টুকরো খবর
সেতুর কাজ থমকেই, রামনগরে ব্যর্থ বৈঠক
জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার জেরে সাময়িক ভাবে থমকে গিয়েছে রামনগর সেতু তৈরির কাজ। জমি-জট কাটাতে মঙ্গলবার ব্লক প্রশাসন অফিসে আয়োজিত বৈঠকও ব্যর্থ হয়েছে। এই প্রেক্ষিতে বুধবার নির্মীয়মাণ সেতু পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি।রামনগর-১ ব্লক উন্নয়ন আধিকারিক রানা বিশ্বাস জানান, তৎপরতার সঙ্গে রামনগর সেতু তৈরির কাজ শুরু হলেও জমি-জটে মাঝপথে আটকে গিয়েছে। জায়গা ছাড়তে নারাজ স্থানীয় ৬-৭ জন দোকানদার মামলা দায়ের করায় হাইকোর্ট সেতু তৈরির কাজে স্থগিতাদেশ জারি করেছে। অচলাবস্থা কাটাতে মঙ্গলবার বিডিও অফিসে মামলাকারীদের নিয়ে বৈঠক করে প্রশাসন। কাঁথির মহকুমাশাসক সুমিত গুপ্তের সভাপতিত্বে আয়োজিত ওই বৈঠকে বিডিও রানা বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস, বিধায়ক অখিল গিরি, পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই সার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশাসনের তরফে সেতু তৈরির গুরুত্ব বোঝানোর পাশাপাশি পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে মামলা প্রত্যাহারের আবেদন জানানো হয়। জায়গা ছাড়তে অনিচ্ছুক দোকানদারেরা অবশ্য মামলা প্রত্যাহারের বদলে হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করবেন বলে জানিয়ে দিয়েছেন। ফলে রামনগর সেতু তৈরির কাজ কবে শুরু হবে, তা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে।

সাইকেল উপহার
কাজের সুবিধার জন্য সাইকেল উপহার পেতে চলেছেন কাঁথি দেশপ্রাণ ব্লকের আশা-প্রকল্পের কর্মীরা। পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে ব্লকে কর্মরত ১৩০ জন আশাকর্মীকেই সাইকেল দেওয়া হচ্ছে বলে সমিতির সভাপতি তরুণ জানা জানিয়েছেন। জেলার ২৫টি পঞ্চায়েত সমিতির মধ্যে দেশপ্রাণেই প্রথম আশাকর্মীদের সাইকেল দেওয়া হচ্ছে জানিয়ে তরুণবাবু বলেন, “আশাকর্মীদের স্থায়ী কোনও বেতন নেই। সামান্য ভাতা পান শুধু। তাই কাজের সুবিধার্থে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেই তাঁদের উপহারস্বরূপ সাইকেল দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।” এ দিকে, দেশপ্রাণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগী ও তাঁদের পরিজনেদের জন্য প্রতীক্ষালয় তৈরির উদ্দেশ্যে উত্তর কাঁথি কেন্দ্রের বিধায়ক বনশ্রী মাইতি এলাকা উন্নয়ন তহবিল থেকে ৫ লক্ষ টাকা দিয়েছেন।

মন্দিরে চুরি
প্রতিমার অলঙ্কার চুরি গেল ঘাটালের কামারডাঙা সংলগ্ন আনন্দপুর গ্রামের একটি কালী মন্দির থেকে। বুধবার রাতে দুষ্কৃতীরা মন্দিরের কাঠের দরজা ভেঙে ঢুকে প্রতিমার সোনার হার, রুপোর মুকুট-সহ বেশ কিছু গয়না নিয়ে পালায়। বৃহস্পতিবার সকালে মন্দিরের দরজা ভাঙা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। বুধবার রাতেই দাসপুরের বেলতলায় একটি সোনা-রুপোর দোকানে চুরির ঘটনা ঘটেছে। বেশ কয়েক ভরি রুপোর গয়না চুরি গিয়েছে বলে অভিযোগ।

বিষক্রিয়ায় মৃত্যু
বিষক্রিয়ায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃত অভিমন্যু দাস (৭০) হলদিয়ার দুর্গাচকের রামনগরের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে বাড়ির পুকুরের মাছ-বিলিকে কেন্দ্র করে অভিমন্যুবাবুর সঙ্গে তর্কাতর্কি হয় পরিবারের লোকেদের। পরে ঘরের ভিতর সংজ্ঞাহীন অবস্থায় অভিমন্যুবাবুকে পড়ে থাকতে দেখে আত্মীয়-পরিজনেরা হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশের অনুমান, অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারেন ওই প্রৌঢ়।

বারোয়ারি উৎসব
সম্প্রতি (১-৪ এপ্রিল) জামবনি ব্লকের বড়শোল গ্রামে চার দিন ধরে হল শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নামযজ্ঞ ও বারোয়ারি উৎসব। ৪৩তম বর্ষের উৎসবে নাম-সঙ্কীর্তন, পালাকীর্তন ও ভোগকীর্তন পরিবেশিত হয়। উদ্যোক্তা স্থানীয় ‘বড়শোল বারোয়ারি উৎসব কমিটি’র সম্পাদক সুশান্ত মাহাতো জানান, ১৯৬৯ সালে সম্প্রীতির লক্ষ্যে গ্রামেরই প্রয়াত ভাদুড়ি মাহাতো এই উৎসবের সূচনা করেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.