|
|
|
|
হলদিয়া ও পাঁশকুড়ায় পুরভোট সম্ভবত ২৭ মে |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া ও তমলুক |
পালাবদলের বিধানসভা নির্বাচনের এক বছরের মাথায় ফের ভোটের বাজনা পূর্ব মেদিনীপুরে। হলদিয়া ও পাঁশকুড়া পুরসভায় ভোটগ্রহণের জন্য আগামী ২৭ মে (রবিবার) সম্ভাব্য দিন নির্দিষ্ট হয়েছে। চলতি মাসেই অবশ্য শুরু হয়ে যাচ্ছে নির্বাচন-প্রক্রিয়া। মনোনয়ন-পর্ব শুরু হচ্ছে আগামী ২৫ অথবা ২৭ এপ্রিল। সম্ভাব্য এই দু’দিনের মধ্যে যে কোনও একটি তারিখে বিজ্ঞপ্তি জারি হবে। সে দিন থেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা করা যাবে। চলবে ২ মে পর্যন্ত। ৩ মে মনোনয়নপত্র পরীক্ষা এবং ৫ মে প্রত্যাহার। ২৭ মে ভোটগ্রহণ হলে চলবে সকাল ৭টা থেকে বিকেল ৩টে অবধি। ৪ জুনের মধ্যে গণনা ও ফলপ্রকাশ হয়ে যাওয়ার কথা। রাজ্য নির্বাচন দফতরের নির্দেশিকা-মতো হলদিয়া ও তমলুক মহকুমা প্রশাসনের তরফে বৃহস্পতিবার এই ‘সম্ভাব্য নির্ঘণ্ট’ই জানানো হয়েছে। দু’একদিনের মধ্যেই নির্ঘণ্ট চূড়ান্ত হবে বলেও জানানো হয়েছে।
২০০৭ সালের পরে এ বারও ২০০১-এর জনগণনা অনুযায়ীই নির্বাচন হবে হলদিয়া পুরসভার ২৬টি ওয়ার্ডে। বর্তমানে ওই ২৬টি ওয়ার্ডের মধ্যে সিপিএমের দখলে রয়েছে ১৭টি এবং সিপিআইয়ের দখলে ২টি। বিরোধী তৃণমূল-শিবিরের দখলে ৭টি। পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদ, অধিকাংশ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত এবং পাঁচটির মধ্যে চারটি পুরসভাই (তমলুক, কাঁথি, পাঁশকুড়া ও এগরা) হয় তৃণমূল না-হলে কংগ্রেস-তৃণমূল জোটের দখলে। একমাত্র হলদিয়া পুরসভাই বামেদের হাতে। গত বছর বিধানসভা ভোটে জেলার ১৬টি আসনেই জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থীরা। সে-দিক থেকে জেলায় তাদের শেষ-দুর্গ হলদিয়া রক্ষার লড়াই বামেদের। লক্ষ্মণ শেঠ জেলে যাওয়ার পরে হলদিয়ার লড়াই আরওই তুল্যমূল্য বামেদের কাছে। আবার তৃণমূল শিবিরের লক্ষ্য, প্রথমবার হলদিয়া-দখল। তৃণমূলের নিজেদের আবার কঠিন লড়াই পাঁশকুড়ায়। সেখানে এখন ১৭টি আসনের মধ্যে ১০টিই তৃণমূল ও কংগ্রেস জোটের দখলে। ৭টি আসন বামেদের। কিন্তু পুর-পরিষেবা নিয়ে পাঁশকুড়াবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে। ‘শাসক’ তৃণমূলকে প্রতিষ্ঠান-বিরোধিতারও মুখোমুখি হতে হচ্ছে। বুধবারই ওয়ার্ড-ভিত্তিক সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছিল দুই পুরসভায়। হলদিয়ায় ১, ৪, ৯, ১২, ১৫, ১৯ ও ২৩ নম্বর ওয়ার্ড সাধারণ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়েছে। ৫ ও ২২ নম্বর ওয়ার্ড তফসিলি মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। ৭, ১৮ ও ২৬ নম্বর ওয়ার্ড তফসিলিভুক্তদের জন্য সংরক্ষিত। পাঁশকুড়ায় ২, ৩, ৬, ১০, ১৩ ও ১৬ নম্বর ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত। ৭ নম্বর ওয়ার্ড তফসিলিদের জন্য সংরক্ষিত। |
|
|
|
|
|