|
|
|
|
বেহাল সেতু নিয়ে নাকাল গ্রামবাসীরা |
নিজস্ব সংবাদদাতা • পাথরপ্রতিমা |
পাথরপ্রতিমার কিশোরীনগর ও বরদাপুরের মাঝে প্রতিমা খালের উপর প্রায় ১০০ ফুট লম্বা কাঠের সেতুটির বেশির ভাগ অংশই ভাঙা। পাটাতন ভেঙে সেতুটির বেশ কিছু জায়গায় বড় ফাঁক হয়ে গিয়েছে। সেতুতে উঠলেই তা টলমল করে। মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা। অথচ, দীর্ঘদিন ধরে ওই সেতু দিয়েই পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের। তাঁদের অভিযোগ, বহু আবেদনের পর প্রশাসনের কর্তারা শুধু সেতু পরিদর্শন করে গিয়েছেন সম্প্রতি। কিন্তু মেরামতি হচ্ছে না। |
|
--নিজস্ব চিত্র। |
ওই সেতু দিয়ে প্রতিদিন কিশোরীপুর, দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর, ভাগবতপুর, পশ্চিম দ্বারকাপুর-সহ ৬-৭টি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। সেতু পেরিয়ে কয়েকশো ছেলেমেয়ে স্কুলে যাতায়াত করে। স্থানীয় বাসিন্দারা জানান, লোহার বিমের উপর কাঠের পাটাতন দিয়ে দীর্ঘদিন আগে খালের উপর তৈরি হয়েছিল সেতুটি। কিন্তু তারপর থেকে আর সেটির সংস্কার হয়নি। কাঠের পাটাতন ভেঙে গিয়েছে। লোহার বিমের অবস্থাও খারাপ। সব মিলিয়ে সেতুটির অবস্থা বিপজ্জনক। তার উপর সেতুতে কোনও আলো নেই। সন্ধ্যায় কেউ যাতায়াত করতে সাহস করেন না। অনেকে অবশ্য ঘুরপথে যাতায়াত করছেন। তাতে তাঁদের সময় বেশি লাগছে। পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রজনীকান্ত বেরা বলেন, “সেতুটির অবস্থা বিপজ্জনক। কিন্তু সেটি সংস্কার করা বা নতুন করে তৈরির মতো টাকা আমাদের হাতে নেই। তাই জেলা প্রশাসনকে এ বিষয়ে বলা হয়েছে।” পাথরপ্রতিমার বিডিও অচিন্ত্য হাজরা বলেন, “সেতুটির অবস্থা দেখতে এলাকায় কর্মীদের পাঠানো হয়েছিল। তাঁরা রিপোর্ট জমা দিলে সংস্কারের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।” |
|
|
|
|
|