অবশেষে আমাদের মাঠে নামার সময় এসে গিয়েছে। আর আমরা সে জন্য তৈরি।
আইপিএল শুরুর আগে পুণে ওয়ারিয়র্স নিয়ে অনেক কথা হয়েছে। তবে অন্য কারণে। আমরা অতীতটা পিছনে ফেলে এসেছি। এটা ঠিক, আমরা এ বারের নিলামটায় ছিলাম না। কিন্তু সে সব কথা আর তুলতে চাই না। আমাদের দলে বেশ কয়েক জন ভাল প্লেয়ার আছে, যারা মাঠে নেমে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে। আর নিজের সম্পর্কে বলব, লম্বা ঘরোয়া ক্রিকেটের পর এ বার আইপিএলে ফিরতে পেরে ভাল লাগছে। আশা করব, মাঠে সময়টা ভাল কাটবে।
শুক্রবার আমাদের প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। ওদের ঘরের মাঠে। ভাল একটা দলের বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করাটা সব সময় লাভজনক। তা হলে নিজেদের শক্তি-দুর্বলতাটা প্রথমেই যাচাই করে নেওয়া যায়। মুম্বই দলটার ভারসাম্য খুব ভাল। তবে ওদের আসল শক্তি বোলিংয়ে। ওদের বোলিং সব রকম পিচের জন্যই মানানসই। আবু নেচিমকে নতুন বল হাতে শুরু করতে দেখে ভাল লাগল। ছেলেটা ভাল করেছে। তা ছাড়া আরপি সিংহ আর মুনাফ পটেলের জায়গায় এক জন তরুণ পেসারের সুযোগ পাওয়াটাও বেশ ভাল ব্যাপার। এতেই বোঝা যায়, টিম ম্যানেজমেন্ট কতটা আস্থা রাখছে ছেলেটার উপর।
আমাদের সামনে একটা সুযোগ থাকবে নিজেরা কতটা ভাল, তা বুঝে নেওয়ার। টুর্নামেন্টের শুরুতে অনেক টিমই চাইবে দল গুছিয়ে নিতে। আমরাও চাই। |