকলের পাঁচটি ইঞ্জিন তিন ঘণ্টায় আগুন আয়ত্তে আনে।
|
সকালে বাসন্তী হাইওয়ে সংলগ্ন খালপাড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০)-র মৃতদেহ পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। |