|
|
|
|
সংঘর্ষে পুকুর সংস্কারের কাজ বন্ধ ঘাটালে |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
সিপিএম-তৃণমূল সংঘর্ষের জেরে বন্ধ হয়ে গেল একশো দিনের প্রকল্পে পুকুর সংস্কারের কাজ। মঙ্গলবার থেকে ঘাটাল ব্লকের সুলতানপুর পঞ্চায়েতের নারায়ণচক গ্রামে ওই পুকুর সংস্কারের কাজ শুরু হয়েছিল। কাজ করছিলেন এলাকার প্রায় শ’দুয়েক শ্রমিক। বুধবার দু’পক্ষের মধ্যে গোলমাল শুরু হয়। পরে হাতাহাতিও হয়। জখম হন দু’পক্ষের ৫ জন। বুধবার রাতে দু’পক্ষই ঘাটাল থানায় অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার ঘাটাল থানার পুলিশ ১৬ জনকে গ্রেফতারও করেছে। তবে উত্তেজনা থাকায় প্রশাসন পুকুর সংস্কারের কাজ বন্ধ করে দিয়েছে। ঘাটালের বিডিও দেবব্রত রায় বলেন, “কাজের পরিবেশ না থাকায় আপাতত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের কাজ শুরু করা হবে।” অশান্তির সূত্রপাত মঙ্গলবার বিকেলে। অভিযোগ, নারায়ণচক গ্রামে ওই প্রকল্পের কাজ শুরুর পরই এক তৃণমূল সমর্থক দলীয় প্রতীক চিহ্ন আঁকা একটি ছাতা পুকুর পাড়ে পুঁতে দেন। ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষ ও কিছু শ্রমিক পুকুর সংস্কারের কাজ দেখভালের দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ছাতাটি সরিয়ে দিতে অনুরোধ করেন। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই অনুরোধ যথাস্থানে পৌঁছলে বেজায় চটে যান এলাকার তৃণমূল সমর্থকরা। বাধে বচসা। বুধবার কাজ শুরু হতেই সিপিএম ও তৃণমূল দু’পক্ষই লোক জড়ো করে। প্রথমে তর্কাতর্কি পরে হাতাহাতিও হয়। খবর পেয়ে পুলিশ-প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান। অভিযোগ, তৃণমূল সমর্থকরা তাঁদের আটকে রাখে। শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িক ভাবে নিয়ন্ত্রণে আসে। কিন্তু পুলিশ চলে আসতেই ফের অশান্তি বাধে। দু’পক্ষের ৫ জন অল্প-বিস্তর জখম হয়। খবর পেয়ে বিডিও কাজ বন্ধের নির্দেশ দেন। এর পর তৃণমূল সমর্থকরা সিপিএম পরিচালিত সুলতানপুর পঞ্চায়েতে বিক্ষোভ দেখায়। দলীয় চিহ্ন আঁকা ছাতা পুকুর পাড়ে পোঁতার অভিযোগ স্বীকার করেছেন তৃণমূল নেতা দিলীপ মাঝি। তবে তাঁর পাল্টা অভিযোগ, “পুকুর সংস্কারের নাম করে সিপিএম টাকা নয়ছয়ের চেষ্টা করছিল। আমাদের কর্মীরা বাধা দিলে সিপিএমের লোকজন মারধর শুরু করে।” সিপিএমের ঘাটাল জোনাল কমিটির সম্পাদক অশোক সাঁতরা বলেন, “সবে মাত্র কাজ শুরু হয়েছিল। কোনও শ্রমিক তো টাকাই পায়নি। তাহলে টাকা নয়ছয়ের প্রশ্ন আসছে কোত্থেকে?’’ অশোকবাবুর দাবি, “সরকারি কাজে তৃণমূলের ছাতা ব্যবহার করায় এলাকার মানুষ প্রতিবাদ করেন। তার জেরে আমাদের লোকজনকে তৃণমূল সমর্থকেরা মারধর করে।” |
|
|
|
|
|