আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর আর ব্যাট হাতে দেখা যায়নি তাঁকে। বেশ কিছু দিন পর আবার আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের মহড়া নিতে নামছেন শুক্রবার। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে। কিন্তু তাতে কী? রাহুল দ্রাবিড়ের আলাদা কোনও অনুভূতি হচ্ছে না। বরং চাইছেন, আরও বেশি করে আইপিএল ফাইভে নিজেকে ডুবিয়ে দিতে।
শেন ওয়ার্নের জায়গায় এ বারই প্রথম রাজস্থানকে নেতৃত্ব দেবেন তিনি। আর দ্রাবিড় বলছেন, “গত চার বছর ধরে আমি এই ফর্ম্যাটে খেলে চলেছি। তাই আলাদা করে কোনও কিছু মনে হচ্ছে না। নতুন কোনও চ্যালেঞ্জ সামনে আছে, এমনও মনে হচ্ছে না। শুধু মন দিয়ে আইপিএলটা খেলতে চাইছি।” তবে দ্রাবিড় এটা স্বীকার করছেন যে, এ বার তাঁর দায়-দায়িত্ব আরও বেশি। বলছেন, “শেন ওয়ার্নের থেকে কোচ, অধিনায়ক আর মেন্টরের দায়িত্ব নিয়েছি আমি। স্বাভাবিক ভাবেই দায়িত্বটাও তাই আরও বেড়েছে। প্রত্যাশাও বাড়বে।” পাশাপাশি দ্রাবিড় আরও জানিয়েছেন, নিজের আন্তর্জাতিক ক্রিকেটের বিশাল অভিজ্ঞতা তিনি ভাগ-বাটোঁয়ারা করে দিতে চান জুনিয়রদের মধ্যে। বলছেন, “অশোক মেনেরিয়াকে গত সাত দিন শিবিরে দেখছি। ও নিজের কেরিয়ারের খুব গুরুত্বপূর্ণ অধ্যায়ে আছে। আমি খুশি হব, যদি আমার অভিজ্ঞতা মেনেরিয়ার মতো জুনিয়রদের কাজে আসে।” |