টুকরো খবর
গণধর্ষণে ধৃত ১
মালদহের রতুয়ার পলাশবোনার বধূকে গণধর্ষণের ঘটনায় এক অভিযুক্তকে ধরল পুলিশ। মঙ্গলবার রাতে কুমারগঞ্জ এলাকা থেকে ওই অভিযুক্তকে ধরা হয়। অভিযুক্ত আরও দু’জনের খোঁজে তল্লাশি চলছে। ধৃতের নাম মজলিস আলি। ঘটনার সময় সে বধূর মুখ চেপে ধরে বলে অভিযোগ। অভিযুক্তদের একজন গ্রেফতার হওয়ায় আপাতত অন্দোলন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন আরএসপি বিধায়ক। মঙ্গলবারের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না-হলে বুধবার পুকুরিয়া ফাঁড়ি ঘেরাও আন্দোলনে নামার হুমকি দেন তিনি। পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “অভিযুক্তদের এক জন গ্রেফতার হয়েছে। বাকি ২ জনের খোঁজে তল্লাশি চালছে।”গত শনিবার রাতে জমি নিয়ে বিবাদের জেরে গণধর্ষণের ঘটনাটি ঘটে। বাক্কার আলি নামে এক ব্যক্তির সঙ্গে বিবাদ ছিল ধর্ষিতার স্বামী নজরুল হকের। ওই ঘটনার জেরে বাড়িতে চড়াও হয়ে তিন প্রতিবেশী নজরুল হকের স্ত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে রয়েছে বাক্কার আলি, মজলিস আলি ও মহব্বত আলি। মজলিস আলি তার মুখে কাপড় চেপে ধরে। বাকিরা বধূকে ধর্ষণ করে বলে পুলিশকে জানানো অভিযোগে বলা হয়। পরদিন সকালে দুষ্কৃতীরা বাড়ি ভাঙচুর করে লুঠপাট চালায়। শনিবার থেকে ধর্ষিতা আড়াইডাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন। মালতিপুরের আরএসপি বিধায়ক আবদুর রহিম বক্সি বলেন, “অভিযুক্তদের একজনকে পুলিশ ধরেছে। বাকিদের ধরার আশ্বাস দিয়েছে। ফাঁড়ি ঘেরাও আন্দোলন স্থগিত রাখা হয়েছে।”

দু’টি ছিনতাই
দুটি জায়গায় দুই শিক্ষকের প্রায় ২ লক্ষ টাকা ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরে ঘটনাগুলি ঘটেছে। প্রথম ছিনতাইয়ের ঘটনা গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায়। এদিন স্থানীয় একটি ব্যাঙ্ক থেকে উত্তর জয়পুর প্রাথমিক স্কুলের শিক্ষক মলিন দাস স্কুলের বেতন বাবদ ৬০ হাজার টাকা তোলেন। বাসস্ট্যান্ডের একটি দোকানের টবিলে টাকার ব্যাগ রেখে মুখ ধোয়ার সময় বাইক আরোহী দুই যুবক টাকার ব্যাগ ছিনিয়ে বালুরঘাটের দিকে পালিয়ে যায় বলে অভিযোগ। দ্বিতীয় ঘটনাটি ঘটে বংশীহারি থানার বুনিয়াদপুরে। বেলপুকুর হাই মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হক দুপুরে শিক্ষকদের বিমার ১ লক্ষ ৩০ হাজার টাকা ব্যাঙ্কে জমা দিতে যান। ব্যাঙ্কে ভিড় দেখে তিনি ব্যাঙ্কের সামনে বাইক রেখে মিষ্টির দোকানে ঢোকেন। বাইকের বাক্স ভেঙে টাকার ব্যাগটি চুরি হয়েছে বলে তিনি পুলিশে অভিযোগ জানান। মহকুমা পুলিশ আধিকারিক নারায়ণ মজুমদার বলেন, “দুটি ক্ষেত্রেই অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে।”

ছাত্র ধর্মঘট
ছাত্র পরিষদের ডাকে ছাত্র ধর্মঘট হল কোচবিহারে। প্রাক্তন ছাত্র নেতা তথা জেলা অটো ইউনিয়নের সম্পাদক রাজেশ চৌধুরীর উপর হামলার প্রতিবাদে বুধবার জেলাজুড়ে ছাত্র ধর্মঘট ডাক দেয় ছাত্র পরিষদ। এদিন ধর্মঘটের জেরে শহর ও লাগোয়া এলাকার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। দিনহাটা, শীতলখুচি সহ জেলায় ধমর্ঘটের প্রভাব পড়েছে। সংগঠনের জেলা সভাপতি অরিন্দম দে বলেন, “হামলার প্রতিবাদে ডাকা ছাত্র ধর্মঘট ডাকা হয়েছিল।” তবে অভিযুক্ত ধরা পড়ায় এদিন দুপুরের পর ধমর্ঘট প্রত্যাহার করা হয়। পুরস্ট্যান্ডে অটো রাখা নিয়ে রাজেশ চৌধুরীর সঙ্গে পুরসভার এক অস্থায়ী কর্মীর গোলমাল হয়। রাজেশবাবুর কোপানো হয় বলে অভিযোগ। জেলা পুলিশ সুপার প্রণব দাস বলেন, “ওই ঘটনায় অভিযুক্তকে মঙ্গলবার রাতেই ধরা হয়েছে।”

রায়গঞ্জে ঠিকাদার খুন
এক ঠিকাদারকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বুধবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে রায়গঞ্জ শহরের খরমুজাঘাট রোডে। পুলিশ জানায়, নিহতের নাম শুভজিৎ পাল (৩৫)। বাড়ি স্থানীয় তুলসিতলা এলাকায়। পুলিশ জানায়, এ দিন ওই যুবক রাস্তায় একটি বিমা সংস্থার কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় দুষ্কৃতীরা মোটর বাইকে এসে শুভজিৎবাবুকে লক্ষ করে চার রাউন্ড গুলি চালিয়ে পালায়। তাঁর মাথায় ও কোমরে গুলি লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রায়গঞ্জ থানার আইসি সুবীরকুমার পাল বলেন, “পুরনো শত্রুতার জেরে দুষ্কৃতীরা ওই যুবককে খুন করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।”

ডিপো রক্ষার দাবি
ডিপো চালু না-করা পর্যন্ত আলোচনা নয়। নামতে দেওয়া হবে না সরকারি বাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম ও প্রশাসনের কর্তাদের বুধবার ওই বক্তব্য জানিয়ে দিলেন চাঁচল ডিপো রক্ষার দাবিতে আন্দোলনকারী নাগরিক মঞ্চ। জেলা প্রশাসনের নির্দেশে এ দিন নাগরিক মঞ্চের কর্তাদের সঙ্গে আলোচনা করতে চাঁচল ডিপোয় যান নিগমের রায়গঞ্জের বিভাগীয় ম্যানেজার সুবীর দেবনাথ। তাঁর সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত মহকুমাশাসক অশোক সরকার। আলোচনায় বসতে রাজি না-হওয়ায় তাঁরা ফিরে চলে যান। ভারপ্রাপ্ত মহকুমা শাসক বলেন, “রাস্তায় বাস নামাতে আলোচনার জন্য গিয়েছিলাম। কিন্তু ওঁরা কথা শুনতে রাজি হয়নি। জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।” গত ২৯ ফেব্রুয়ারি থেকে ডিপো রক্ষার দাবিতে নাগরিক মঞ্চের আন্দোলন চলছে। মঞ্চের নেতা দেবব্রত ভোজ, সিপিএম নেতা মনওয়ারুল আলম বলেন, “ডিপো চালু না-হওয়া পর্যন্ত কথা হবে না। আন্দোলনও চলবে।”

ফাঁড়ির পাশেই চুরি
পুলিশ ফাঁড়ির পাশে একটি শিশু শিক্ষাকেন্দ্র এবং একটি কালী মন্দিরে চুরির ঘটনায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বালুরঘাট থানার চকভৃগু এলাকায়। দুষ্কৃতীরা তালা ভেঙে সদরঘাট শিশুশিক্ষা কেন্দ্রের মিডডে মিলের এক বস্তা চাল, নগদ দেড় হাজার টাকা চুরি করে। লাগোয়া কালী মন্দিরে হানা দিয়ে মূর্তির অলঙ্কার চুরি করে পালায়। এলাকার বাসিন্দা তথা তৃণমূলের কার্যকরি জেলা সভাপতি বিপ্লব খাঁ’র অভিযোগ, “পাশেই পুলিশ ফাঁড়ি থাকলেও চুরির ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ অস্বীকার করা যায় না।”

নির্দেশের বিরোধিতা
গ্রন্থাগারে সংবাদপত্র রাখা নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকা বাতিলের দাবিতে মাথাভাঙায় মিছিল করল নিখিল ভারত ন্যায়বাদী ছাত্র যুব সমাজ। বুধবার বিকেলে মাথাভাঙার পচাগড় আজাদ হিন্দ সঙ্ঘ মোড় এলাকায় ওই মিছিল হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে মহকুমা শাসকের দফতরের সামনে পৌঁছায়। মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে নির্দেশিকা বাতিলের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

মদ-সহ গ্রেফতার
বেআইনিভাবে অসম থেকে মদ আনার সময় একটি গাড়ি-সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বক্সিরহাট থানার রসিকবিল রোডে ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ধৃতের নাম বাপি দাস। তার বাড়ি বারোবিশায়। ৪৮০ বোতল অসম মদ উদ্ধার হয়েছে।

যুবক ধৃত
ভিজিল্যান্স অফিসার পরিচয় দিয়ে মালদহ স্টেশনকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে যুবককে ধরল রেল পুলিশ। মঙ্গলবার রাত ১টা নাগাদ মালদহ টাউন জিআরপি ওই যুবককে ধরে। ধৃতের নাম রাজীব মিত্র। বছর পয়ত্রিশের ওই যুবকের বাড়ি দঃ২৪ পরগনার বারুইপুরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.