অবৈধ খাদান বন্ধে অভিযান খয়রাশোলে |
নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল |
অবৈধ ও পরিত্যক্ত কয়লা খাদান বন্ধে উদ্যোগী হল খয়রাশোল থানার পুলিশ। বুধবার এবং বৃহস্পতিবার এই দু’দিন ধরে অভিযান চালিয়ে খয়রাশোলের সগড়ভঙা জঙ্গল এলাকায় থাকা বেশ কিছু অবৈধ ও পরিত্যক্ত কয়লা খাদান মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই কাজে তিনটি মাটি কাটার যন্ত্র ব্যবহৃত হচ্ছে। |
মাটি দিয়ে বন্ধ করা হচ্ছে খাদান। ছবি: দয়াল সেনগুপ্ত। |
স্থানীয় সূত্রের খবর, খয়রাশোল ও কাঁকরতলা থানা এলাকায় একসময় প্রচুর অবৈধ কয়লা খাদান ছিল। যেগুলির এখন অধিকাংশই পরিত্যক্ত। তবে এ জন্য যে অবৈধ কয়লা কারবার বন্ধ হয়ে গিয়েছে এমনটা নয় বলে মনে করছে পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের দাবি, বরং অজয় নদ পার করে বর্ধমান এলাকা থেকে অবৈধ কয়লা এনে প্রথমে খয়রাশোল, কাঁকরতলা এলাকার বিভিন্ন জায়গায় জড়ো করা হয় এবং পরে তা জেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পাশাপাশি এলাকার পরিত্যক্ত কয়লা খাদান গুলির কাছাকাছি নতুন করে কয়লা তোলার চেষ্টা হয়। খয়রাশোল পুলিশের দাবি, দিন কয়েক আগে সগড়ভঙা জঙ্গল এলাকায় নতুন করে কয়লা তোলার চেষ্টা হচ্ছে। খবর পেয়েই এই অভিযানে নামে পুলিশ।
জেলা পুলিশ সুপার ঋষিকেশ মিনা বলেন, “অবৈধ কয়লা কারবার বন্ধ করতে লাগাতার অভিযান চলছে।” আর এ দিনের অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, “ওখানে বেশ কিছু জায়গায় মাটি খুঁড়ে কয়লা বের করার চেষ্টা হচ্ছিল। যেটা সম্পূর্ণ বেআইনিই শুধু নয় এতে প্রাণহানির আশঙ্কাও রয়েছে। তাই এই অভিযান চালানো হচ্ছে এবং অবৈধ খাদানগুলি মাটি দিয়ে ভরাট না করে দেওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া হবে।” |