হলদিয়া ও পাঁশকুড়ায় পুরভোট সম্ভবত ২৭ মে
পালাবদলের বিধানসভা নির্বাচনের এক বছরের মাথায় ফের ভোটের বাজনা পূর্ব মেদিনীপুরে। হলদিয়া ও পাঁশকুড়া পুরসভায় ভোটগ্রহণের জন্য আগামী ২৭ মে (রবিবার) সম্ভাব্য দিন নির্দিষ্ট হয়েছে। চলতি মাসেই অবশ্য শুরু হয়ে যাচ্ছে নির্বাচন-প্রক্রিয়া। মনোনয়ন-পর্ব শুরু হচ্ছে আগামী ২৫ অথবা ২৭ এপ্রিল। সম্ভাব্য এই দু’দিনের মধ্যে যে কোনও একটি তারিখে বিজ্ঞপ্তি জারি হবে। সে দিন থেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা করা যাবে। চলবে ২ মে পর্যন্ত। ৩ মে মনোনয়নপত্র পরীক্ষা এবং ৫ মে প্রত্যাহার। ২৭ মে ভোটগ্রহণ হলে চলবে সকাল ৭টা থেকে বিকেল ৩টে অবধি। ৪ জুনের মধ্যে গণনা ও ফলপ্রকাশ হয়ে যাওয়ার কথা। রাজ্য নির্বাচন দফতরের নির্দেশিকা-মতো হলদিয়া ও তমলুক মহকুমা প্রশাসনের তরফে বৃহস্পতিবার এই ‘সম্ভাব্য নির্ঘণ্ট’ই জানানো হয়েছে। দু’একদিনের মধ্যেই নির্ঘণ্ট চূড়ান্ত হবে বলেও জানানো হয়েছে।
২০০৭ সালের পরে এ বারও ২০০১-এর জনগণনা অনুযায়ীই নির্বাচন হবে হলদিয়া পুরসভার ২৬টি ওয়ার্ডে। বর্তমানে ওই ২৬টি ওয়ার্ডের মধ্যে সিপিএমের দখলে রয়েছে ১৭টি এবং সিপিআইয়ের দখলে ২টি। বিরোধী তৃণমূল-শিবিরের দখলে ৭টি। পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদ, অধিকাংশ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত এবং পাঁচটির মধ্যে চারটি পুরসভাই (তমলুক, কাঁথি, পাঁশকুড়া ও এগরা) হয় তৃণমূল না-হলে কংগ্রেস-তৃণমূল জোটের দখলে। একমাত্র হলদিয়া পুরসভাই বামেদের হাতে। গত বছর বিধানসভা ভোটে জেলার ১৬টি আসনেই জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থীরা। সে-দিক থেকে জেলায় তাদের শেষ-দুর্গ হলদিয়া রক্ষার লড়াই বামেদের। লক্ষ্মণ শেঠ জেলে যাওয়ার পরে হলদিয়ার লড়াই আরওই তুল্যমূল্য বামেদের কাছে। আবার তৃণমূল শিবিরের লক্ষ্য, প্রথমবার হলদিয়া-দখল। তৃণমূলের নিজেদের আবার কঠিন লড়াই পাঁশকুড়ায়। সেখানে এখন ১৭টি আসনের মধ্যে ১০টিই তৃণমূল ও কংগ্রেস জোটের দখলে। ৭টি আসন বামেদের। কিন্তু পুর-পরিষেবা নিয়ে পাঁশকুড়াবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে। ‘শাসক’ তৃণমূলকে প্রতিষ্ঠান-বিরোধিতারও মুখোমুখি হতে হচ্ছে। বুধবারই ওয়ার্ড-ভিত্তিক সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছিল দুই পুরসভায়। হলদিয়ায় ১, ৪, ৯, ১২, ১৫, ১৯ ও ২৩ নম্বর ওয়ার্ড সাধারণ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়েছে। ৫ ও ২২ নম্বর ওয়ার্ড তফসিলি মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। ৭, ১৮ ও ২৬ নম্বর ওয়ার্ড তফসিলিভুক্তদের জন্য সংরক্ষিত। পাঁশকুড়ায় ২, ৩, ৬, ১০, ১৩ ও ১৬ নম্বর ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত। ৭ নম্বর ওয়ার্ড তফসিলিদের জন্য সংরক্ষিত।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.