লাতেহারে জঙ্গি-পুলিশ গুলির লড়াই, হত ১০ |
ঝাড়খণ্ডে মাওবাদীদের ‘আঁতুড়ঘর’ লাতেহারের করমডিহির জঙ্গলে আজ সকাল থেকে জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর তুমুল লড়াই হয়েছে। গুলিবিদ্ধ কোনও দেহ এখনও উদ্ধার না হলেও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে পুলিশের অনুমান, কমপক্ষে দশ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। যৌথ বাহিনীর গুলিতে জখম হওয়া জঙ্গিদের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে পুলিশ সূত্রে খবর। জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন যৌথবাহিনীর দুই জওয়ান। মাওবাদীদের বিরুদ্ধে যৌথবাহিনীর এই অভিযানকে সফল বলেই দাবি করছেন ঝাড়খণ্ডের পুলিশ কর্তারা। |
রাজ্য পুলিশের মুখপাত্র আইজি রাজকুমার মল্লিক জানিয়েছেন, করমডিহির জঙ্গলে আজ সকাল ১০টা থেকে জঙ্গিদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ শুরু হয়। গুলির লড়াই চলে দুপুর দু’টো পর্যন্ত। তিনি বলেন, “যৌথবাহিনীর গুলিতে বেশ কয়েক জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। তবে কোনও মৃতদেহ উদ্ধার না-হওয়ায় সরকারি ভাবে মৃতের সংখ্যা জানানো যাচ্ছে না।” লাতেহার জেলার পুলিশ সুপার জি ক্রান্তিকুমার বলেছেন, “জঙ্গিদের মৃতদেহ উদ্ধার হয়নি ঠিকই। তবে বেশ কয়েকটি মৃতদেহ নিয়ে গভীর জঙ্গলে জঙ্গিদের চলে যেতে দেখা গিয়েছে।” জঙ্গিদের গুলিতে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর এক জন এবং সিআরপির এক জওয়ান জখম হয়েছেন।
লাতেহারের ওই এলাকা ছত্তীসগঢ়ের সীমানা লাগোয়া। পুলিশ জানিয়েছে, করমডিহির ঘন জঙ্গলটিকে দীর্ঘদিন ধরে ছত্তীসগঢ়ের সঙ্গে যোগাযোগের নিরাপদ রাস্তা হিসেবে ব্যবহার করছে মাওবাদীরা। এ দিনও সেই পথেই তারা গা-ঢাকা দিয়েছে বলে অনুমান পুলিশের। |