বসিরহাটে চ্যাম্পিয়ন দণ্ডিরহাট ভেটারেন্স
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সম্প্রতি বসিরহাট মহকুমার প্রাক্তন ফুটবলারদের নিয়ে এক নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মহকুমার ভেটারেন্স প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল বসিরহাট ব্লু, হাসনাবাদ পৌর ভোটারেন্স, বসিরহাট গ্রিন, হাড়োয়া ভেটারেন্স ও দণ্ডিরহাট ভেটারেন্স। বসিরহাট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় বসিরহাট ব্লু এবং দণ্ডিরহাট ভেটারেন্স। ম্যাচে প্রথমার্ধে কেউই গোল করতে পারেনি। |
দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন দণ্ডিরহাট ভেটারেন্সের অতনু রায়। খেলা পরিচালনায় ছিলেন রুহুল আমিন, আবু সিদ্দিকি ও নারায়ণ ঘটক। ফাইনালে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার মিহির বসু, অজয় মুখোপাধ্যায়, অমিত মজুমদার, কালিদাস মজুমদার, তিলক বসু প্রমুখ, ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন দণ্ডিরহাটের সমীর বিশ্বাস। দুই দলকেই পুরস্কৃত করা হয়।
|
চ্যাম্পিয়ন বিএস পার্ক
নিজস্ব সংবাদদাতা • রিষড়া |
রিষড়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ১৭ তম আমন্ত্রণমূলক নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বিএস পার্ক। রানার্স হয়েছে বৈদ্যবাটি কৃষ্টিচক্র। হুগলি, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার ৮টি দলকে নিয়ে রিষড়া লেনিন মাঠে ওই প্রতিযোগিতা শুরু হয়েছিল গত ২৪ মার্চ। ফাইনাল হয় গত ১ এপ্রিল। সেমিফাইনালে বিএস পার্ক ৩-১ গোলে হালিশহর স্পোর্টিং ক্লাবকে হারায়। অন্য সেমিফাইনালে সিঙ্গুর ক্লাবের বিরুদ্ধে টাইব্রেকারে ৫-৪ গোলে জেতে কৃষ্টিচক্র। ফাইনালে ১-০ গোলে কৃষ্টিচক্রকে হারায় বিএস পার্ক। একমাত্র গোলটি করেন চিরঞ্জিত ঘোষ। তিনিই ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বলে উদ্যোক্তাদের তরফে জানান শেখর চট্টোপাধ্যায়। ফাইনালে অতিথি ছিলেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়, ইস্টবেঙ্গলের এডমিলসন, ম্যানেজার স্বপন বল প্রমুখ। |