এক শ্রেণির কর্মীর সম্মেলনে নিয়ম মেনে সবেতন ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু অন্য এক শ্রেণির কর্মীর সম্মেলন উপলক্ষে সেই ছুটি অনুমোদন করতে গড়িমসি চলছে বলে অভিযোগ। সরকারি কর্মী সংগঠনের সম্মেলনকে কেন্দ্র করে এ ভাবেই দ্বিচারিতা করা হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
১০-১১ এপ্রিল মৌলালি যুব কেন্দ্রে সম্মেলনের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের অন্যতম সংগঠন অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টস। সম্মেলনে প্রায় ২০০ জন প্রতিনিধির যোগ দেওয়ার কথা। সেই সব প্রতিনিধির সবেতন ছুটি অনুমোদনের জন্য নিয়ম মেনে গত ৫ মার্চ অর্থ দফতরের কাছে চিঠি দেওয়া হয়। অভিযোগ, বুধবার পর্যন্ত অর্থ দফতর থেকে সেই চিঠির কোনও জবাব আসেনি। ফলে তাঁদের সবেতন ছুটি নিয়ে সংশয় দেখা দিয়েছে। অথচ নতুন সরকারের আমলেই গত জানুয়ারিতে মহাজাতি সদনে সম্মেলন করেছিল তৃণমূলের কর্মী সংগঠন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (ইউনিফায়েড)। সেখানে রেলমন্ত্রী মুকুল রায়-সহ সরকারের একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন। বিভিন্ন জেলা থেকে যে-সব প্রতিনিধি সেই সম্মেলনে উপস্থিত ছিলেন, তাঁদের সর্বোচ্চ পাঁচ দিন পর্যন্ত সবেতন ছুটি মঞ্জুর করেছিল অর্থ দফতর। কিন্তু এ বার কর্মী সম্মেলনে ছুটি অনুমোদনে গড়িমসি কেন, সেই প্রশ্ন উঠেছে। শুধু প্রশ্ন ওঠাই নয়, এতে নতুন সরকারের ‘দু’মুখো আচরণ’-ও দেখছেন কর্মীদের একাংশ। এর প্রতিবাদে এ দিন ওই সংগঠনের সদস্যেরা মহাকরণের সংরক্ষিত এলাকার দরজার সামনে কিছু ক্ষণ বিক্ষোভও দেখান।
এর পরে অর্থ দফতর অনুমোদন দিলেও কোনও কাজ হবে না বলে মন্তব্য করেন সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সংগঠনের সম্পাদক সৌমিত্র গুহ। নিয়ম ব্যাখ্যা করে তিনি বলেন, “সম্মেলন শুরুর আগে আর মাত্র দু’দিন (বৃহস্পতি ও সোমবার) অফিস খোলা থাকবে। সুতরাং এর পরে অনুমতি পেয়েও লাভ হবে না। কেননা নিয়ম হল, যে-সব কর্মী সম্মেলনে যোগ দেবেন, অর্থ দফতর অনুমতি দেওয়ার পরে তাঁদের সংশ্লিষ্ট দফতরের আধিকারিকের কাছে ছুটির আবেদন মঞ্জুর করাতে হয়।” সৌমিত্রবাবু জানান, তাই বৃহস্পতিবার যদি অর্থ দফতরের অনুমতি আসে, তা হলেও কাজের কাজ হবে না। কারণ তখন আর দফতরের আধিকারিকের কাছ থেকে ছুটির আবেদন মঞ্জুর করানোর সময় থাকবে না।
কিন্তু এ ভাবে গড়িমসি করার কারণ কী? সৌমিত্রবাবুর অভিযোগ, কর্মীদের সংগঠন করার অধিকারের উপরে আক্রমণ হানছে নতুন সরকার। “এটা তারই সঙ্গে সঙ্গতিপূর্ণ,” বলেছেন সংগঠনের সম্পাদক। |