সংবাদপত্রে ‘ফতোয়া’ জারির প্রতিবাদে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রাজ্যের অন্যান্য জায়গার মতো রামপুরহাটেও সংবাদপত্র সংক্রান্ত ‘বিতর্কিত’ নির্দেশিকার বিরুদ্ধে জেলা নেতৃত্বের নির্দেশে আন্দোলনে নামল কংগ্রেস। স্থানীয় কংগ্রেসকর্মীরা বৃহস্পতিবার দুপুরে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে শহরের পাঁচমাথা মোড় থেকে মুখে কালো কাপড় বেঁধে মৌনী মিছিল করলেন। এর পরেই তাঁরা জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় মহকুমা গ্রন্থাগারের সামনে বড় মাপের একটি বোর্ড টাঙায়। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিত মণির দাবি, “যতদিন পর্যন্ত সরকারি এই ফতোয়া জারি থাকবে ততদিন পর্যন্ত সাধারণ পাঠকের উদ্দেশ্যে নিষিদ্ধ সংবাদপত্র গ্রন্থাগারের সামনে প্রত্যেকদিনের জন্য সাঁটানো থাকবে।” আইএনটিউসি নেতা সাহাজাদ হোসেন কিনুও নেতৃত্বে ছিলেন। আন্দোলনে সামিল হন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির জেলা যুগ্ম সম্পাদক অধীর দাস-সহ আরও অনেকে। |
অন্য দিকে, জেলা কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি বলেন, “আনন্দবাজার পত্রিকা, বর্তমান-- এই দু’টি পত্রিকা বাঙালির ঐতিহ্য। পাঠকদের কাছে থেকে সেই ঐতিহ্য হরণ করে নেওয়ার বিরোধিতায় জেলা জুড়ে এই আন্দোলন জারি থাকবে।” এ দিনই রামপুরহাট ২ ব্লকের বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের নির্দেশিকার বিরুদ্ধে আন্দোলন করে কংগ্রেস। রামপুরহাট ২ ব্লক কংগ্রেস সভাপতি বিজয় সিংহ বলেন, “রামপুরহাট ২ ব্লকেও মাড়গ্রাম, পড়পড়িয়া, কানাইপুর-সহ ব্লকের বিভিন্ন গ্রন্থাগারে বিক্ষোভ দেখানো হয়। সাধারণ মানুষের সুবিধার্থে গ্রন্থাগারিকদের কাছে সব ধরনের সংবাদপত্র রাখার দাবি জানানো হয়েছে।” |