|
|
|
|
বদলি করায় অফিসে হামলা, নালিশ এডিএমের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জেলা পঞ্চায়েত দফতর এক বামপন্থী কর্মীকে বদলি করেছিল। তার প্রতিবাদে সঙ্গীদের নিয়ে সেই কর্মী হামলা করলেন অতিরিক্ত জেলাশাসকের দফতরে। বৃহস্পতিবার বিকেলে ওই ঘটনার পরে জেলা পরিষদের কয়েক জন কর্মীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক। সম্প্রতি বদলির নির্দেশও জারি করেছিলেন তিনিই।
জেলা পরিষদ ও পুলিশি সূত্রের খবর, তন্ময় বিশ্বাস নামে জেলা পঞ্চায়েত দফতরের এক কর্মীকে বদলি করার জন্য অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সঞ্জয় বসু কয়েক দিন আগেই নির্দেশ দিয়েছিলেন। ওই কর্মী কো-অর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক। অতিরিক্ত জেলাশাসকের নির্দেশের ভিত্তিতে আলিপুরের জেলা পঞ্চায়েত দফতর থেকে তাঁকে বদলি করা হয় মগরাহাট-২ নম্বর ব্লকে।
বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলাশাসক আলিপুরে নিজের অফিসঘরে বৈঠক করছিলেন। সেই সময়েই তন্ময়বাবু সদলবল হাজির হন। অভিযোগ, অতিরিক্ত জেলাশাসককে কটূক্তি করেন তন্ময়বাবু।
অফিসঘরের চেয়ার-টেবিলও উল্টে দেন। তার পরেই তন্ময়বাবু-সহ ন’জনের বিরুদ্ধে আলিপুর থানায় অভিযোগ করা হয়।
তবে সরকারি কাজে বাধা দেওয়া বা কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন তন্ময়বাবু। তিনি বলেন, “আমরা কোনও ঝামেলা করিনি। অতিরিক্ত জেলাশাসকের কাছে ওই বদলির বিষয়টি জানতে গিয়েছিলাম মাত্র।” তন্ময়বাবুর পাল্টা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলাশাসক সঞ্জয়বাবু অবশ্য বলেন, “নিয়মবিধি মেনেই ওই কর্মীকে বদলি করা হয়েছে। উনি বৈঠক চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এটা আইনবিরুদ্ধ কাজ।” |
|
|
|
|
|