যান নিয়ন্ত্রণে বিধি, জরিমানা
যানজট ও দুর্ঘটনা এড়াতে রায়গঞ্জ পুর এলাকায় পণ্যবাহী ট্রাক চলাচলে বিধিনিষেধ জারি করেছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ। সম্প্রতি জেলা পুলিশের তরফে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়, পুর বাসস্ট্যান্ড মোড়, কলেজপাড়া সহ বিভিন্ন জনবহুল জায়গায় ওই বিধিনিষেধ জারি করা হয়েছে। ট্রাক চালকেরা বিধিনিষেধ অমান্য করলে জরিমানা আদায় করা শুরু করেছেন ট্রাফিক পুলিশের কর্মীরা। বিধিনিষেধ অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরে পণ্যবাহী ট্রাক ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রায়গঞ্জের ডিএসপি অম্লান ঘোষ বলেন, “যানজট ও দুর্ঘটনা এড়াতে ব্যস্ততম সময়ে শহরে পণ্যবাহী ট্রাক চলাচলের বিধিনিষেধ জারি করা হয়েছে। নির্দেশ অমান্য করলেই জরিমানা করা হচ্ছে। এতে শহরে যানজট ও দুর্ঘটনা কমবে বলে মনে হচ্ছে।”
শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে উদ্যোগী পুলিশ প্রশাসন। রায়গঞ্জে তরুণ দেবনাথের তোলা ছবি।
সম্প্রতি রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক মোহিত সেনগুপ্ত দিনের ব্যস্ততম সময়ে ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ কর্তাদের অনুরোধ করেন। সম্প্রতি রায়গঞ্জের হাসপাতাল মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়। কয়েকমাস আগে রায়গঞ্জের ইনস্টিটিউট মোড়ে ট্রাকের যানজটের জেরে বাসের ধাক্কায় আরেক সাইকেল আরোহী কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়াও গত এক বছরে শিলিগুড়ি মোড় লাগোয়া ৩৪ জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় ৭ জনের মৃত্যু হয়। বাসিন্দারা জানাচ্ছেন, এতদিন পণ্যবাহী ট্রাক চলাচলে বিধিনিষেধ না থাকায় শহরে যানজট লেগেই থাকত। প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। শহরের মোহনবাটি, নিশিথসরণী, লাইনবাজার, বন্দর, রাসবিহারী মার্কেট, বিদ্রোহীমোড়, দেবীনগর ও কসবা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকার রাস্তা ধারে দিনভর পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকে। দুর্ঘটনা এবং যানজটের যা অন্যতম কারণ। রায়গঞ্জ ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার বিনোদ মল্লিক বলেন, “সকাল ৯টা থেকে দুপুর ১টা ও দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সব চাইতে ব্যস্ততম সময়। ওই সময়ই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিনের ওই সময় বিভিন্ন গাড়ি, রিকশা ও মোটর সাইকেল বেশি চলাচল করে।” তিনি জানান, গত একসপ্তাহে নতুন বিধি অমান্য করার অভিযোগে প্রায় ১৫টি ট্রাক চালকের জরিমানা করা হয়েছে। পাশাপাশি, শিলিগুড়ি মোড়, সঙ্গীতসদন মোড়, মোহনবাটি, রেলগেট, বিবেকানন্দ মোড়, বিদ্রোহী মোড়- এলাকা সহ বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের ২০ জন কর্মী নিয়মিত নজরদারি শুরু করেছেনয় রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন, “ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের কাছের দাবি জানানো হয়েছিল। সংগঠনের তরফে ব্যবসায়ীদের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.